নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

তারা দেশপ্রেমিক অন্যজন দেশদ্রোহী

৩০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:৪৮


হাসিনা ও রেহানা পরিবারের সবাই অর্থাৎ বাংলাদেশ যাদের পৈতৃক সম্পদ তারা সবাই দেশপ্রেমিক যদিও তারা দেশে থাকে না। তারা সবাই বিদেশী নাগরীক এবং বিদেশেই তাদের যত সম্পদ, গাড়ী বাড়ী নারী বা পুরুষ ব্যাংক ব্যালেন্স সব কিছুই তাদের বিদেশে। দেশের কোন নারী বা পুরুষ তাদের পছন্দ না। বিদেশী ইহুদী বা খৃষ্টান স্বামী স্ত্রীই তাদের পছন্দ। তারা দেশেও আসেনা। যখন খুনি বুড়িটা ক্ষমতায় ছিল তখন তাদের ঘন ঘন আনাগোনা ছিল দেশে। তারা আসতো শুধু ব্যাগ ভর্তি ডলার নেওয়ার জন্য (যদিও অন্যপথেও ডলার নিয়েছে)। তারাই দেশের ধারক বাহক সেজেছে। তারা চেতনা নিয়ে ব্যবসা করেছে ওটাও ছিল তাদের পৈতৃক সম্পদ। তেনারাই বড় দেশপ্রেমিক।

অন্যদিকে খালেদা জিয়া দেশের সিংহ নেত্রী যিনি দেশ ছেড়ে যাওয়ার কল্পনাও কোনদিন করেননি, তাঁকে অনেক চাপ দেওয়া হয়েছিল বিদেশে যাওয়ার জন্য কিন্তু তিনি যাননি। তাঁর একটাই কথা মরতে হলে দেশেই মরবো। তাঁকে বিদেশে পাঠাতে না পেরে ঠুঁনকো বিষয়ে মামলা দিয়ে ভুয়া কাগজ সৃজন করে অন্যায়ভাবে জেলে ভরে ছিল নৃশংস খুনি বুড়িটা। বিচার ব্যবস্থায় এমন ভয়ানক আওয়ামী হায়েনা বিচারপতি বসিয়েছিল যে আপীল করলেই সাজা বেড়ে যেত। হীরুঞ্চিরা রাস্তায় দাড়িয়ে হাগামোতা করলেই সাজা বেড়ে যেত। এই ছিল দেশের ভয়াবহ অবস্থা।

যে সিংহ নেত্রী দেশের জন্য সামান্যতম আপোস করেননি তিনিই কিনা দেশদ্রোহী!

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৩:১৮

জুল ভার্ন বলেছেন:

কী অদ্ভুত দেশপ্রেম- শেষ জীবনটা প্রভুদের সেবায় থেকে যাবেন।

৩০ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৪৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: উহার প্রকৃত দেশ ভারতই তাই উহা সবসময় ভারতের স্বার্থটাকেই বেশি করে দেখেছে।

২| ৩০ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৩২

ঢাবিয়ান বলেছেন: খালি আওয়ামিলীগ খারাপ , হাসিনা খারাপ চিল্লালেই হবে না। তাদেরকে রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক করতে হলে অন্য দলগুলোকে ভাল হয়ে যেতে হবে। তা না হলে ব্যার্থ হয়ে যাবে জুলাই বিপ্লব।

৩| ৩০ শে অক্টোবর, ২০২৫ রাত ১১:২০

সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা আর ফিরবেন না ; কিনতু আওয়ামি লিগ ফিরবে । কেউ শেখ হাসিনার ইনটারভিউ নেয়ার কথা না । ইউনুস সাহেব বারবার বিদেশি মিডিয়ায় শেখ হাসিনার খারাপ কাজের কথা বলেছেন । আল জাজিরায় সব খুটিয়ে খুটিয়ে বের করছে । তবু তিনটা বিদেশি মিডিয়ায় শেখ হাসিনা কথা বলতে পেরেছেন । ইহা দোভাল মিয়ার কারিশমা বলে মনে করি ।

শেখ হাসিনাকে সরাতে আল-জাজিরা ২০২১/২০২২ সাল থেকে জুলকারনাইন সায়ের , তাসনিম খলিলের সহায়তায় তারা শেখ হাসিনার লোক নামে একটা এপিসোড করেছিলো । এখন শেখ হাসিনা আর আও্য়ামি লিগ যদি বিদেশি মিডিয়ার সহায়তা নেয় তবে বুঝতে হবে ভিতরে নতুন খেলা শুরু হয়েছে ।

৪| ৩১ শে অক্টোবর, ২০২৫ রাত ১:২৯

ইফতেখার ভূইয়া বলেছেন: এই দু'টো পরিবারই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করেছে, অনৈতিক অর্থনৈতিক ফায়দা ও সুবিধা নিয়েছে। এদের কাউকে নিয়ে খুব বেশী উচ্ছ্বসিত হওয়ার কিছু আছে বলে আমার মনে হয় না। দু'জনের ছেলেই বহু বছর ধরে বিদেশে অবস্থান করছে। আদতে তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড ও প্রফেশন কি, আর কিভাবে প্রবাসে উন্নত জীবন-যাপন করছে বা তাদের বিপুল অর্থের সংস্থান কোথা থেকে আসছে সে ব্যাপারে জানা প্রয়োজন। বাকি থাকলো নেত্রীদের কথা। প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে তাদের প্রতি সম্মান রেখেই বলছি, ২০২৫ সালে এসে এ দু'জনের একজনও বাংলাদেশকে সঠিক নেতৃত্ব দেয়ার যোগ্যতাও রাখেন না। বাপ-স্বামীর পরিচয় না থাকলে এদেরকে কেউ চার আনা পয়সা দিয়েও মূল্যায়ন করতো কি না সে ব্যাপারে আমার সন্দেহ আছে। সমস্যা হলো এ দেশের নির্বোধ ও দলকানা লোকজনদের কাছে ব্যক্তির ব্যক্তিগত যোগ্যতার চেয়েও বাপ-দাদা, বংশ ও দলীয় পরিচয় বেশী গুরুত্ব বহন করে, তাই মুক্তিযুদ্ধের পর অর্ধ-শতাব্দীতেও এই দেশের মানুষের প্রকৃত মুক্তির স্বাদ উপলব্ধি করা হয়ে ওঠে নি, সহসাই সেটা হওয়ার সম্ভাবনাও শূন্যের কোঠায়।

৫| ৩১ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:০৩

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা আসবে। বাংলাদেশ হাসবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.