|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

জীব বৈচিত্রের ফটোগ্রাফার ফ্রান্সের বংশদ্ভুত এক দম্পতি আফ্রিকাতে বসবাসকালীন সময়ে একটি কন্যা সন্তানের জন্ম দেয় যার নাম – “Tippi Degre” .  ছোট কাল থেকেই পশু পাখির সাথে সখ্যতার জন্যই সে খুব দ্রুত পৃথিবীতে তার নাম ছড়িয়ে পড়ে। 
“নামিবিয়া”- তে অবস্থানের সময় ২৮ বছর বয়স্ক “আবু” নামক একটি বন্য হাতির সাথে খুব বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক গড়ে তোলে যা সত্যি অভাবনীয় । 
“Tippi Degre”র  সাথে যে যে বন্য প্রানীর বন্ধুত্ব – 
একটি বন্য চিতা বাঘ যার নাম “জে এন্ড বি” ,  সিংহ , কুমির , জিরাফ , জেব্রা  , সাপ , টিয়া পাখি  , ব্যং ইত্যাদি অনেক বন্য হিংস্র প্রাণী তার বন্ধু । শুধু তাই নয় আফ্রিকায় অবস্থানকালীন সময়ে তার সাথে সেখানকার বাসবাসরত আদিবাসীদের ও হয়ে উঠে গভীর বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক । এমনকি সে তাদের আচার আচরন এবং তাদের সংস্কৃতির সাথে ও দারুন অভ্যস্ত এবং তাদের আঞ্চলিক ভাষায় ও কথা বলতে পারে। সে বলে – এখানে আমার কোন মানুষ বন্ধু নেই যে যাদের সাথে আমি খেলবো তাই এখাণকার প্রানীরাই আমার বন্ধু তাদের সাথে আমি খেলি , ঘুরি এবং সময় কাটাই । 
ঘটনাটি ১৯৯২-১৯৯৩ সালের বর্তমানে “Tippi Degre” অনেক বড় হয়ে গিয়েছে আজও তাকে তার শৈশব সৃতি শিহরিত করে তাকে তবে বন্ধুত্তের কিন্তু অবসান হয়নি আজও রয়েছে তার সখ্যতা । 
Parents Alain Degré and Sylvie Robert  - নামক ২ লেখক ১৯৯৮ সালে “Tippi Degre” এবং নামিবিয়ার জীব বৈচিত্র নিয়ে একটি গবেষণা ধর্মী বই প্রকাশ করে ।  
তাকে নিয়ে লেখা বই - Click This Link 
দেখতে পারেন তার উইকি লিঙ্ক - View this link  
তার নিজস্ব ওয়েব সাইট - View this link  
দেখতে পারেন তার ফেইসবুক পেইজ - Click This Link 
ভিডিও লিঙ্ক ও রয়েছে – চাইলে দেখতে পারেন । 
Click This Link
Click This Link 
আমার “অবাক পৃথিবী” বিভাগে লেখা আগের লেখা গুলো দেখতে পারেন – 
[link|http://www.somewhereinblog.net/blog/snrl/29750373|আজব দুনিয়া –৭ [ভেনিসের ব্যতিক্রমী রঙ্গিন পায়রা প্রদর্শনী-২০১২]]  
আজব দুনিয়া –৬ - কপিরাইটের স্বর্গরাজ্য “চীন” – দেখুন কি না করেছে তারা !!  
আজব দুনিয়া – ৫ মায়ান ক্যলেন্ডারের ভবিষ্যৎ বানী এবং চীনের আজব কান্ড দেখেন !!  
আজব দুনিয়া – ৪ (পৃথিবীর সর্ব বৃহৎ ফুলের ভ্রাম্যমান প্রদর্শনী-Bloemencorso Zundert )  
আজব দুনিয়া – ৩ The Chicken Hotel ( মোরগ মুরগীর আবাসিক হোটেল )  
আজব দুনিয়া – ২ মালয়েশিয়ার মন্দিরে সাপ !!! :-*:-*:-* ( সাপ মন্দির - মালয়েশিয়া )  
আজব দুনিয়া – ১ অসাধারণ শিল্প কর্ম ( ফুলের তৈরী কার্পেট )  
ধন্যবাদ সবাইকে । লেখাটি সম্পূর্ণ আমার অনুবাদ করা । কারো কোন আর্টিকেলের সাথে আংশিক অথবা হুবুহু মিলে গেলে আমি দুঃখিত । লেখার সুত্র – উপরে উল্লেখিত ওয়েব লিঙ্ক ।  
 ৪৮ টি
    	৪৮ টি    	 +১৪/-০
    	+১৪/-০  ২৮ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১:৪৫
২৮ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১:৪৫
সঞ্জয় নিপু বলেছেন:  তা তো অবশ্যই । 
অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রথম কমেন্টস এর জন্য । 
২|  ২৮ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১:৫৭
২৮ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১:৫৭
জাকারিয়া মুবিন বলেছেন: জেনে রাখলাম। কাজে লাগতে পারে। ++++++
  ২৮ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:০৪
২৮ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:০৪
সঞ্জয় নিপু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
৩|  ২৮ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১:৫৭
২৮ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১:৫৭
মামুন রশিদ বলেছেন: বিস্ময়কর !! 
শেয়ার করার জন্য ধন্যবাদ । পোস্টে ভালো লাগা ।
  ২৮ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:০৪
২৮ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:০৪
সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ
৪|  ২৮ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:০২
২৮ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:০২
একজন আরমান বলেছেন: 
চমৎকার লিখেছেন তো। 
ব্যাপক গবেষণা করেছেন দেখছি। 
  ২৮ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:০৫
২৮ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:০৫
সঞ্জয় নিপু বলেছেন:  আরমান চেস্টা করি এই আর কি ??
চাকুরীর কিছু হলো ? 
৫|  ২৮ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:০৩
২৮ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:০৩
ইউসুফ আলী রিংকূ বলেছেন: পোস্ট প্রিয়তে + 
ভালো থাকবেন সবসময় 
  ২৮ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:০৬
২৮ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:০৬
সঞ্জয় নিপু বলেছেন:  অনেক ধন্যবাদ । 
ভালো আছি ভালো থেক
আকাশের ঠিকানায় চিঠি লিখ । 
৬|  ২৮ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:০৭
২৮ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:০৭
শিপন মোল্লা বলেছেন: চমৎকার আসলে বিরল এমন একটি সিনেমা দেখছিলাম হয়তো সেটা এরই উপর নির্মিত হয়েছে। ডুমা নামে নাঅ হতে পারে।
  ২৮ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:১০
২৮ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:১০
সঞ্জয় নিপু বলেছেন:  হতে পারে । 
আসলেই আজব ব্যপার ।
ধন্যবাদ মন্তব্যের জন্য। 
৭|  ২৮ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:১৬
২৮ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:১৬
এন ইউ এমিল বলেছেন: !!!কিভাবে সম্ভব!!!
  ২৮ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:৩১
২৮ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:৩১
সঞ্জয় নিপু বলেছেন: ওয়েব লিঙ্ক গুলো তে আরো বিস্তারিত আছে দেখুন ।
৮|  ২৮ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:২২
২৮ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:২২
আমি বোকা মানুষ বলেছেন: জানতে পেরে ভাল লাগল ।
  ২৮ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:৩১
২৮ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:৩১
সঞ্জয় নিপু বলেছেন: ধন্যবাদ
৯|  ২৮ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:৫৬
২৮ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:৫৬
মাক্স বলেছেন:   
   
   
  
কত আচানক বিষয় যে আছে দুনিয়ায়!
পোস্টে ভালোলাগা জানিয়ে গেলাম।
  ২৮ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:৫৭
২৮ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:৫৭
সঞ্জয় নিপু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
১০|  ২৮ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:৫৭
২৮ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:৫৭
স্পাইসিস্পাই001 বলেছেন: মাক্স বলেছেন: B:-) B:-) B:-) B:-)
কত আচানক বিষয় যে আছে দুনিয়ায়!
পোস্টে ভালোলাগা জানিয়ে গেলাম। 
  ২৮ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:০১
২৮ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:০১
সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ
১১|  ২৮ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:০৬
২৮ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:০৬
এক্সপেরিয়া বলেছেন: ভয়ানক ব্যাপার
  ২৮ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:০৯
২৮ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:০৯
সঞ্জয় নিপু বলেছেন:  হুম  
 
১২|  ২৮ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৪১
২৮ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৪১
শের শায়রী বলেছেন: আধুনিক শীনা। ভাল লাগা জানিয়ে গেলাম।
  ২৮ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৪৮
২৮ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৪৮
সঞ্জয় নিপু বলেছেন: ধন্যবাদ
১৩|  ২৮ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৫১
২৮ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৫১
একজন আরমান বলেছেন: 
চেষ্টায় কি না হয় !
না রে ভাই। কিছুই হয় নাই।
দেখি কি হয়।
সিভি ড্রপ করে যাচ্ছি। 
  ২৮ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:০১
২৮ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:০১
সঞ্জয় নিপু বলেছেন:  আরমান চাকরীর বাজার খুব খারাপ । আমি ও আমার জবের পাশাপাশি বিগত ৬ মাস ধরে সি ভি দিচ্ছি কিন্তু কাজ হচ্ছে না  
  
ট্রাই করে যাও হয়ে যাবে । 
১৪|  ২৮ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:০৫
২৮ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:০৫
আরজু পনি  বলেছেন: 
আহা কি দারুণ! 
  ২৮ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:০৯
২৮ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:০৯
সঞ্জয় নিপু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু ।
১৫|  ২৮ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:২০
২৮ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:২০
একজন আরমান বলেছেন: 
হ্যাঁ। সেটাই।
দেখি এই মাসেই তো কেবল বের হলাম।
আমি হতাশ নই।
ইন্টার্ভিউ দিয়ে যাচ্ছি। 
  ২৮ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:২১
২৮ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:২১
সঞ্জয় নিপু বলেছেন: দোয়া করি হয়ে যাক তারাতারি
১৬|  ২৮ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:৪৯
২৮ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:৪৯
রয়েলাবনী বলেছেন: খুব ভালো লাগলো। ধন্যবাদ লেখক কে । 
এই রকম লেখা আরও চাই ।
আবার ও ধন্যবাদ আপনাকে।
  ২৯ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১০:৫৫
২৯ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১০:৫৫
সঞ্জয় নিপু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
১৭|  ২৮ শে জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৫
২৮ শে জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৫
তানিয়া হাসান খান বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ । পোস্টে ভালো লাগা ।
  ২৯ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১০:৫৫
২৯ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১০:৫৫
সঞ্জয় নিপু বলেছেন: ধন্যবাদ
১৮|  ২৮ শে জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৫
২৮ শে জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৫
তানিয়া হাসান খান বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ । পোস্টে ভালো লাগা ।
১৯|  ২৮ শে জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৫
২৮ শে জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৫
তানিয়া হাসান খান বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ । পোস্টে ভালো লাগা ।
২০|  ২৮ শে জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৯
২৮ শে জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৯
ঘুড্ডির পাইলট বলেছেন: দাড়ুন তো ! এটাতো সইত্য সইত্য মোগলি দেখি !
  ২৯ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১০:৫৬
২৯ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১০:৫৬
সঞ্জয় নিপু বলেছেন:  হুম সত্যি মোগলী  
 
২১|  ২৮ শে জানুয়ারি, ২০১৩  রাত ৯:৩১
২৮ শে জানুয়ারি, ২০১৩  রাত ৯:৩১
মেহেদী হাসান মানিক বলেছেন: নেট খুব স্লো তাই ছবিগুলো দেখতে পারলাম না .
আবার দেখতে অইব 
  ২৯ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১০:৫৭
২৯ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১০:৫৭
সঞ্জয় নিপু বলেছেন:  ওকে  
 
২২|  ২৯ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১২:৩০
২৯ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১২:৩০
জুনিয়র ফারুকী বলেছেন:   
   
   
 
  ২৯ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১:৪৬
২৯ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১:৪৬
সঞ্জয় নিপু বলেছেন: :-*  B:-)
 B:-)
২৩|  ২৯ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:৫৬
২৯ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:৫৬
শ্রাবণ জল বলেছেন:   
   
   
   
   
 
  ২৯ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:১১
২৯ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:১১
সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ
২৪|  ০৯ ই মে, ২০১৩  রাত ১০:২১
০৯ ই মে, ২০১৩  রাত ১০:২১
কালোপরী বলেছেন:  
  
 
  ১২ ই মে, ২০১৩  বিকাল ৪:৩৯
১২ ই মে, ২০১৩  বিকাল ৪:৩৯
সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ
২৫|  ১২ ই মে, ২০১৩  বিকাল ৪:৫৬
১২ ই মে, ২০১৩  বিকাল ৪:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আচানক কাহিনী 
সত্যিই বিস্ময়কর। পি্চ্চিদের আজই দেখাতে হবে ...
  ২৭ শে মে, ২০১৩  সন্ধ্যা  ৬:৩০
২৭ শে মে, ২০১৩  সন্ধ্যা  ৬:৩০
সঞ্জয় নিপু বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৮ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১:৪৩
২৮ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১:৪৩
লাবনী আক্তার বলেছেন: মেয়েটার অনেক সাহস ছিল বলতে হয়!