|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
একবার যখন সিলেটের জাফলং এ বেড়াতে গিয়েছিলাম পাথর মিশ্রিত পানিতে হাটতে হাটতে পাশের পাহাড় দেখছিলাম অপূর্ব সুন্দর লাগছিল । হঠাৎ দূরে দেখি দুইটি পাহাড়ের মিলন ঘটিয়েছে একটি সুন্দর ব্রিজ, ঠিক তখনই একজন বাঙ্গালী মানুষ আমাকে বলল ভাইয়া আর সামনে এগুবেন না কারন সামনে ইন্ডিয়া ! শুনে তো আমি থ ! এত সুন্দর একটি জায়গা সেটা কেন যে ভারতে পড়লো খুব আফসোস হচ্ছিল । আর তখন থেকেই মনে মনে ঠিক করে নিয়েছিলাম ওই ব্রিজে আমি যাবোই ।
ছবিতে যে জায়গাটাটি দেখছেন এই সেই দুইটি পাহাড়ের মিলনস্থল ব্রিজ যেটা ভারতের মধ্যে পড়েছে আর দেখে আমার শুধু আফসোস হচ্ছিল ইস আমরা যদি আর ১ কিঃমিঃ জায়গা বেশী পেতাম তাহলে ওই জায়গাটা আমাদের হতো । 
আর সেই জিদ থেকেই ঢাকা এসে শুরু করলাম গবেষণা কিভাবে কি উপায়ে ওখানে যাওয়া যাবে । ওই জায়গার পাশে ভারতের কোন জায়গা কি কি আছে দর্শনীয় সাত দিনের মধ্যে সব ডাটা রেডী । আমার ভ্রমণ বন্ধু ইসমাইল কে বললাম সব এবং সে শুনে সাথে সাথে রাজী  সুতরাং শুরু করে দিলাম ওখানে যাবার জন্য সকল প্রসেসিং । 
যাক আমার এই ভ্রমণ কাহিনী ব্যপক বড়-সড় তাই মনে হয় কয়েক পর্ব লেগে যাবে আপনাদের সাথে শেয়ার করতে । তো শুরু করা যাক সেই অসম্ভব রুপময় ও অপার সৌন্দর্য ভরা জায়গা “ শিলং – চেরাপুঞ্জি” ভ্রমণ । 
যেতে হলে যা যা লাগবে – 
১। আপনাকে একজন প্রকৃতি প্রেমী হতে হবে । 
২। আপনার একটি বৈধ এবং মেয়াদ সম্পন্ন বাংলাদেশের পাসপোর্ট বই থাকা লাগবে । 
৩। ভারত ভ্রমণের ভিসা থাকা লাগবে । 
৪। মিনিমাম ৫ দিনের ট্যুর । 
গুরুত্ত পূর্ণ বিষয়াদি – 
•ভিসা ফরম পূরণ করার সময় পোর্ট হবে – “দাওকি বর্ডার” আর যেটা বাংলাদেশের তামাবিল বর্ডার । 
•যাবার পূর্বে অবশ্যই ঢাকা অথবা সিলেট সোনালী ব্যাংক থেকে “ভ্রমণ ভাতা” জমা দিয়ে রিসিট সাথে রাখতে হবে, এটা ছাড়া কোন ভাবেই বাংলাদেশ বর্ডার ভারত প্রবেশের অনুমতি দিবে না, যত কিছুই করা হোক না কেন । আমরা এটার চরম ভুক্তভুগী সুতরাং সবাই সচেতন থাকবেন এই ব্যপারটাতে । 
১ম দিন ঃ 
যাক বর্ডার ফর্মালিটি শেষ করে  আমরা ৩ বন্ধু যখন ভারতে প্রবেশ করলাম তখন প্রায় শেষ বিকেল , একেবারেই সুপ্ত এবং খুবই নিরিবিলি একটু ভয় ভয় করছিল আমাদের । যাক একটু হেটে সামনে গেলেই ছোট্ট একটি বাজার পাওয়া যাবে সেখানে গিয়েই মিলল একটি ট্যক্সি তবে ভাড়া একটু বেশী নিয়েছিল যেটা আমরা আশে পাশের দোকান এবং মানুষ জন আমাদেরকে বলেছিল । ভাড়া -১৫০০-২০০০ রুপী গন্তব্য শিলং , প্রায় ৬০-৬৫ কিঃমিঃ । এই বাজারে আমরা একজন মহিলার কাছ থেকে কিছু বাংলা টাকাকে রুপী করিয়ে নিয়েছিলাম । যাক সাথে কিছু খাবার দাবার নিয়ে শুরু হল যাত্রা, যেতেই চোখে পড়লো সেই অসম্ভব সুন্দর দুইটি পাহাড়ের মিলনস্থল ব্রিজ । ওখানে মুলত গাড়ী থামানো নিষেধ আমরা তো নাছোড় বান্দা ওখানে গাড়ি তো থামালাম ই সাথে সাথে অনেক ছবি ও তুললাম । আর ওখান থেকে আমার বাংলাদেশ কে দেখলাম যার জন্য মনটা কাঁদতে লাগলো।
বর্ডার পার হবার সেই মুহূর্ত 
ভারতে প্রবেশ করলাম আমরা 
সেই সপ্নের ব্রিজের কাছাকাছি আসতে পেরে আমি খুবই উতফুল্লিত !!
চান্সে ব্রিজের সাথে আমার ছবিটা ও দিয়া দিলাম 


যাক আবার শুরু করলাম যাত্রা ততক্ষণে সন্ধ্যা ঘনিয়ে আসলো দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে আমাদের গাড়ী... আঁকা বাকা পথ যেন আর শেষ হয় না যেতে যেতে আরো ২ বার গাড়ী থমিয়ে চা খেলাম, হাল্কা হাল্কা শীত শীত লাগছিল আর তখন বাংলাদেশে অসহনীয় গরম পড়ছে। যাক অবশেষে রাত ৯ টায় আমরা শিলং শহরে এসে পৌঁছালাম । যেন সপ্নের এক সিটি, চারিদিকে আলো ঝলমল ব্যস্ত এক শহর । আশে পাশে সব পরিচিত ব্র্যন্ডের অপরিচিত সব শো-রুম,  ভালোই লাগল । এখন চিন্তা হচ্ছে থাকবো কোথায় ? যাক যার কেউ নেই তার সৃষ্টি কর্তা আছেন এই ভাবছি আর হাটছি হটাত শিলং স্কয়ার এর পাশে রাস্তা থেকে ঠিক একটু নিচের দিকে মানে আন্ডারগ্রাউন্ডের দিকে একটি হোটেলের সাইন বোর্ড দেখে আমি এগিয়ে গেলাম আর আমার ২ বন্ধুকে বললাম তোরা দাড়া  আমি কথা বলে আসি । যাক প্রথম দেখাতেই ছোট খাট মানের এটা হোটেল নাম “ পাইন ভিঊ হোটেল”  অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন একটি হোটেল, একদম রাস্তার পাশে হোটেল টি, মালিকের বয়স ৩০-৩২ হবে আমাকে দেখেই প্রথমে প্রনাম দিয়ে বলল “ বোল আপকো কেয়া চায়িহে” আমি বললাম “আই নিড এ রুম ফর ৩ পার্সন” সে বলল আছে আগে রুম দেখুন আমি হোটেল টি ওপেন করেছি মাত্র ৭ দিন হল, হোটেলে মাত্র ৫ টি রুম আছে , রুম গুলো সুন্দর খুব কালার ফুল , প্রতি রুমে এল সি ডি টিভি, টেলিফোন  এবং ইন্টারনেট ওয়াই ফাই এর ব্যবস্থা রয়েছে যাক দর দাম করে রুমটি আমরা ১৩০০ রুপিতে প্রতিদিনের জন্য ভাড়া করে ফেলি । যাক মাল সামান নিয়ে উঠে গেলাম রুমে, তারপর ফ্রেশ হয়ে বাইরে গেলাম রাতের খাবার খেলাম ৩২০ রুপিতে ৩ জন ( ভাত,মাংস, সব্জি , ডাল) তারপর ১২ টা  বিয়ার  নিয়ে সোজা হোটেলে । রাতে বিয়ার খাবার সময় হোটেল মালিক আমাদের রুমে এল অনেকক্ষন বসে গল্প করলাম এবং তার সাথে বন্ধুর মত মিশে গেলাম অবশেষে রাত ৩ টা পর্যন্ত ৩ জন মিলে সব গুলো বিয়ার গিলে দিলাম সেরাম এক ঘুম... এক ঘুমে সকাল ... 
বাকি অংশ পরের পর্বে পাবেন । 
ছবি গুলো আমাদের নিজেদের ক্যামেরা তে তোলা , সাথে আমাদের ছবি গুলো থাকাতে আমি দুঃখিত । 
 ৩১ টি
    	৩১ টি    	 +৮/-০
    	+৮/-০  ১৬ ই এপ্রিল, ২০১৩  দুপুর ২:০৯
১৬ ই এপ্রিল, ২০১৩  দুপুর ২:০৯
সঞ্জয় নিপু বলেছেন:  অনেক ধন্যবাদ বরাবরের মত  
 
২|  ১৬ ই এপ্রিল, ২০১৩  দুপুর ২:১০
১৬ ই এপ্রিল, ২০১৩  দুপুর ২:১০
রাইসুল সাগর বলেছেন: পোষ্টে +, বর্ননাও চমৎকার। তয় আমাগোরে না নেওয়ার জইন্য কইষ্যা মাইনাচ।
  ১৬ ই এপ্রিল, ২০১৩  দুপুর ২:১২
১৬ ই এপ্রিল, ২০১৩  দুপুর ২:১২
সঞ্জয় নিপু বলেছেন: সাগর ভাই আমার এখন টার্গেট ইন্ডিয়ার " লাভা" নামক স্থান । 
হয়তো এই ঈদে যাবো  
 
কেমন আছেন । অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য । 
৩|  ১৬ ই এপ্রিল, ২০১৩  দুপুর ২:১২
১৬ ই এপ্রিল, ২০১৩  দুপুর ২:১২
লাবনী আক্তার বলেছেন:  ব্রিজের ছবিটা ভাল লাগল অনেক। পরের  পর্বের অপেক্ষায় থাকলাম। 
আর হ্যাঁ  ছবির লগে নিজের ছবিও দিয়া দিলেন ঘটনা কি??   
   
   
   
   
   
  
  ১৬ ই এপ্রিল, ২০১৩  দুপুর ২:১৪
১৬ ই এপ্রিল, ২০১৩  দুপুর ২:১৪
সঞ্জয় নিপু বলেছেন:  আসলে আমার এই ভ্রমণের সকল ছবি ঘেটে দেখে আমি ছাড়া কোন ছবি নাই  সুতরাং উপায় নাই পরের পর্বে ও কস্ট করে আমার ছবি সহ প্রকৃতি দেখতে হবে ।
 সুতরাং উপায় নাই পরের পর্বে ও কস্ট করে আমার ছবি সহ প্রকৃতি দেখতে হবে ।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ । 
৪|  ১৬ ই এপ্রিল, ২০১৩  দুপুর ২:১৭
১৬ ই এপ্রিল, ২০১৩  দুপুর ২:১৭
মিত্র বলেছেন: পরের পর্বের অপেক্ষায় রইলাম। ভ্রমণ কাহিনী পড়লেই ভ্রমণের ইচ্ছা জাগে ও পুরোনো ভ্রমণের স্মৃতি মনে পড়ে।
  ১৬ ই এপ্রিল, ২০১৩  দুপুর ২:৫৫
১৬ ই এপ্রিল, ২০১৩  দুপুর ২:৫৫
সঞ্জয় নিপু বলেছেন: আশা করি খুব শীঘ্রই পরের পর্ব পাবেন ।
৫|  ১৬ ই এপ্রিল, ২০১৩  দুপুর ২:৫৮
১৬ ই এপ্রিল, ২০১৩  দুপুর ২:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন: 
++++++++ 
  ১৬ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৩:০০
১৬ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৩:০০
সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ ভাই । অনেক দিন পর ... কেমন আছেন ?
৬|  ১৬ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৩:২৬
১৬ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৩:২৬
ঘুড্ডির পাইলট বলেছেন: ঘুরে আসুন শিলং চেরাপুঞ্জি ~ পর্ব - ১
টেকা দিবো কেটা ?
  ১৬ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৩:৪০
১৬ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৩:৪০
সঞ্জয় নিপু বলেছেন:  সেটা ও তো একটা কথার কথা !!! 
আগে তো ভাবি নাই  
 
৭|  ১৬ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৫:০৬
১৬ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৫:০৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভ্রমন কাহিনী অর্ধেক লিখলে অভিশাপ দেয় মানুষ। 
আপনি কি চান আপনাকে অভিশাপ দেই?? তাহলে খুব দ্রুত বাকিটা দিয়ে দিন।   
 
৮|  ১৬ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৫:০৬
১৬ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৫:০৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভ্রমন কাহিনী অর্ধেক লিখলে অভিশাপ দেয় মানুষ। 
আপনি কি চান আপনাকে অভিশাপ দেই?? তাহলে খুব দ্রুত বাকিটা দিয়ে দিন।   
 
  ১৬ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৫:১৩
১৬ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৫:১৩
সঞ্জয় নিপু বলেছেন:  হা হা হা  জটিল কইছেন । অনেক দিন পর পরিচিত মানুষের মজার মজার কমেন্টস পেয়ে খুবই ভালো লাগছে ।
 জটিল কইছেন । অনেক দিন পর পরিচিত মানুষের মজার মজার কমেন্টস পেয়ে খুবই ভালো লাগছে ।
ভালো আছেন ? 
৯|  ১৬ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৫:১০
১৬ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৫:১০
রাজীব বলেছেন: ভালো লাগলো।
  ১৬ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৫:১৪
১৬ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৫:১৪
সঞ্জয় নিপু বলেছেন:  ভাল লাগা কিন্তু শুরু মজা তো সামনে চোখ রাখুন সামুর পর্দায় !!!
মন্তব্যের জন্য ধন্যবাদ 
১০|  ১৭ ই এপ্রিল, ২০১৩  সকাল ১১:২৪
১৭ ই এপ্রিল, ২০১৩  সকাল ১১:২৪
s r jony বলেছেন: যেতে হলে যা যা লাগবে –
১। আপনাকে একজন প্রকৃতি প্রেমী হতে হবে ।
২। আপনার একটি বৈধ এবং মেয়াদ সম্পন্ন বাংলাদেশের পাসপোর্ট বই থাকা লাগবে ।
৩। ভারত ভ্রমণের ভিসা থাকা লাগবে ।
৪। মিনিমাম ৫ দিনের ট্যুর ।  
কিন্তু ট্যাহার কথা উল্লেখ নাই কেন??? যাইতে কি ট্যাহা লাগে না!!!!!!!   
   
 
  ১৮ ই এপ্রিল, ২০১৩  সকাল ১০:৩৭
১৮ ই এপ্রিল, ২০১৩  সকাল ১০:৩৭
সঞ্জয় নিপু বলেছেন: সেইটা কি আর বলতে হয় !!!  
 
১১|  ১৭ ই এপ্রিল, ২০১৩  সকাল ১১:৩১
১৭ ই এপ্রিল, ২০১৩  সকাল ১১:৩১
মনিরা সুলতানা বলেছেন:  ঘোরা ঘুরি ভাল লাগলো .........। 
  ১৮ ই এপ্রিল, ২০১৩  সকাল ১০:৩৮
১৮ ই এপ্রিল, ২০১৩  সকাল ১০:৩৮
সঞ্জয় নিপু বলেছেন: ঘোরাঘুরি কমে যাচ্ছে আমার জীবন ও জীবিকার বাধায় ... 
খুব কস্ট লাগে মাঝে মাঝে 
১২|  ১৭ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:৫৯
১৭ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:৫৯
একজন আরমান বলেছেন: 
এখনও পাসপোর্ট ই করা হয় নি।  
 
  ১৮ ই এপ্রিল, ২০১৩  সকাল ১০:৩৮
১৮ ই এপ্রিল, ২০১৩  সকাল ১০:৩৮
সঞ্জয় নিপু বলেছেন:  করে ফেল তাড়াতাড়ি ... সবাই মিলে ঘুরতে যাবো  
 
১৩|  ১৭ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৩:৪৩
১৭ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৩:৪৩
মেহেরুন বলেছেন: +++++++++ সুন্দর সব ছবি  
 
  ১৮ ই এপ্রিল, ২০১৩  সকাল ১০:৩৯
১৮ ই এপ্রিল, ২০১৩  সকাল ১০:৩৯
সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ
১৪|  ২১ শে এপ্রিল, ২০১৩  সকাল ১১:৫৬
২১ শে এপ্রিল, ২০১৩  সকাল ১১:৫৬
রাজীব বলেছেন: পরের পর্ব কই
অপেক্ষায় আছি
  ০৩ রা মে, ২০১৩  রাত ১:৩০
০৩ রা মে, ২০১৩  রাত ১:৩০
সঞ্জয় নিপু বলেছেন: খুব শীঘ্রই প্রকাশ করবো
১৫|  ২৩ শে এপ্রিল, ২০১৩  সকাল ১১:২৫
২৩ শে এপ্রিল, ২০১৩  সকাল ১১:২৫
সাজিদ ঢাকা বলেছেন: নিপু ভাই   
   
   
   এতটুকু কেন ন ন ন
  এতটুকু কেন ন ন ন 
  ০৩ রা মে, ২০১৩  রাত ১:৩০
০৩ রা মে, ২০১৩  রাত ১:৩০
সঞ্জয় নিপু বলেছেন: খুব শীঘ্রই প্রকাশ করবো
১৬|  ৩০ শে মে, ২০১৩  রাত ১০:৪৯
৩০ শে মে, ২০১৩  রাত ১০:৪৯
রাজীব বলেছেন: ভাই, ভালোই শুরু করছেন।
এক পর্ব দিয়া আমগোরে আর কয় মাস বসাইয়া রাখবেন?
  ০৪ ঠা জুন, ২০১৩  দুপুর ২:২৬
০৪ ঠা জুন, ২০১৩  দুপুর ২:২৬
সঞ্জয় নিপু বলেছেন: আর কটা দিন সবুর করেন ভাই লিখছি আবার । 
এই লেখাটি দেবার পর আমার ওপর মহাসেন যাচ্ছিল... তবে এখন তা দুর্বল হয়ে পড়েছে । 
©somewhere in net ltd.
১| ১৬ ই এপ্রিল, ২০১৩  দুপুর ২:০৪
১৬ ই এপ্রিল, ২০১৩  দুপুর ২:০৪
আমিনুর রহমান বলেছেন:
পোষ্টে +++
বর্ণনা ও ছবি দুটোই চমৎকার হয়েছে +++