নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

সঞ্জয় নিপু

বাংলা আমার মা,বাংলা আমার দেশ

সঞ্জয় নিপু › বিস্তারিত পোস্টঃ

নেপাল ভ্রমণ - বাংলাদেশীদের জন্য তথ্য

১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

ঢাকায় অবস্থিত নেপালি দূতাবাসে বাংলাদেশী ও অন্যান্য দেশের নাগরিকদের নেপালের ভিসা প্রসেসিং সম্পন্ন হয়। এখানে শুধুমাত্র ভিজিট ভিসা দেওয়া হয়।



অবস্থান

বারিধারা মোড় থেকে কানাডা এ্যাম্বাসির পেছনের রাস্তা দিয়ে ১০০ গজ গিয়ে বাঁয়ে টার্ন নিলেই ডান পাশে অবস্থান মিলবে।



ঠিকানা

জাতিসংঘ সড়ক (UN road) # 2,

বারিধারা, ডিপ্লোমেটিক জোন, ঢাকা।

ফোন- ৯৮৯২৪৯০, ৯৮৯২৫৬৮

ফ্যাক্স- (০০-৮৮-০২) ৮৮২৬৪০১

ই-মেইল- [email protected]

ওয়েবসাইট: http://www.nepembassy-dhaka.org



সময়সূচী

রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত খোলা থাকে।

সকাল ৯.৩০ মিনিট থেকে ১০.৩০ মিনিট পর্যন্ত খোলা থাকে।

শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধ।



ভিসা প্রসেসিং

ভিসা আবেদনপত্র বিনামূল্যে প্রতিদিন সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত সংগ্রহ করতে হয়।

ভিসা আবেদনপত্র জমা নেওয়া হয় প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯.৩০ মিনিট থেকে ১০.৩০ মিনিট পর্যন্ত।

সদ্যতোলা পাসপোর্ট সাইজ ছবি এবং আবেদনকারীর স্বাক্ষরসহ শুধুমাত্র বৈধ পাসপোর্টধারী এবং সম্পূর্ন রূপে আবেদনপত্র পূরণকারীদের নিকট থেকে পাসপোর্ট জমা নেয়া হয়।

বাংলাদেশের সরকারী কর্মকর্তা, কূটনৈতিক সংস্থার কর্মকর্তা/ কর্মচারী এবং বৈদেশিক পর্যটনকগণ সরাসরি অগ্রাধিকার ভিত্তিতে ভিসা পেয়ে থাকেন।

সার্কভূক্ত দেশের নাগরিকদের জন্য একই বছরে প্রথম ভিসার জন্য কোন প্রকার ফি প্রদান করতে হবে না। একই বছরে দ্বিতীয় ভিসার জন্য ভিসা ফি প্রদান করতে হবে।

সার্কভূক্ত দেশ ব্যতিত অন্যান্য সকল বিদেশী নাগরিকদের ভিসা ফি প্রদান করতে হয়।

প্রয়োজনীয় কাগজপত্র



ক) সদ্যতোলা পাসপোর্ট সাইজের ১ কপি ছবি এবং পাসপোর্টের ফটোকপি।



খ) ‘ব্যবসায়ীক’ পাসপোর্টধারীদের জন্য কাগজপত্রঃ



ট্রেড লাইসেন্স এর ইংরেজী অনুবাদ এবং নোটারীকৃত কপির মূলকপি।

বাংলা ট্রেড লাইসেন্স এর ফটোকপি।

বিজনেস কার্ড।

বাংলা ফটোকপি সাথে আনতে হবে।



গ) ‘চাকুরীজীবি’ পাসপোর্টধারীদের জন্যঃ

অফিসিয়াল প্রত্যয়নপত্র/ ট্রেড লাইসেন্স এর ইংরেজী অনুবাদ ও নোটারীকৃত কপির মূলকপি।

বাংলা ট্রেড লাইসেন্স এর ফটোকপি।

বিজনেস কার্ড

পরিচয়পত্র



ঘ) ‘ছাত্র’ পাসপোর্টধারীদের জন্যঃ



বৈধ পরিচয়পত্রের এবং সর্বশেষ প্রাপ্ত সনদের সত্যায়িত কপি অথবা কলেজ/ বিশ্ববিদ্যালয়ের প্রত্যয়নপত্র / সুপারিশ পত্র।



ঙ) গ্রুপ ভিসার কাগজপত্র

বিশ্ববিদ্যালয়/ কলেজ/ অফিসের লেটার প্যাডে পাসপোর্ট নম্বর সহ নামের তালিকা লিখতে হবে। লেটার প্যাডে বিভাগীয় প্রধানের অফিসিয়াল সিল স্বাক্ষরসহ সুপারিশ থাকতে হবে।

আবেদন পত্র জমাদানের পূর্বে লেটারটি এই নম্বরে ০০৮৮-০২-৮৮২৬৪০১ ফ্যাক্স করতে হবে।



ভিসা ফি

১৫ দিনের মাল্টিপল ভিসার জন্য ২,০০০ টাকা ফি প্রদান করতে হয়।

৩০ দিনের মাল্টিপল ভিসার জন্য ৩,০০০ টাকা ফি প্রদান করতে হয়।

৯০ দিনের মাল্টিপল ভিসার জন্য ৭,৫০০ টাকা ফি প্রদান করতে হয়।

বিবিধ

টেলিফোনে কোন ভিসা তথ্য প্রদান করা হয় না। অন্যান্য তথ্যের জন্য প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৯ টা থেকে ১০ টার মধ্যে ভিসার ডেস্কে যোগাযোগ করতে হয়।

সকলকে অনেক ধন্যবাদ ।

মন্তব্য ৩৬ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০১

আনোয়ার ভাই বলেছেন: ভাল লাগল।

১০ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪২

সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ

২| ১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২০

কালো পতাকার খোঁজে বলেছেন: ধন্যবাদ।

১০ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪২

সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ

৩| ১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

আসাদ /পারেভজ বলেছেন: বাংলাদেশিদের নেপালে পোট এন্টি ভিসা.... আগে কোন ভিসা আবেদনের দরকার নাই..

১০ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৫

সঞ্জয় নিপু বলেছেন: পোর্ট এন্ট্রিতে যতদুর জানি ভিসা স্টিকার থাকে না শুধু সিল থাকে সুতরাং যাদের পাসপোর্টে ভিসা স্টিকার দরকার তাদের জন্য এটা।

৪| ১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++ ও প্রিয়তে ভ্রাতা :)

১০ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৫

সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ

৫| ১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

জশ বলেছেন: ভিসা অন এরাঈভাল থাকতে কেন মানুষ এত কষ্ট করে এখান থেকে ভিসা নেয়?? কোন দরকার আছে ভাঈ??

শুধু পাসপোর্ট টা নিয়া প্লেনে চড়ে বসবেন। নেপালেঈ আপনাকে ভিসা দেয়া হবে। ফ্রি অব চার্জ।

১০ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৫

সঞ্জয় নিপু বলেছেন: পোর্ট এন্ট্রিতে যতদুর জানি ভিসা স্টিকার থাকে না শুধু সিল থাকে সুতরাং যাদের পাসপোর্টে ভিসা স্টিকার দরকার তাদের জন্য এটা।

৬| ১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

মাহবু১৫৪ বলেছেন: দারূণ

+++++

সোজা প্রিয়তে নিলাম

১০ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৬

সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ

৭| ১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

ভালোরনি বলেছেন: আসাদ /পারেভজ বলেছেন: বাংলাদেশিদের নেপালে পোট এন্টি ভিসা.... আগে কোন ভিসা আবেদনের দরকার নাই..

১০ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৫

সঞ্জয় নিপু বলেছেন: পোর্ট এন্ট্রিতে যতদুর জানি ভিসা স্টিকার থাকে না শুধু সিল থাকে সুতরাং যাদের পাসপোর্টে ভিসা স্টিকার দরকার তাদের জন্য এটা।

৮| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৯

খেয়া ঘাট বলেছেন: দরকারি পোস্ট। ভালো লাগলো।

১০ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫২

সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।

৯| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩০

বেলাল আরাফাত বলেছেন: ভা্ই, আমি যখন পাসপোর্ট করি তখন আমি ছাত্র ছিলাম । কিন্তু আমি এখন চাকুরীজীবি । আমি কি ‘চাকুরীজীবি’ পাসপোর্টধারী হিসেবে ভিসা নিতে পারব ?

১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪২

সঞ্জয় নিপু বলেছেন: না পারবেন না । অবশ্যই আপনাকে পাসপোর্টে পদবী পরিবর্তন করতে হবে ।

১০| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৭

বেলাল আরাফাত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভা্ই ।

১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৬

সঞ্জয় নিপু বলেছেন: আপনাকে ও অনেক ধন্যবাদ ।

১১| ১১ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৫০

আমিনুর রহমান বলেছেন:



দরকারী পোষ্ট +++
যদিও আমি যামু না খুব শীঘ্রই :D


১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৫

সঞ্জয় নিপু বলেছেন: যাইবেন না কেন চলেন ঘুইরা আসি ।

বেতন বৃদ্ধি উপলক্ষে :)

১২| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৭

সোহেল সি এস ই বলেছেন: এই লোটা ভর্তি কোটা নিয়ে যারা মোটা কথা বলে তাদের বোটাসহ মূলৎপাটন করলে গোটা দেশের মানুষের মুখে হাসি ফোটা এখন সময়ের দাবি।

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৩

সঞ্জয় নিপু বলেছেন: এটা কি কইলেন , কিচ্চু বুঝলাম না !!

১৩| ১২ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:

পোস্ট প্রিয়তে রইল। কখনও বেড়াতে গেলে কাজে আসবে।

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৪

সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ

১৪| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১৫

প্রত্যাবর্তন@ বলেছেন: দরকারি পোস্ট । কাজে লাগতে পারে ।

২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৫

সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ

১৫| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৯:০০

সৌমিক জামান বলেছেন: ভাই, নেপাল এ যে ভিসাটা দেয়, এইটা কি ডাবল এন্ট্রি/ মাল্টি/ সিঙ্গেল? আর যদি ভারতের বর্ডার দিয়ে যায়, তাহলে কি পোর্ট এন্ট্রি ভিসা পাওয়া যায় না?

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২০

সঞ্জয় নিপু বলেছেন: যাবে যদি বাই রোডে যেতে চান তবে আগে ভারতের ভিসা নিয়ে তারপর নেপাল এম্বেসি থেকে ভিসা নিতে হবে । আর তখন সেটা হবে ডাবল এন্ট্রি ভিসা , যেটা পাওয়া টা একটু কঠিন ।

১৬| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৫

েবনিটগ বলেছেন: সোহেল সি এস ই বলেছেন: এই লোটা ভর্তি কোটা নিয়ে যারা মোটা কথা বলে তাদের বোটাসহ মূলৎপাটন করলে গোটা দেশের মানুষের মুখে হাসি ফোটা এখন সময়ের দাবি।

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৯

সঞ্জয় নিপু বলেছেন: ভাল বলেছেন :)

১৭| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৫

গেন্দু মিয়া বলেছেন: " পোর্ট এন্ট্রিতে যতদুর জানি ভিসা স্টিকার থাকে না শুধু সিল থাকে সুতরাং যাদের পাসপোর্টে ভিসা স্টিকার দরকার তাদের জন্য এটা। "

---

ভাই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? স্টিকার থাকলে কি কোনো বাড়তি সুবিধা পাওয়া যায়, যেটা সীলে পাওয়া যায় না।

মানে যদি একটু জাস্টিফাই করতেন তাহলে বুঝতে সুবিধা হোত।

১৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:১৯

হাসান মাহমুদ তানভির বলেছেন: আমি মাত্র কয়েক দিন আগে নেপাল ঘুরে এলাম। নেপাল যাওয়ার সময় অবশ্যই যেটা মাথায় রাখতে হবে তা হলো – এখানে দেখুন।


১৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩২

হাসান মাহমুদ তানভির বলেছেন: দুঃখিত। আগের লিঙ্ক টি কাজ করবে না। এখানে দেখুন।

২০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৩

হাসান মাহমুদ তানভির বলেছেন: ভাই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? স্টিকার থাকলে কি কোনো বাড়তি সুবিধা পাওয়া যায়, যেটা সীলে পাওয়া যায় না
------------------------------------------
এটা আমারও জানা দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.