![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়েটা খুব একটা ফর্সা না । তাই বলে কালোও বলা যায়না । উজ্জ্বল শ্যাম বর্ণের । তবে মেয়েটার যে জিনিসটা সবচেয়ে বেশী নজর কাড়ে তা হল মেয়েটার চোখ । অসম্ভব সুন্দর কাজলকালো চোখ দুটোর দিকে তাকিয়ে হারিয়ে যেতে ইচ্ছে করে দূর অজানায় । আরেকটু ভালো করে খেয়াল করলেই বুঝা যায় মেয়েটার মুখে আশ্চর্য এক ধরণের মায়া আছে । যদিও রক্তমাখা ছুরি হাতে মেয়েটাকে এখন যথেষ্ট হিংস্র দেখাচ্ছে । একটু আগে দেখা ঘটনাতে একদম হতভম্ব হয়ে গেছি । যদিও ভিকটিম প্রথম কয়েকবার আঘাতের পরই চূড়ান্ত গন্তব্যে পৌঁছে গেছে, সেদিকে মেয়েটির বিন্দুমাত্র খেয়াল নেই । সে একের পর এক আঘাত করেই চলছে । অবশেষে একটা সময় ক্ষান্ত হল । এই কাজটা করার জন্য তার মাঝে বিন্দুমাত্র অনুশোচনা তো হলই না বরং মুখে এক চিলতে হাসি ফুটে উঠল । অন্যসময় হলে বলা যেত হাসিটা অসম্ভব সুন্দর ।কিন্তু এই মুহূর্তে মেয়েটাকে কেমন নিষ্ঠুর দেখাচ্ছে ।দৃশ্যটা দেখেই গা শিউরে উঠছে । রক্তমাখা ছুরি হাতে, মুখে হাসি নিয়ে নিজের বাবার লাশের সামনে দাড়িয়ে আছে মেয়েটা । হ্যা মেয়েটা একটু আগে যে লোকটাকে নিজ হাতে খুন করেছে সে তার বাবা ।চোখের সামনে ঘটনাটি ঘটতে দেখে এতটাই হতভম্ব হয়ে গেছিলাম যে চারদিকের কোন খেয়াল ছিলনা
। স্যারের ডাকে বাস্তবে ফিরলেও ধাতস্থ হতে আরও কিছুটা সময় লাগল । মুচকি হেসে স্যার এক গ্লাস পানি আমার দিকে এগিয়ে দিলেন । পকেট থেকে রুমালটা বের করে মুখের ঘাম মুছে নিলাম । বাড়িয়ে দেয়া পানির গ্লাসটা হাতে নিয়ে একশ্বাসে পুরোটা সাবার করে ফেললাম । স্যার একটু মুচকি হেসে জিজ্ঞেস করলেন," কি সাইমন? কেমন দেখলে ?"
ওহহহহ !এখনো নিজের পরিচয়টাই তো দেয়া হয়নি । সেই কখন থেকে বকবক করে যাচ্ছি । এখন নিজের পরিচয়টা দিয়ে নেই । আমি সাইমন , আগে পিছে কিছুই নাই ,শুধু সাইমন । ভিক্টর সাইমনের সাথে নামের মিল থাকলেও আমি কিন্তু মোটেও গোয়েন্দা নই । সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে সদ্য পাশ করেছি । স্যারের অতি প্রিয়ভাজন হওয়াই প্রায়ই স্যারের সাথে থাকি । এইমাত্র যে ঘটনাটার বর্ণনা দিলাম সেটার ভিডিও ফুটেজ দেখছিলাম এতক্ষন । স্যার এই কেসটা নিয়ে এখন কাজ করছেন। আর বরাবরের মত আমাকেও সাথে রেখেছেন ।
- "কি ব্যাপার ? কিছু বলছনা যে ?"
- কি বলব বুঝতেছিনা । মেয়েটা এতোটা হিংস্র হয়ে উঠল কেন?
.............
©somewhere in net ltd.