নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

ইসলামি জঙ্গীরা গেল কোথায়?

০৯ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:১৩


গত দেড় দশক ধরে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবস, জাতীয় নির্বাচন অথবা রাজনৈতিক উত্তেজনার আগমুহূর্তে হঠাৎ দেশের বিভিন্ন প্রান্তে জঙ্গি আস্তানার সন্ধান, পাহাড়ে অস্ত্রকারখানা আবিস্কার, বনে অস্ত্রের গুদামের সন্ধান পাওয়া যেত। সেই সংগে ফলাও করে হাসিনা মিডিয়া প্রচার করতো বড় হামলার পরিকল্পনা ভেঙে পড়েছে, ষড়যন্ত্র ধ্বংস করা হয়েছে, জঙ্গিদের জাল উপড়ে ফেলা হয়েছে, অস্ত্রকারখানা ও গুদাম ধ্বংস করা হয়েছে। থান্ডারবোল্ট, শোলাকিয়া, সানডেভিল, ইগল হান্ট ইত্যাদি নামে সিলেটের শিববাড়ি, আশকোনা, কল্যাণপুর, গাজীপুর, পার্বত্য এলাকাসহ বহুস্থানে অভিযান চালানো হয়েছিল।

হাসিনার শাসনামলে জঙ্গিবিরোধী অভিযান মূলত দীর্ঘ মেয়াদে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের একটি হাতিয়ার ছিল। বাংলাদেশে জঙ্গিদের উত্থান হচ্ছে, এদের দমাতে না পারলে পুরো দক্ষিণ এশিয়ায় অস্থিরতা তৈরি হবে এবং এভাবে ভারতীয়দের সহায়তায় ইউরোপ এবং আমেরিকাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। ফলে বিনাভোট ও রাতের ভোট নিয়ে বহির্বিশ্ব থেকে বড় ধরনের কোনো চাপের মুখে পড়তে হয়নি হাসিনাকে। সেইসংগে হাসিনা বাংলাদেশে জঙ্গি উত্থান রোধে আওয়ামী সরকার দরকার বলে বহির্বিশ্বের অনেক দেশকে বুঝাতে চেয়েছিল। অবৈধ ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে বিদেশিদের কাছে জঙ্গিফোবিয়া ও ইসলামোফোবিয়া তৈরি করে নিজেকে মৌলবাদ বিরোধী শক্তি হিসেবে জাহির করতে একের পর এক নাটক প্রযোজনা করতে হযেছিল হাসিনাকে।

৫ আগস্টের পর সেই তথকথিত ইসলামী জঙ্গীরা গেলো কোথায়? প্রশ্ন আপনাদের কাছে।

এবার শোনা যাক হাসিনার সঙ্গে ইনুর জঙ্গীকার্ড খেলার ফোনালাপ।

আগামী সংসদ নির্বাচনের আগে বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতের প্রযোজনায় আওয়ামী চিত্রনাট্যে ফের ওই ধরনের জঙ্গি নাটক সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। সামনের দিনগুলোতে বাংলাদেশে কথিত জঙ্গি নাটকের হোতারা পুনরায় সক্রিয় চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাধু সাবধান!

মন্তব্য ৫৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:২২

আদিবাসী শামুক বলেছেন: সাধারণ মানুষই এখন জঙ্গি। শাতিম নাম দিয়া মানুষ মারতাচে।

০৯ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:২৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার কথা আমি বুঝতে পারলোম না পরের অংশ পরিস্কার করে বলুন।

২| ০৯ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:২৪

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: জঙ্গিরা সব এখন ইন্ডিয়ায়।
হাসিনা আর তার পলাতক বাহিনীর সাথে ইন্ডিয়ার তুষওয়ালা রুটি খাইতেসে।

০৯ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:২৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঠিক কথা আসল জঙ্গীরা এখন ভারতের আশ্রয়ে আছে।

৩| ০৯ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:২৮

আলমগীর সরকার লিটন বলেছেন: এই জঙ্গিবাদের সাথে আমার কেমন জানি মনে হয় এবং জামাতের চরিত্র দেখে মনে হচ্ছে জামাত জড়িতো ছিল

০৯ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৩০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হাসিনা আম্রিগ ছাড়া সবাইকে জঙ্গী ভাবতো প্রেসক্রিপশন ছিল ভারতের।

৪| ০৯ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৩৫

ধুলো মেঘ বলেছেন: এখন জঙ্গির দরকারটা কি? হাসিনার দরকার ছিল জঙ্গী পালা। হাসিনা নাই, তাই জঙ্গীও নাই।

০৯ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৩৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: তার মানে জঙ্গী ছিল ভারতের পরামর্শে হাসিনার তৈরি তাই না?

৫| ০৯ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৩৮

এ সং অফ আইস এন্‌ড ফায়ার বলেছেন: ওরা এখন রাষ্ট্রক্ষমতায় বসে আছে

০৯ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৩৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: জ্বি বুঝতে পারছি সেই জঙ্গী নাটকের ছোট ভুমিকায় আপনি অভিনয় করেছেন।

৬| ০৯ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:১১

আবেদি১২৩ বলেছেন: বড় ভাইজান , কি লিখেন আপনি , আপনি জানেন না, করা এখন জঙ্গী ? বাংলাদেশ এর সকল মানুষ এখন জংলি , শুধু মাত্র BAL ( এই টা গালি না , গালি হিসাবে দেখবেন না ) সাপ্পোটার রা ছাড়া সব জংলি।

আপনি কি BAL সাপোর্টার? তাহলে ভাইজান আপনি ১০০% ঘাঁটি বাঙালি ( ইন্ডিয়ান ) . আপনার মতো ঘাঁটি বাঙালি আর কেউ নাই , আর যদি আপনি BAL সাপোর্টার না হন, তাহলে আপনি ১০০% জংলী ( বাংলাদেশী). ভালো থাকবেন , শুভেচ্ছা নিরন্তন

০৯ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:৪৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ও ছোট ভাইজান আপনি যে আমার মনে কথাটি লিখে ফেললেন। BAL ছাড়া সবাই জঙ্গী।

৭| ০৯ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:২২

মেঘনা বলেছেন: জঙ্গিরা এখন সরকারে। এবং জঙ্গী সরকার এখন শরিয়া আইন বলবত করিতে চাইছে।

০৯ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:৪৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: গুড সেই শরীয়া আইনে আপনাকে পাথর নিক্ষেপ করে কতল করবে। :D

৮| ০৯ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:৪৭

সৈয়দ কুতুব বলেছেন: ইসলামী জংগীবাদ আছে কি নাই সেটার চেয়ে জানা জরুরি : তারা যদি দেশে থেকে থাকে কাদের হয়ে কাজ করে? তারা আসলে কি চায়?

২০২৩ সালে আওয়ামী লীগের আমলে পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে এক বাংলাদেশি। রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে বেশ কয়েকজন। এদের মধ্যে জংগী কাদের বলবেন? নিজ দেশের মানুষ অন্য দেশে যুদ্ধ করলে কেমন লাগবে? এর জন্য দায় কে?

সমস্যা মাল্টি লেয়ারে! বেকারত্ব এবং অধঃপতিত সমাজের কারণে অপরাধ প্রবণতা বাড়ছে। অনেকে এই সুযোগে তরুণদের ভুল পথে পরিচালিত করছে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এটার পূর্ণ সুবিধা নিয়েছে।

০৯ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৩০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি কি ভিডিওটা দেখেছেন ওখানে ইনু কি সুন্দর করে বলছে জঙ্গীকার্ড খেলার কথা এখান থেকে স্পষ্ট হাসিনা গং-রা জঙ্গী নাটক কত সুন্দর করে মঞ্চায়িত করেছিল ভারতের প্রযোজনায়।

৯| ০৯ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:৫৫

আবেদি১২৩ বলেছেন: @মেঘনা নদী আফা , আমি তো আপনার সাথে ১০০% একমত , আমি তো তাহাই আমার কমেন্ট এ বলিলাম। মেঘনা আফা ১০০ % বাঙালি ( ইন্ডিয়ান)

আফা আমি গত কয় দিন যাবৎ একটা নিউস খুঁজে বেড়াচ্ছি , সে টা হলো হারপিক মজুমদার এর কি অবস্থা ? আফা যদি USA থেকে হোন , দোয়া করে কি হারপিক মুজুমদার খবর তা বলবেন।
আমি উনাকে নিয়ে খুবই চিন্তিত , যে দৌড়ানি খাইসে , ওই দুঃখে USA এর সব হারপিক যদি নিয়ে যায় , আপনারা টয়লেট পরিষ্কার করবেন কেমনে ? আপনাদের চিন্তায় আমার ঘুম এখন খুব ভালো হয়। জয় বাংলা ,

আফা শুভেচ্ছা নিরন্তন।

০৯ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৩২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হারপিক মজুমদারদের দিয়ে শুধুই টয়লেট পরিস্কার করা যায় আর কিছু না।

১০| ০৯ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:৫৪

জুল ভার্ন বলেছেন: আসল জংগীরা হাছিনার নেতৃত্বে সব পালিয়ে ইন্ডিয়া গিয়ে আশ্রয় নিয়েছে।

০৯ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৩৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মোদীর নেতৃত্বে ভারত এখন জঙ্গীবাদের আখড়া।

১১| ০৯ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:২০

মেঘনা বলেছেন: ভারত সফরে এলেন তালিবান বিদেশমন্ত্রী। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ছ’দিনের এই সফরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের কথা রয়েছে মুত্তাকির। এ ছাড়া ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও বৈঠকে বসবেন তিনি।

০৯ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৩৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার ভারত তালেবান জঙ্গীদের সংগে বৈঠক করে সেটা কেমন কথা?

১২| ০৯ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৩৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভারতের সব চক্রান্তই নস্যাৎ হবে যদি আওয়ামীলীগকে আর ফিরতে না দেওয়া যায়। আওয়ামীলীগ ফিরলে ভারত আবারো সফল হবে।

০৯ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:১৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সঠিক ধারনা।

১৩| ০৯ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৪১

লুধুয়া বলেছেন: এই সামু ব্লগে তো দেখতে পাচ্ছি আমি।

০৯ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:১৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমি দেখতে পাচ্ছি হাসিনা নেতৃত্বে সবগুলো এখন ভারতে।

১৪| ০৯ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৫১

নতুন বলেছেন: সরকার অনেক সময় সন্ত্রাসীর আস্তানা, জঙ্গীর আস্তানা দমনে রেইড দেয়, মিডিয়াতে প্রচার করে জনগনের দৃস্টঅন্য দিতে ঘুরানোর জন্য। এটা সাধারন প্রাক্টিস। এই রকমের কাহিনি ভারত, পাকিস্তান, বাংলাদেশের সরকার সহ বিশ্বের অনেক সরকারী ব্যবহার করে।

তবে বর্তমানে সাধারন মানুষের মাঝেই তাউহীদি জনতার নামে মাজার থেকে লাস তুলে পুড়িয়ে ফেলা, মাজার ভেঙ্গে ফেলা, কোরান অবমানার কারনে সাধারন মানুষের মুখে ঐ ব্যক্তিতে মেরে ফেলার মতন ঘটনাতে বোঝা যায় এক্সিট্রিমিজস এখন সাধারন মানুষের মাঝে কতটা শিকড় গেড়েছে।

০৯ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:১৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: নড়বড়ে সরকারকে আরো নড়বড়ে করতেই এগুলো ঘটেছে।

১৫| ০৯ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:১০

জেনারেশন একাত্তর বলেছেন:



বাংলাদেশ, পাকিস্তান, সিরিয়া, লেবানন, ইরান, ইয়েমেন, নাইজেরিয়াসহ মুসলিম দেশগুলো থেকে জংগীরা হিজরত করে লন্ডন ও ইউরোপে চলে গেছে; আপনি এখন একা হয়ে গেছেন?

০৯ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:১৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনিও তো হিজরত করে আমেরিকায় গেছেন তার মানে আপনিও জঙ্গী তাই না?

০৯ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:২২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভিডিও টি দেখেছেন যদি বেশি সময় না থাকে তাহলে ৩ মিনিট ৪৮ সেকেন্ডে দেখেন ইনু কি বলে? জঙ্গী কার্ড খেলার কথা বলতেছে।

১৬| ০৯ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৫১

অরণি বলেছেন: অনেক নিরীহ মানুষের জীবন ধ্বংস করেছে এই নাটক।

১২ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:৩৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হ্যাঁ।

১৭| ০৯ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:১২

জেনারেশন একাত্তর বলেছেন:



ইনু কোন বাহিনীর প্রধান ছিলো?

১২ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:৩৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ইনু জামাতের প্রধান ছিলেন না বুঝি?

১৮| ০৯ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:০৬

নতুন বলেছেন: যেই দেশে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলে, সেখানে মামলা করে দোষীদের এখনো সাজার ব্যবস্থা করেনা। ফেসবকুে কোরান অবমাননা করারী ঐ ছেলেকে পিটিয়ে মেরে ফেলার পক্ষে হাজারো কমেন্ট।

সেখানে জঙ্গীপন্হী নাই?

১২ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:৫৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বিচার একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে হয়, আপনি চাইলেন আর জেল ফাঁসি হয়ে যাবে এখন সে সময় নয় ওগুলো হতো মনস্টার হাসিনার সময়; মনস্টার হাসিনা যা চাইতো ১ ঘন্টার মধ্যে রায় হয়ে যেত সে রকম এখন ভাবার সময় নেই। লাশ পোড়া নিয়ে যেমন আপনি কীবোর্ড ভেঙ্গে ফেলছেন তার চেয়েও ভয়াবহ মানুষ হত্যা নিয়ে আপনি মনস্টার হাসিনার সময় কিছুই বলেন নি। এখন যেমন যেমন কীবোর্ড ভেঙ্গে ফেলছেন মনস্টার হাসিনার সময় কীবোর্ডে একটা টোকা দিলেই চৌদ্দশেকে আর ভাগ্য সুপ্রসন্ন না হলে স্থায়ীভাবে হাওয়া হয়ে যেতেন।

আপনারা হলেন ভারতের প্রযোজনায় মনস্টার হাসিনা পরিচালিত নাটকের দক্ষ সহঅভিনেতা তাই জঙ্গী আপনারা ঘুমের মধ্যেও দেখবেন সেটাই স্বাভাবিক।

১৯| ০৯ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৩

বিজন রয় বলেছেন: জেগে ঘুমালে জাগানো যায় না।

১২ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:৫৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: জেগে ঘুমালে জঙ্গী দেখা যায়।

২০| ০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:২০

বিজন রয় বলেছেন: বাংলাদেশে সত্য বলা পাপ?

১২ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:৫৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মো্টেই না। আপনি কবিতা লেখেন আপনার কবিতা আমার পছন্দ।

২১| ১০ ই অক্টোবর, ২০২৫ ভোর ৪:১৮

এইচ এন নার্গিস বলেছেন: জঙ্গি রা এখন বর্তমান সরকারে ।

১২ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:৫৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি কি ভারতের প্রযোজনায় মনস্টার হাসিনা পরিচালিত জঙ্গি নাটকের দক্ষ সহঅভিনেতা তাই জঙ্গী আপনারা ঘুমের মধ্যেও দেখবেন সেটাই স্বাভাবিক।

২২| ১০ ই অক্টোবর, ২০২৫ সকাল ৭:০৬

মেঘনা বলেছেন: আওয়ামী লীগ ফিরুক আর না ফিরুক - বেজন্মা পাকিস্তান আর জোড়া লাগবেনা।

১২ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:৫৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: পাকিস্তান জোড়া লাগবে আপনার মতো যারা ভাবে তারই হলো সত্যিকারের বেজন্মা।

২৩| ১০ ই অক্টোবর, ২০২৫ সকাল ৯:৩৬

মেঠোপথ২৩ বলেছেন: নতুন বলেছেন: যেই দেশে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলে, সেখানে মামলা করে দোষীদের এখনো সাজার ব্যবস্থা করেনা। ফেসবকুে কোরান অবমাননা করারী ঐ ছেলেকে পিটিয়ে মেরে ফেলার পক্ষে হাজারো কমেন্ট।
সেখানে জঙ্গীপন্হী নাই?

@ নতুন , একটা দেশে জঙ্গীবাদ থাকবে কি না থাকবে তা পুরোপুরি নির্ভর করে দেশের সরকারের উপড়। দয়া করে মিথ্যা খবর প্রচার করবেন না। রাজবাড়ীতে মাজারে হামলা: আদালতে ৮ আসামির স্বীকারোক্তি

নর্থ সাউথের ঘটনাতেও অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ঐ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করেছে। আমাদের ফোকাস হওয়া উচিত সমাজে উগ্রবাদ, সন্ত্রাসবাদ দমনে সরকার ব্যবস্থা গ্রহন করছে কিনা।

১২ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:০০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যারা ভারতের প্রযোজনায় মনস্টার হাসিনা পরিচালিত জঙ্গি নাটকের দক্ষ সহঅভিনেতা তারা ঘুমের মধ্যেও এখন জঙ্গী দেখে।

২৪| ১০ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



মবতন্ত্র কায়েম করার পর আর জঙ্গীফঙ্গী লাগে নাকি ।

১২ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:০৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মনস্টার হাসিনার ১৫/১৬ বছরে আপনি কখনো মব শব্দটি একবারো কি বলেছিলেন? বলেননি কারন ভারতের প্রযোজনায় মনস্টার হাসিনা পরিচালিত জঙ্গি নাটকে আপনারা দক্ষ অভিনেতা ছিলেই তাই জঙ্গীফঙ্গী এখন আপনারা ঘুমের মধ্যেও দেখবেন।

২৫| ১০ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৪৫

রাজীব নুর বলেছেন: ইসলামি জঙ্গিরা আছে, থাকবে। কেয়ামত পর্যন্ত থাকবে।

১২ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:০৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি কোন জঙ্গী? নিশ্চয় আওয়ামী জঙ্গী তাই না ? :D

২৬| ১২ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:০৫

নতুন বলেছেন: @ নতুন , একটা দেশে জঙ্গীবাদ থাকবে কি না থাকবে তা পুরোপুরি নির্ভর করে দেশের সরকারের উপড়। দয়া করে মিথ্যা খবর প্রচার করবেন না। রাজবাড়ীতে মাজারে হামলা: আদালতে ৮ আসামির স্বীকারোক্তি


এটা খুবই ভালো খবর। এটার প্রচার তেমন হয় নাই। সরকারের সকল ত্রুটিকে হাজার গুন মাল্টিপ্লাই করে আয়ামীলীগের সমর্থকেরা প্রচার করছে।

কিন্তু জনগনের বিরাট অংশ এমন ঘটনাগুলি পক্ষে আছে সেটার প্রমান আপনি সোসাল মিডিয়ার কমেন্টে পাবেন।

আয়ামীলীগ ইসলামি জঙ্গি দমনকে নিজেদের সার্থে ব্যবহার করেছে সেটা পাকিস্তান, ভারতেও চলছে।

মুভিতে যেই লেভেলের জঙ্গি দেখায় তা বাংলাদেশে কখনোই আসবেনা। কিন্তু জনগনের মনে কট্টরপন্হার বীজ বুনে চলছে অনেক বক্তারা।

১২ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:২৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমি মনে করিনা বাংলাদেশ কট্টরন্থার দিকে যাবে; জনগন তা চায়না।

২৭| ১২ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:১৯

শ্রাবণধারা বলেছেন: আপনার ধারণা সত্যি হলে খুব ভালো হতো। হাসিনা নাই তো জঙ্গিও নেই - এই রকম শিরোনাম দিয়ে আমিও একটা পোস্ট দিতাম। আর শয়তানের দোসর ইসরাইল ও আমেরিকা গত ৫০ - ৬০ বছরে হাইতি, নিকারাগুয়া, ভিয়েতনাম, দক্ষিণ লেবাননসহ নানা দেশে কতবার সন্ত্রাসী ধ্বংস চালিয়েছে, তার মুণ্ডুপাত করতাম। দুঃখের বিষয়, বাস্তবতা এত সরল নয়। হোলি আর্টিজানের ঘটনাটাই ধরুন।

আবার মুসলিম দেশগুলোতে জঙ্গিবাদের জন্য ইসরাইল ও আমেরিকা সরাসরি মদদ দেয়। এটা থেকে কিছুটা হলেও আমরা মুক্ত ছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে, বাঘের থাবার মধ্যে আমরা চলে গেছি।

১২ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৩৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমরা তো দেশে থাকি আমরা বাস্তবতা কি সেটা দেখতে পাচ্ছি। তবে আকাম কূকাম যে একেবারেই হচ্ছেনা তা নয় যা হচ্ছে তারচেয়ে প্রচারনা অনেক বেশি সেই প্রচারনা চালাচ্ছে ভারত ও আম্লিগ।

আম্লিগের সময় যারা অনৈতিক সুবিধাভোগী ছিল এখন কোনঠাসা তারাই অপপ্রচারে আদাজল খেয়ে নেমে পড়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.