নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার।যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু\'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী।পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

হাদিকে shoot করে লাভবান হলো কে?

১৫ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:২৪


শরিফ ওসমান হাদি যিনি সাধারণত ওসমান হাদি নামে পরিচিত একজন বাংলাদেশি রাজনৈতিক কর্মী ও বক্তা, যিনি জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন।

হাদি ছিলেন আওয়ামী বিরোধিতার সাহসী কণ্ঠ। তাই হাদিকে হত্যার লক্ষ্যে কয়েক মাস ধরে ছক কষা হচ্ছিল যার নেপথ্যে ছিল আম্লিগ ও 'র'। অন্তত দুই মাস ধরে আলমগীর শেখ, রুবেল ও ফয়সল করিম তাঁকে অনুসরণ করেছে। তফসিল ঘোষণার পরদিন তাঁকে হত্যার মধ্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা ছিল অন্যতম লক্ষ্য।

হাদিকে shoot করেই ওরা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। ওরা বলছে মির্জা আব্বাসের কথা আবার বলছে জামাতের কথা। মোট কথা হলো দৃষ্টি অন্যদিকে ঘোরানোই হলো মূল উদ্দেশ্য।

ওরা ভেবেছিল হাদিকে হত্যা করে বাংলাদেশকে দমন করবে; আবার রুদ্রমূর্তিতে চেপে বসবে জাতির কাঁধে এখানেই আম্লিগ ও 'র' খেলার চালে বড্ড ভুল করেছে; বাংলাদেশ আবারো একাট্টা হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। প্রকৃতপক্ষে জয়ী হয়েছে বাংলাদেশ।

সহস্র মিছিলে সম্মুখে দেখো
প্রতি প্রাণে আছে হাদি
খুনী মনে রেখো।

মন্তব্য ১১ টি রেটিং +৬/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:০৬

একজন নিষ্ঠাবান বলেছেন: হাদি যদি আল্লাহ বিশেষ রহমতে ফিরে আসতে পারে তাহলে আওয়ামীলীগ ও ভারতের বিরুদ্ধে আরো সোচ্চার কন্ঠ হবে। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে বজ্রকঠিক প্রতিক হয়ে উঠবে।

১৫ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:০৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার ধারনা ঠিক। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের জম হয়ে উঠবে।

২| ১৫ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:০৮

একজন নিষ্ঠাবান বলেছেন: বজ্রকঠিন হবে।

১৫ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:০৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বুঝতে পেরেছি।

৩| ১৫ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:১৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: একটা বিষয় লক্ষনীয় যে, ঐক্যে একটা ফাটল ধরেছিল সেই ফাটল হাদিকে গুলি করার মাধ্যমে মেরামত হলো। আল্লাহর কাছে মিনতি করছি যেন হাদি আমাদের মাঝে ফিরে আসে।

৪| ১৫ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:০৪

অরণি বলেছেন: আওয়ামীলীগের বড় ডাকাত গুলো বিদেশে পালিয়েছে এখন দেশে আছে ছিছকে চোর গুলো এদেরকে চৌদ্দশিকে না ভরলে দেশ কোনদিন শান্তিতে থাকবেনা।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:১৫

কলিমুদ্দি দফাদার বলেছেন:
আপনাকে একজন শিক্ষিত মানুষ হিসেবে মনে হয়। কিন্তু অবাক হলাম ইন্টেরিম তথা ইউনুসের দেড় বছরের ব্যর্থতা এবং ২৪ পরবর্তী রাজনৈতিক দলগুলোর অনৈক্য পাশ-কাটিয়ে একচেটিয়া হাদী হত্যায় একচেটিয়া আওয়ামী লীগের দোষারোপ করায়?

জুলাইযোদ্ধা হিসেবে এনসিপিদ্বয় তথা সারজিস বউয়ের সাথে থাকার সময় ৪ জন পুলিশ প্রটোকল পেলে হাদীর দোষটা কি ছিল?

৬| ১৫ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:২০

সৈয়দ কুতুব বলেছেন: যদি ভিপি নুরের উপর হামলার বিচার হতো তবে আজকে এই দিন দেখা লাগতো না।

৭| ১৫ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৮

বাকপ্রবাস বলেছেন: হাদি ফিরে আসুক।

৮| ১৫ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৬

কিরকুট বলেছেন: জামাত শিবির।

৯| ১৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:০২

কামাল১৮ বলেছেন: লাভবান হলো দেশ।শিবিরের এই জল্লাদরা না থাকাই ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.