নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোয়েবের লেখা

wallpaper_joker_1280.jpg

সোয়েব সালেহীন

আল্লামা কবি ইকবাল রহ. বলেন- চাল চলনে খ্রিস্টান তুমি, হিন্দু তুমি সভ্যতায়। এই তো সে-ই মুসলিম যাকে ইহুদিও দেখে লজ্জা পায়।

সোয়েব সালেহীন › বিস্তারিত পোস্টঃ

জাকির নায়েকের ফিতনা

১৫ ই মে, ২০১৪ সকাল ৭:৩৩

জাকির নায়েকের ফিতনা ভয়াবহ। এখন তার গঠনমূলক সমালোচনা করলেও পাবলিক ক্ষিপ্ত হয়। সেদিন বেশী দূরে নয় যেদিন সচেতন পাবলিক তাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। ইলমে অহী এটা উস্তাদ ছাড়া যারাই আহরণ করতে গেছে তারা নিজেরাও ভ্রষ্ট হয়েছে অন্যদেরকেও করেছে। এর নিকটতম দৃষ্টান্ত নাসিরউদ্দীন আলবানী। আর অদূরভবিষ্যতে এর জাজ্বল্যমান দৃষ্টান্ত হতে যাচ্ছেন মিস্টার জাকির নায়েক।







আল্লাহ তায়ালা বলেছেন "তিনি এর তথা কোরানের মাধ্যমে অনেককে বিভ্রান্ত করেন এবং অনেককে হেদায়াত করেন।" সূরা বাকারা।



আল্লামা ইবনে সিরীন রহঃ বলেছেন, এই হাদীস তথা ইলমে অহী হচ্ছে দ্বীন। সুতরাং ভেবে দেখো কার থেকে তোমরা তোমাদের এই দ্বীন গ্রহণ করবে। এটি শামায়েলে তিরমিযীর শেষ হাদীস।



পাঠক ভায়েরাও ভেবে দেখবেন কাদের থেকে এই দ্বীন শিখবেন। যারা বেপর্দায় নারীদের সামনে ইসলাম প্রচার করে, কোরান শুদ্ধ পড়তে জানে না , এবং পর্যাপ্ত আরবী ভাষা জ্ঞানও রাখে না, ফাসেক ফুজ্জারদের লেবাস পরে, তাদের থেকে?

নাকি যে আলেম সমাজকে প্রিয় নবী সঃ নিজের উত্তরাধিকারী ঘোষণা করে গেছেন আল উলামা ওয়ারাছাতুল আম্বিয়া বলে তাদের থেকে?

ভেবে দেখবেন! ঠাণ্ডা মাথায় চিন্তা করবেন।মনে রাখতে হবে, যখন হক্কানী আলেম থেকে আপনি বিচ্ছিন্ন হবেন শয়তান আপনার সঙ্গী হবে! আর সে চেষ্টা করবে জাহান্নামের দিকে ঠেলে দিতে।আরো মনে রাখবেন, এই ‎আলেমরাই প্রিয় নবীর ওয়ারিশ। ডাঃ জাকির নায়েক নয়।

মন্তব্য ২৯ টি রেটিং +০/-১

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৪ সকাল ৭:৫৯

শেরশাহ০০৭ বলেছেন: ভাই দেখি ইসলামের সোল এজেনসি নিয়া বইসেন.........আর কাউরে চানস ই দিতে চান না

১৫ ই মে, ২০১৪ সকাল ৯:৩২

সোয়েব সালেহীন বলেছেন: "ইসলামের সোল এজেনসি " কথাটায় খুব মজা পাইসি।

২| ১৫ ই মে, ২০১৪ সকাল ৮:৩৭

ভুয়া প্রেমিক বলেছেন: আপনাদের মত ফালতু তাব্লীগ জামাতের লোকজন হুদাই জাকির নায়েকের পিছনে লেগে আছেন। নায়েকের নখের যোগ্যতাও আপনাদের নাই। নিজেদের হাস্যকর বানাবেন না।

১৫ ই মে, ২০১৪ সকাল ৯:২৯

সোয়েব সালেহীন বলেছেন: ইলমে অহী এটা উস্তাদ ছাড়া যারাই আহরণ করতে গেছে তারা নিজেরাও ভ্রষ্ট হয়েছে অন্যদেরকেও করেছে।

৩| ১৫ ই মে, ২০১৪ সকাল ৮:৫০

মরণের আগে বলেছেন: ভুয়া প্রেমিক"""""তাবলীগ কখনো কাহারো দোষ খোজেনা """একটা রেফারেন্স দিতে পারবেন না, চ্যলেঞ্জ করলাম আপনাকে

আর যারা মানুষের দোষ খুজে বেরায় তারা তাবলীগ করেনা

৪| ১৫ ই মে, ২০১৪ সকাল ৯:০২

ভুয়া প্রেমিক বলেছেন: রেফারেন্স দিতে হলে তো তাবলীগের কথা রেকর্ড করে এনে আপনাকে শুনাতে হবে। @মরনের আগে।
তাবলীগের ছাগলগুলা হুদাই জাকির নায়েকের পিছনে লাগছে। জাকির নায়েকের হাত ধরে অনেক বিধর্মী মুসলিম হয়েছে। অনেক নাস্তিক আস্তিকতা মেনে নিয়েছে। আর তাব্লীগের লোকেরা আছে জাকির নায়েক কি ড্রেস পরলো সেটা নিয়ে। ফালতু

১৫ ই মে, ২০১৪ সকাল ৯:৪৩

সোয়েব সালেহীন বলেছেন: ভাই, মাঊলানা কালিম সিদ্দিকির হাতে বহু অমুসলিম মুসলমান হইসে সেই কথাতো কখনও বলেন না ।হাজার হাজার লোক তাবলীগে সময় লাগানোর পরে শার্ট প্যান্ট ছেড়ে পায়জামা পাঞ্জাবী, কাবুলী পরা শুরু করসে সেইটা আপনার চোখে পরলোনা । তারা পায়জামা পাঞ্জাবী, কাবুলী পরা ছাড়বে না তার জন্য চাকরী পেয়েও ছেড়ে দিসসে ।সেইতা আপনার চোখে পরে না ।

৫| ১৫ ই মে, ২০১৪ সকাল ৯:০৩

বাক স্বাধীনতা বলেছেন: জাকির নায়েককে আজকালকার সুর করে ওয়াজ করা হুজুরেরা দেখতে পারে না। কারণ, জাকির নায়েক বহু মানুষের চোখ খুলে দিয়েছেন আর ধর্ম ব্যবসায়ীদের এতে বড়ই অসুবিধার সৃষ্টি হয়েছে।

১৫ ই মে, ২০১৪ সকাল ৯:৪৪

সোয়েব সালেহীন বলেছেন: উপরের কমেন্ট এর উত্তর দেখুন

৬| ১৫ ই মে, ২০১৪ সকাল ১০:২৮

ভুয়া প্রেমিক বলেছেন: এইকথা কোথায় বলা আছে যে সার্ট-প্যান্ট, সুট পড়া যাবে না? হাটুর নিচে আর গোড়ালীর উপরে কাপড় পরলেই তো হল। মাথায় টুপিও আছে। তো সমস্যা কি? বিধর্মীদের জিনিস ফলো না করতে চাইলে কম্পিউটার মোবাইল ব্লগ সব বাদ দিন।

১৫ ই মে, ২০১৪ বিকাল ৪:১১

সোয়েব সালেহীন বলেছেন: মানুষ যাকে ভালবাসে তাঁকে অনুসরন করে নিজেকে যেন তার মত লাগে সবসময় সেই চেষ্টা করে । আর এর থেকেই বুঝা যায় তার মনের অবস্থা ।

৭| ১৫ ই মে, ২০১৪ দুপুর ১২:৫১

বোকা মামা বলেছেন: ইসলামে বার বার আমাদের নবী করীম হুজুর (সা:) কে অনুসরন করতে বলা হয়েছে কোন তাবলীগ কেও না কোন জাকির নায়েক কেও না।

৮| ১৫ ই মে, ২০১৪ দুপুর ১২:৫২

বোকা মামা বলেছেন: সলামে বার বার আমাদের নবী করীম হুজুর ( সা ) কে অনুসরন করতে বলা হয়েছে কোন তাবলীগ কেও না কোন জাকির নায়েক কেও না।

১৫ ই মে, ২০১৪ বিকাল ৪:১৩

সোয়েব সালেহীন বলেছেন: "হুজুর (স) কে অনুসরন করতে বলা হয়েছে " এই পদ্ধতি কোথায় থেকে আর কিভাবে থেকে জানবেন?

৯| ১৫ ই মে, ২০১৪ দুপুর ১:০৪

ট্রপিকানা বলেছেন: এই দেওবন্দীরা এত ছোট

ছি,ছি,ছি,

১৫ ই মে, ২০১৪ বিকাল ৪:০৭

সোয়েব সালেহীন বলেছেন: দেওবন্দীরা এত ছোট কিভাবে?

১০| ১৫ ই মে, ২০১৪ রাত ৯:১২

মিনহাজ শুভ বলেছেন: আসলেই জাকের নায়েকের লেকচার শোনা উচিত না, আমাদের সকলের উচিত, ৩ দিন, বা ৪০ দিনের জন্য এলাকার বাহিরের মসজিদে পিকনিকে যাওয়া @সালেহীন

শোনেন ভাই,সকল ইসলামি দলের ভুল না ধরে মিলগুলো খুজুন, সঠিক রাস্তা পাবেন

১১| ১৫ ই মে, ২০১৪ রাত ১০:০৫

সোয়েব সালেহীন বলেছেন: ধরে নিলাম, জাকির নায়েকের লেকচার শুনে আপনার ঈমান শুদ্ধ হল ।ঈমানের লাইনে ,তাকওয়ার লাইনে আপনার অনেক উন্নতি হল,কিন্তু আপনার আমার দিনমজুর গরীব মুসলমান ভাই শুদ্ধ করে আত্তাহিয়াতু পরতে পারে না ,তাঁকে আপনি কি ভাবে শিখাবেন ।তার তো আপনার আমার মত টিভি কম্পিউটার নাই ।@ মিনহাজ শুভ
উত্তর না দিয়ে যাবেন না ভাই

১২| ১৫ ই মে, ২০১৪ রাত ১১:৩৬

মিনহাজ শুভ বলেছেন: জি ভাই এমন লোকদের জন্য অবশ্যই ৩ দিন, বা ৪০ দিনের জন্য এলাকার
বাহিরের মসজিদে পিকনিক প্রয়োজন

১৩| ১৫ ই মে, ২০১৪ রাত ১১:৫৭

ভুয়া প্রেমিক বলেছেন: দেওবন্দি তাব্লীগি ছাগলরা নিজেরাই কিছু জানে না। অন্যকে শিখাতে আসে। জাকির নায়েককে বিধর্মীরা ইসলাম নিয়ে যে সকল প্রশ্ন করে সেইসব তাবলীগী ছাগলদের করলে প্যান্ট নষ্ট করে ফেলতো।

জাকির নায়েককে নিয়ে কিছু লিখার আগে, উনার মত জনসমাগম করে দেখান এবং বিতর্ক করে ইসলামিক প্রশ্নের উত্তর দিয়ে দেখান।

১৪| ১৫ ই মে, ২০১৪ রাত ১১:৫৯

সামুরাই_কাতানা বলেছেন: ধরুন খুব মেধাসম্পনন জাকির নামক একজন লোক কোন ফার্মেসীতে বসে,জাকির এই ফার্মেসীতে চাকরি করে।মেধা ভাল হওয়া অল্পদিনে জাকির বুঝতে পারলো কোন অসুখের জন্য কোন ঐসুধ দিতে হবে।জাকিরের কোন প্রতিষ্ঠানিক ডাক্তারি সার্টিফিকেট নেই। কয়েক বছর পর সে নিজে একটা চেম্বার খুলে বসলো এবং ডাক্তারি শুরু করলো।তার চিকিৎসায় অনেক মানুষ ভাল হতে লাগলো তার চারেদিকে সুনাম হতে লাগলো।কিন্তু যারা জানে তার প্রতিষ্ঠানিক শিক্ষা নাই তারা তার কাছে যেতো না কারন তারা জানে সে যদিও ভাল চিকিৎসা করে তার পরও তার যেহেতু প্রতিষ্ঠানিক শিক্ষা নাই সেহেতু তার চিকিৎসায় ভুল হতে পারে। আমার প্রশ্ন হলো"আপনি যদি সচেতন হন তাহলে আপনি কি এইরকম ডাক্তারের কাছে যাবেন যার কোন প্রতিষ্ঠানিক শিক্ষা নাই?" আমার মনে হয় না যাবেন। যারা বুদ্ধিমান তারাএতটা রিস্ক নিবে না। তাহলে কেনো ইসলামের ব্যাপারে এতটা রিস্ক আপনারা নিবেন? ডঃ জাকির নায়েকের কোন ইসলামীক প্রতিষ্ঠানিক শিক্ষা নাই, আপনি যদি বুদ্ধিমান হন তাহলে কেনো আপনি তার কাছে যাবেন?

১৬ ই মে, ২০১৪ ভোর ৬:৫৪

সোয়েব সালেহীন বলেছেন: এই কথাটা কেঊ কেঊ বুঝতে পারে না

১৫| ২২ শে মে, ২০১৪ রাত ১১:০০

বাক স্বাধীনতা বলেছেন: @সামুরাই_কাতানা, রাসুল (সা:) কি ইসলামী প্রাতিষ্ঠানিক জ্ঞানের সার্টিফিকেট প্রচলন করেছিলেন? এলেম দান করেন আল্লাহ্‌ যাকে যতটুকু ইচ্ছা। মাদ্রাসায় পড়েই সকলে আলেম হতে পারে না। যারা ধর্ম নিয়ে চর্চা করে ও বিভিন্ন দিকের জ্ঞান অর্জনে সচেষ্ট হয় তারাই প্রকৃত আলেম। আলেম মানে জ্ঞানী। আর জ্ঞানী হল যার বিভিন্ন বিষয়ে জ্ঞান আছে। শুধু মাদ্রাসা পাশ করেই আলেম হওয়া যায় না। আর কোথাও এ কথা বলা নাই যে, মাদ্রাসা থেকে পাশ না করে ধর্ম প্রচার করা যাবে না।

১৬| ২৫ শে মে, ২০১৪ বিকাল ৫:২৩

সামুরাই_কাতানা বলেছেন: @বাক স্বাধীনতা ,সার্টিফিকেট কি শুধু কাগজেরই হয়, মৌখিক সার্টিফিকেট কি হয় না, হুজুর (সাঃ) মৌখিক ভাবে বলে গেছেন যে " আমার সাহাবার আকশের নক্ষত্রের মতো, যারা আমার সাহাবাদের অনুসরন করবে তারা কামিয়াব হবে"মোটামুটি এইরকমই কথাটা।এই সার্টিফিকেট কি যথেষ্ট নয়?আপনি সাহাবিদের অনুসরন করুন, কামিয়াব হবেন, জাকির নায়েককে নয়,তাহলে হয়ত ভুল পথে চলে যেতে ও পারেন। আর দাওয়াতের কথা বলছেন, আপনি যদি একটি আয়াত জানেন সেটা আপনি প্রচার করতে থাকুন।সাহাবিরা যেভাবে দিয়েছেন সেইভাবে দাওয়াত দিন।জাকির নায়েক ভাল কাজ করছেন নাকি করছেন না সেটা আল্লাহর উপর ছেড়ে দিন,যারা ইসলাম কে দুনিয়ার বুকে টিকিয়ে রাখার জন্য কষ্ট করে তারা অনেক বড় মাপের মানুষ,সেই দাওয়াত যেভাবে হক, তারা সম্মানের পাত্র। তবে খেয়াল রাখতে হবে যিনি দাওয়াত দেন তিনি শরিয়তের বিরুদ্ধে এমন কোন কাজ করেন কিনা? তার চলা ফেরা অন্যর ধর্মের সাথে মিলে কিনা, যদি এই রকম হয় তাহলে তাকে পরিত্যাগ করা ভাল। কারন যারা দাওয়াত দেন তারা ইসলামের রিপ্রেজেন্টিভ হয়ে কাজ করেন। তাদের সুক্ষ জিনিষের কারনে অন্যের মনে দাগ ফেলে।

১৭| ৩১ শে মে, ২০১৪ সকাল ১০:২৪

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: আপনি বলেছেন ডাঃ জাকির নায়েল বেপর্দা নারী কাছে ইসলাম প্রচার করে বলে আপনার অভিযোগ, তাহলে উনি ইসলাম প্রচার করবে কার কাছে? যিনি ইসলামের সকল নিয়ম কানুন এর মধ্যে থাকে তার কাছে ইসলাম প্রচার করবে?যেই নারী শরীয়তের সকল নিয়মের মধ্যে থেকে জীবন যাপন করে তার কাছে ইসলাম প্রচার করবে?

আপনারা যারা নেক নেকি মাসায়েল ফতোয়া আলহামদুলিললাহ সোবানাললাহ আর অনেক সোয়াব নিয়ে আছেন তারা এসব নিয়ে থাকেন সমস্যা নেই,ডাঃ জাকির নায়েক আপনাদের নিয়ে চিন্তিত না,আপনাদের নিয়ে ওনার কোন বক্তব্য বক্তিতা সাধারণত থাকেনা।উনি ধর্মের এই দিকটা নিয়ে আপনাদের নিয়ে ভাবছেননা। উনি জানেন যে আপনারা ধর্মের জন্য যেমন খুব একটা ভালো কিছু করছেননা তেমনি আপনাদের দিয়ে ধর্মের মত এত বিশাল বিষয়ের কোন ক্ষতি হবার সম্ভাবনাও নেই এটা আপনাদের আওতার বাইরে,এবং উনি আরো অনেক উপর স্তরের মানুষ অনেক উচু ভাবনায় উনি ব্যস্ত আছেন। আপনারা লম্পঝম্প দিয়ে কোন ভাবেই ওনাকে ছুতে পারেবননা,

সুতরাং তাবলিগ করেন আর যাই করেন সেগুলো নিয়েই থাকেন কোন সমস্যা নেই ভাই/

ধন্যবাদ

০১ লা জুন, ২০১৪ ভোর ৬:২৯

সোয়েব সালেহীন বলেছেন: আল্লামা শাতেবী রহ. তার "আল-মুয়াফিকাত" কিতাবে লেখন"আহলে ইলম বলেছেন,ইলম(প্রথমে) সংরক্ষিত ছিল মনীষীদের বুকে,পরে তা চলে এসেছে পুস্তকে,তবে চাবি রয়ে গেছে তাদেরই হাতে"।
এতে প্রতিয়মান হয় যে,ইলম(মনীষী) উস্তাদ ছাড়া শেখা যায়না,শিখলেও তা প্রকৃত ইমল বলে গন্য নয় ।

১৮| ২৭ শে জুন, ২০১৪ বিকাল ৫:০৫

ক্ষতিগ্রস্থ বলেছেন: ... Commenting from mobile... Please accept my English...
পাঠক ভায়েরাও ভেবে দেখবেন কাদের থেকে এই দ্বীন শিখবেন। যারা বেপর্দায় নারীদের সামনে ইসলাম প্রচার করে, কোরান শুদ্ধ পড়তে জানে না , এবং পর্যাপ্ত আরবী ভাষা জ্ঞানও রাখে না, ফাসেক ফুজ্জারদের লেবাস পরে, তাদের থেকে?

He is preaching Deen primarily to intellectual classes of non-Muslims and dubious Muslims. If you understand his target group, you would not raise the question of 'বেপর্দায় নারীদের' - I think. Well, I too observed sometimes কোরান শুদ্ধ পড়তে জানে না. Remember, Hazrat Bilal (R) could not pronounce Adhan correctly but his call reached Allah. This does not disqualify anyone to be 'da-yee'. পর্যাপ্ত আরবী ভাষা জ্ঞানও রাখে না - how have you become sure of that? You mentioned ফাসেক ফুজ্জারদের লেবাস পরে; again in replying some comment, you recommended পায়জামা পাঞ্জাবী, কাবুলী as 'Islami' dress. To my knowledge, Islam never specified any dress-cutting or design. Notorious anti-Muslim Ramendu Majumder and Pijus Bondhopadhay wear পায়জামা পাঞ্জাবী most of the time. Because, পায়জামা পাঞ্জাবী is a Bangalee culture, not Islamic. Similarly, কাবুলী is from Panjabi culture, no way Islamic. A Islamic dress is compared with birds' father which covers the body / satar, protects from heat and cold, which make one beautiful looking - it has to be comfortable especially for prayer and like any other Islamic rules, should not copy non-Muslims. Well, I personally feel that, if Dr Naik would not put on suits and ties, it would be better. But having a short visit to Al-Azhar University in Egypt, I found most of the graduates are with suits and ties, even almost all without beard - I believe you are not going to tag them too as 'fitna' as you have already done with Dr Naik! None is perfect, Dr Naik is no exception. But I request you to appreciate his service to Islam. At least from two 'murubbi' of Tablig Jamat, I heard praises of Dr Naik. So I believe, this anti-Zakir Naik sentiment is yours, not of Tablig Jamat.

In your profile, you mentioned about Allama Iqbal - he was a clean shaved man with suite and tie; if you have no problem accepting Allama Iqbal, what is your problem accepting Dr Naik?

Are biased? Are you hate-campaigning against someone who may be 'loved one' to Allah? Are you sure, he is not? I humbly request you to review your stand - may Allah bestow us with 'hedayat'.

১৯| ২৭ শে জুন, ২০১৪ রাত ১০:৪১

ছ্যাকামাইছিন বলেছেন: উনি ভুল কিছু বলে থাকলে তা তথ্যপ্রমান সহ উপস্হাপন করুন । আর উনি শার্ট প্যান্ট পরেন নাকি পাঞ্জাবী পড়েন তা নিয়া গবেষনা না করে উনার কথায় মিথ্যা কিছু থাকলে তা সম্পর্কে বলুন ।

অযথা গ্যাঞ্জাম করার জন্য ঈর্ষা বশত এই পোষ্ট দেয়া হয়েছে বলে মনে করি ।

২০| ২৭ শে জুন, ২০১৪ রাত ১১:০৫

মুদ্‌দাকির বলেছেন:

ভুল আর শুদ্ধ দুইটারই হিসাব হবে সবার, ডাঃ জাকির নায়েকের তাই হবে। উনার দুটাই আছে, তবে উনি কিন্তু কখনো বলেন না যে তাকে অনুসরন করতে, উনি সবসময়ই বলেন কুরয়ান আর হাদীসকে অনুসরন করতে!! উনি অবশ্য ওলামাদের ও অন্ধ ভাবে ফলো করার কথা বলেন না। কেন জানি মনে হয় এইটাই অনেকর মূল সমস্যা !!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.