নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার সরকার বারবার দরকার!

০৬ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:২৬


৭১ চেতনা নিয়ে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল বাংলাদেশকে উন্নয়নে চূড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে। সুইজারল্যান্ড সিংগাপুরকে পিছনে ফেলে দেশ নিয়ে গেছেন শেকড় থেকে শিখড়ে। বিএনপি জামাত সর্বদায় শেখ হাসনাকে সামনে এগুতে দেয়নি শুধুই পিছনে টেনেছে। শেখ হাসিনা বিএনপি জামাতে ষড়যন্ত্রকে নস্যাৎ করে তাহাজ্জুত পড়ে কাজে লেগে পড়তেন ফলে রেহানা গং পুতুল এবং র্গাঁজাখোর পুত্র বনে গেছেন হাজার হাজার কোটি টাকার মালিক। দেশ থেকে পাচার হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার। এবার দেখবো সেই জয়গানের ভিডিও প্রামান্য।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৩০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দেশের সব টাকা এখন শেখ পরিবারের হাতে সেই সংগে চেতনা বাজরাও কামিয়েছে।

০৬ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৩৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভিডিওটি দেখেন তাহলেই বুঝতে পারবেন হাসিনা কি করেছে।

২| ০৬ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৩৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: গনলুটতহন্ত্রী আওয়ামী সরকার।

০৬ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৩৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: গনলুটতন্ত্রী সরকার। চেতনায় বুদ।

৩| ০৬ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৩৬

জেনারেশন একাত্তর বলেছেন:



শেখ হাসিনার ইতিহাস, বেগম জিয়া-জামাতের শুরু হয়েছিলো শেখকে হত্যা করায়; শেখ হত্যা করেছে আমেরিকা ও পাকিস্তান; ইহার সুযোগে আপনাদের লোকেরা দেশকে আবার পাকিস্তানে পরিণত করেছিলো। দেশের সম্পদ ডাকাতীর শুরুটা বেগম জিয়া ও জামাতের সময় শুরু হয়েছিলো।

০৬ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৩৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বেগম জিয়া ও জামাতের সময় কত সম্পদ ডাকাতী হয়েছিল বললে সবাই জানতে পারবে।

৪| ০৬ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৪৯

সৈয়দ কুতুব বলেছেন: আর কোনো শেখ হাসিনার সরকার দেখতে চায় না জনগণ ।

৫| ০৬ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:০৩

জেনারেশন একাত্তর বলেছেন:



চুরি শুরু হয়েছিলো এরশাদের সময়, ডাকাতী শুরু হয়েছিলো বেগম জিয়ার সময়, মহা ডাকাতী হয়েছে হাসিনার সময়।

আপনার কাছে প্রশ্ন, এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনার ক্ষমতায় আসার সুযোগ হলো কিভাবে?

৬| ০৬ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৪১

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:



চুরি - ডাকাতি - ঘুষ সবই হয়েছে শেখ হাসিনার আমলে।

উনি আসল কাজ না করে বিএনপি জামায়াতের পিছনে ঘুরেছেন।

৭| ০৬ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৪২

অপলক বলেছেন: শেখ পরিবারের সরকার, জাতিকে করবে বলাৎকার...
কত বার কত বার? <<< বারবার বারবার...
দূষিত রক্তের জানোয়ার, শেখ পরিবার শেখ পরিবার
দেবো না, দেবো না, পারবে না, মানবো না...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.