নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কক্ষমানব

সেলিম মোঃ রুম্মান

আমি একজন নিরাপদ ব্লগার

সেলিম মোঃ রুম্মান › বিস্তারিত পোস্টঃ

থ্রী ইডিয়টস - ফেসবুক ভার্সন :) :)

০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৯

আমির খান : ( ক্লাসে বসে হাসছিলো ।)

টিচার : আপনি হাসছেন কেন ?

আমির : অনেকদিন থেকেই ফেসবুকের পেজ

অ্যাডমিন হওয়ার ইচ্ছা ছিলো । আজ হয়েছি ।

খুব মজা লাগতেছে স্যার !

টিচার : বেশী মজা নেয়ার দরকার নাই । টেল মি ,

হোয়াট ইজ পোস্ট ?

আমির : এনিথিং দ্যাট ইজ পোস্টেড অন ফেসবুক

ইজ পোস্ট স্যার ।

টিচার : ক্যান ইউ প্লিজ এলাবোরেট ?

আমির : স্যার , পাবলিক ফেবুতে যাই ই দেয় ,

তাই পোস্ট । ঘুরতে গেলাম , ফটো দিলাম ।

পোস্ট স্যার । ম্যাচ দেখতে গেলাম , স্কোর

দিয়ে দিলাম । পোস্ট স্যার । আসলে পোস্ট

আমাদেরকে চারপাশ থেকে ঘিরে রেখেছে ।

ক্যাটরিনার পিক থেকে রোনালদোর কিক পর্যন্ত ,

সব পোস্ট স্যার !

এক সেকেন্ডে কমেন্ট , এক

সেকেন্ডে লাইক । কমেন্ট-লাইক , কমেন্ট-

লাইক!

টিচার : শাট আপ ! অ্যাডমিন হয়ে এগুলা করবা ?

কমেন্ট-লাইক , কমেন্ট-লাইক ?

চতুর তুমি বলো তো ।

চতুর : পিকচার , টেক্সটস্ অর ভিডিওস পোস্টেড

থ্রো মোবাইল অর ট্যাবলেট অর ল্যাপটপ অর

ডেস্কটপ উইথ ডিফারেন্ট অপারেটিং সিস্টেম

ইউজিং ইন্টারনেট অন ফেসবুক ইজ কলড্ আ

পোস্ট।

টিচার : বাহ !

আমির : কিন্তু স্যার , আমিও তো সেটাই বললাম

সোজা ভাষায় ।

টিচার : সোজা ভাষায় বলতে চাইলে অন্য

কোথায় গিয়ে বলো, পেজের অ্যাডমিন হয়ে নয়।

আমির : কিন্তু স্যার অন্য অ্যাডমিন রাও তো...

টিচার : গেট আউট !

আমির : ওহ , হোয়াই স্যার ?

টিচার : সোজা ভাষায় বেরিয়ে যান ।

(আমির চলে যেতে গিয়ে আবার ফিরে আসবে)

টিচার : কি হলো ?

আমির : একটা কাজ ভূলে গেছিলাম স্যার ।

টিচার : কি ?

আমির : এন ইউটিলিটি বাটন দ্যাট গিভ আস টু

প্রোটেক্ট আওয়ার প্রাইভেট ডেটা , পিকচার ,

মেসেজ অর পার্সোনাল ইনফরমেশন ফর

বিয়িং স্টোলেন অর ইউজড ফর ব্যাড পারপাস

বাই হ্যাকারস অর অ্যানিওয়ান এলস্ ।

টিচার : কি বলতে চাও ??

আমির : লগআউট স্যার , লগআউট!

করতে ভূলে গেছি !

টিচার : তো সোজা ভাষায় বলতে পারো না ?

আমির : কিছুক্ষণ আগে ট্রাই করেছিলাম স্যার ,

কিন্তু সোজা সোজা আপনার পছন্দ হয় নাই !



(সংগৃহীত)

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৯

মহিদুল বেস্ট বলেছেন: আহা আহা!

০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ১১:২১

সেলিম মোঃ রুম্মান বলেছেন: হিহি হিহি

২| ০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫

ভারসাম্য বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ১১:২২

সেলিম মোঃ রুম্মান বলেছেন: B-)) B-)) B-))

৩| ০২ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

অনেকের মধ্যে একজন বলেছেন: হাহাহা পুরাই চখাম। ++++

০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ১১:২২

সেলিম মোঃ রুম্মান বলেছেন: মজা পেয়েছেন? প্লাসের জন্য ধন্যবাদ

৪| ০২ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

মশিকুর বলেছেন:
হাসতেই আছি=p~ =p~ =p~ =p~ =p~

০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ১১:২২

সেলিম মোঃ রুম্মান বলেছেন: B-)) B-)) B-))

৫| ০৩ রা নভেম্বর, ২০১৩ ভোর ৫:৫৪

হাতীর ডিম বলেছেন: :D :D :D :D :D

০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৩

সেলিম মোঃ রুম্মান বলেছেন: B-)) B-)) B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.