![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবিটি ইন্টারনেট থেকে কপি পেস্ট করা ।
ইতিহাস -
হুমায়ুন সাহেবের বাড়িটি আমার বরতমান বাসার ঠিক সামনে । আমার বাসার বারান্দা থেকে যেটা কিয়দাংশ দেখা যায় । যেটি পুরোনো ঢাকার টিকাটুলির কে এম দাস লেনে অবস্থিত । আমার জীবনের পুরোটা সময় কেটেছে এবং কাটছে এখানে । এই বাড়ীটির অনেক ইতিহাস আছে যেটি ইন্টারনেটে বিভিন্ন সাইটে দেয়া আছে , আমি আজ আমার জীবনে ঘটে যাওয়া মজার একটি লিখবো শুধু ইতিহাস নিয়ে টানা টানি করবো না ।
চাইলে আপনারা এই লিঙ্ক থেকে কিছু তথ্য জেনে নিতে পারেন ।
সেই ‘রোজ গার্ডেন’ এখন শ্যুটিং স্পট
আমার ছেলেবেলার ঘটনা –
এখন আমার বাসা টিকাটুলির হুমায়ুন সাহেবের বাড়ীর ভেতরে, সেখানে এখন পুরনো অনেক কিছুই নেই , সীমানার ভেতরে তৈরী হয়েছে আধুনিক ফ্লাট সেখানের একটার অধিবাসি এখন আমি । যাক এখন মুল বিষয়ে আসি। সময়টা ঠিক মনে নেই, সালটা হয়তবা ১৯৯৭ – ১৯৯৮ হবে । আমাদের এলাকাতে হই হই পড়েছে হুমায়ুন সাহেবের বাড়ীর ভেতরে শুটিং হচ্ছে
নায়ক ওমর সানী এবং নায়িকা মৌসুমী, আমরা পাড়ার ২-৩ জন মিলে প্লান করলাম শুটিং দেখতে যাবো , কিন্তু আমাদের তো ভেতরে ঢুকতে দিবে না সুতরাং বাধ্য হয়ে অ বৈ ধ উপায় অবলম্বন করতে হলো । ভবনের পেছন দিকের দেয়াল টপকে ঢুকে গেলাম ভেতরে । সেটাই আমার জীবনের প্রথম কোন শুটিং দেখা , দেখলাম ভেতরে বিশাল একটা প্রাচীর তৈরী করেছে বোরড দিয়ে দেখতে অবিকল আসলের মত , চারিদিকে বোরড আর একটা জমিদার বাড়ির গেট ও রয়েছে । এবার মিশন হল এই প্রাচীর ভেদ করে একেবারে শুটিং স্পটের ভেতরে যাব । সিনেমাটা হলো জমিদার এবং গরীব প্রজাদের নিয়ে এবং যথারীতি জমিদার কন্যা নায়িকা মৌসুমী হল সেই গরীবের রানী এবং সাধারন প্রজা হল নায়ক ওমর সানী । সিনেমার নাম- “গরীবের রানী” । যাক এবার ভেতরে ঢুকতে হবে এই চিন্তা মাথায় ঠিক তখনি অফার আসলো নায়ক সহ সাথে অনেক প্রজা নিয়ে জমিদার বাড়ীর গেট ভেঙ্গে ভেতরে ঢুকার একটা সিন হবে আর সাথে সাথে প্রজা হিসেবে আমরা মনোনয়ন পেয়ে গেলাম শুরু হলো শুটিং – একশ্যান – ক্যমেরা দিলাম সবাই মিলে দৌড় গেট ভেঙ্গে ভেতরে , আর তখনি আওয়াজ এলো “ কাট” আর সাথে সাথে আমরা ২ জন শুটিং স্পট থেকে হাওয়া এক দৌড়ে মুল ভবনের ভেতরে ঢুকে গেলাম ঃ) তার পর সিড়ি বেয়ে ২ তলা তে উঠলাম এবং ভেতরে দেখলাম অশংখ্য ভাঙ্গা মুরতি এবং ঘর গুলো ছিল অন্ধকার আমরা বেশ ভয় পেয়েছিলাম । তারপর ২ তলার জানালার ফাক দিয়ে সারাদিন শুটিং দেখলাম অনেক সিনেমার আরটিস্টদের দেখলাম অটোগ্রাফ নিলাম তারপর বাড়ী ফিরে সে কি গল্প করেছিলাম সবার সাথে তাদের নিয়ে । এবং পরবরতীতে স্কুল ফাকি দিয়ে গুলিস্থান সিনেমা হলে এই সিনেমা টা দেখেছিলাম এবং অনেক মজা পেয়েছিলাম ।
এখন আমার বাসার বারান্দা থেকে এই বাড়ী টা পুরো দেখা যায় মাঝে সাঝে এই ঘটনা টা ভেবে খুব ই ভাল লাগে , অথচ এখন প্রতিদিন ই শুটিং হয় এখানে অথচ একবারের জন্য ও যেতে ইচ্ছে করে না । শুধু তাই নয় বিয়ে অথবা যে কোন অনুস্টানের জন্য ও এই স্পট ভাড়া দেয়া হয়ে থাকে । লাগলে আমার সাথে যোগাযোগ কইরেন ।
এই তো কিছু দিন আগে আমাদের ফ্লাটের একটা অনুস্টান হলো কিছু ছবি দেখুন কি অসাধারন লাগে এটাকে । ছবিগুলো আমার নিজের হাতে তোলা । রাতের আধারে আলোকিত বাড়ির ছবি গুলো কি চমতকার ।
ফোয়ারা
আমি প্রথম ১৯৯৫-১৯৯৬ সালে এখানে আমার ছবিটি তুলি
পোস্টের কোন অংশ কারো কোন লেখা বা পোস্টের সাথে আংশিক অথবা হুবুহু মিলে যায় তাতে আমি আন্তরিক ভাবে দুক্ষিঃত ।
আমার অভ্র তে সমস্যার কারনে যুক্তাক্ষরে কিছু সমস্যা আছে ক্ষমা সুন্দর দ্রিস্টিতে নেবেন ।
স ক ল কে অ নে ক ধন্যবাদ ।
২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৫
সঞ্জয় নিপু বলেছেন: আমার অভ্র তে সমস্যার কারনে যুক্তাক্ষরে কিছু সমস্যা আছে ক্ষমা সুন্দর দ্রিস্টিতে নেবেন ।
অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য ।
২| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৫
এস.কে.ফয়সাল আলম বলেছেন: অনেক কিছু জানালাম এটা সম্পর্কে।
আপনিও তো ইতিহাসের একটা অংশ দেখছি :০
ভাল লাগলো পোষ্টটি পড়ে।
২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৭
সঞ্জয় নিপু বলেছেন: হুম ঠিক বলেছেন ভাই আমি ও ইতিহাসের একটা অংশ ।
অনেক ধন্যবাদ মন্ত্যব্যের জন্য ।
৩| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৬
অনাহূত বলেছেন: লেখা ও ছবি দুটোই চমৎকার ...
২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৯
সঞ্জয় নিপু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।
৪| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
সাজিদ ঢাকা বলেছেন: পোষ্টে কইশা +++++++++
২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ সাজিদ ভাই । কেমন আছেন ।
৫| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
এক্সপেরিয়া বলেছেন: অত্যন্ত চমত্কার পোস্ট.... খুবই ভাল লাগল.... জ্ঞানের সীমা একটু বাড়ল.....
২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ
৬| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৪
আরজু পনি বলেছেন:
ছবিগুলো দারুন ! আর লেখা থেকেও নতুন কিছু জানলাম।
শেয়ার করার জন্যে অনেক ধন্যবাদ রইল নিপু।।
২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫৩
সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ আপু কিন্তু আপনি তো আমার নাম জানার কথা নিপু তো আমার বউ এর নাম ঃ) আর আমার নাম সঞ্জয় ।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
৭| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৮
চেয়ারম্যান০০৭ বলেছেন: চমৎকার ছবি গুলো।ভালো লেখা।
২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৯
সঞ্জয় নিপু বলেছেন: চেয়ারম্যন সাব আপ্নের অনেক ধইন্নাবাদ ।
৮| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:০২
রেজোওয়ানা বলেছেন: পোস্টটা মনে হয় আমার ছিল
আপনার এক্সপেরিয়েন্স পড়তে ভাল লাগলো সঞ্জয়!
২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫০
সঞ্জয় নিপু বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে ।
৯| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৪
রেজোওয়ানা বলেছেন: আর রোজ গার্ডেন সম্পর্কি হিস্টোরিক্যাল অংশটাও আমার পোস্টেরেই হবহু উপস্থাপন, তাই না?
বাহ
২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৭
সঞ্জয় নিপু বলেছেন: ঠিক তা নয় আপু । আসলে আপনার পোস্টে আমি এত ডিটেইলস খুজে পাইনি । আর ইতিহাস তো একইইই হবে ?? তাই নয় কি ? আমি কি ইতিহাস পরিবরতন করতে পারবো ??
আপনার পোস্টের সাথে আমার পোস্টের কোন মিল খুজে পাই নি আপনি কোথায় পেলেন বুঝলাম না ।
অনেক ধন্যবাদ আপনাকে ।
১০| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৪
মেহেদী হাসান মানিক বলেছেন: নোটিফিকেশন ভালাই কাজ করে দেখছি। অনুসারিত ব্লগারের পোস্ট দেখায়। লেখায় ভাল লাগা।
২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫০
সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ মানিক । কেমন আছেন ?
১১| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৯
নীল সুমন বলেছেন: টিকাটুলিতে আমার এক কলিগ এর বাসা। উনি বলেন হুমায়ুন সাহেবের বাড়ির পাশে উনাদের বাসা। আমি ভাবতাম হুমায়ুন সাহেব মনে হয় এ এলাকার কমিশনার!!!!
হায় আল্লাহ আজ এ কি শুনলাম আর দেখলাম!
আপনাকে অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।
১২| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩০
নীল সুমন বলেছেন: টিকাটুলিতে আমার এক কলিগ এর বাসা। উনি বলেন হুমায়ুন সাহেবের বাড়ির পাশে উনাদের বাসা। আমি ভাবতাম হুমায়ুন সাহেব মনে হয় এ এলাকার কমিশনার!!!!
হায় আল্লাহ আজ এ কি শুনলাম আর দেখলাম!
আপনাকে অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।
২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫১
সঞ্জয় নিপু বলেছেন: মজা পাইলাম । হুমায়ুন সাহেব এলাকার ক মি শ না র !!
২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫১
সঞ্জয় নিপু বলেছেন: মজা পাইলাম । হুমায়ুন সাহেব এলাকার ক মি শ না র !!
১৩| ২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
আমার দেখা আপনার বেস্ট পোস্ট ++++++++++++++++++++++++++++
২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫২
সঞ্জয় নিপু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই
১৪| ২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩৪
সাদা রং- বলেছেন: ভাই লোকেশানটা দেন, ঈদের ছুটিতে যাবো।
২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৬
সঞ্জয় নিপু বলেছেন: মতিঝিল শাপলা চত্তর থেকে রিকশা কে বলবেন,
টিকাটুলি হুমায়ুন সাহেবের বাড়ির সামনে যাবো , ভাড়া ২৫-৩০ টাকা ।
তারপর ওখানে যে কাউকে বললেই হবে , দেখিয়ে দেবে ।
অনেক ধন্যবাদ
১৫| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৬
লাবনী আক্তার বলেছেন: খুব সুন্দর ছবিগুলো। যেতে ইচ্ছে করছে এখন।
২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০১
সঞ্জয় নিপু বলেছেন: চলে আসুন সময় করে একদিন
১৬| ২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩২
আম্মানসুরা বলেছেন: আসলেই খুব সুন্দর জায়গা, আমার কলেজের থেকে হুমায়ুন সাহেবের বাড়িটা কাছে থাকায় ইন্টারের সময় গিয়ে দেখেছিলাম। আপনার তোলা ছবি তে দারুণ লাগছে বাড়িটি।
পোস্টে প্লাস।
২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৮
সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।
১৭| ২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪০
মনিরা সুলতানা বলেছেন: বাহ খুব সুন্দর তো ।।
অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য ।
শুভকামনা
২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫১
সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
১৮| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ৯:১২
C/O D!pu... বলেছেন: গেলেই ঢুকতে দেয় নাকি অনুমতি লাগে ?
২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫৩
সঞ্জয় নিপু বলেছেন: শুটিং চলাকালিন সময়ে ঢুকতে দেয় না ।
১৯| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৯
মেহেদী হাসান মানিক বলেছেন: ভাল আছি ভাই। অনেকদিন পরে ব্লগে আসলাম। আপনি কেমন আছেন??
২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫৫
সঞ্জয় নিপু বলেছেন: ভাল আছি
২০| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:৪৩
প্রত্যাবর্তন@ বলেছেন: অনাবিল প্লাস নিন । ছবি ও লেখা দারুণ
২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫৫
সঞ্জয় নিপু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
২১| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২২
রেজোওয়ানা বলেছেন: সঞ্জয় নিপু, ইতিহাস এক হয়, তবে সেই এক ইতিহাস যদি দশজনে লেখে তাবে বাক্যের গঠন, শব্দের বিন্যাস এক হবে না, দশ রকম হবে।
আপনি বাংলাদেশের ঐতিহ্য নিয়ে পোস্ট দিয়েছেন যে কারণে আমি চাইনি এখানে কোন তর্কের সৃষ্টি করতে, কিন্তু আপনার উদ্বত্যপূর্ণ প্রতিউত্তরে বাধ্য হলাম করতে......
আপনি আপনার পোস্টের ইতিহাসের অংশটা সরাসরি কপিপেস্ট করেছেন হেরিটেজ বাংলাদেশ ওয়েব সাইট থেকে কোন সোর্স উল্লেখ করা ছাড়াই। এই ওয়েবসাইট আমার এখানে এখানকার সকল লেখার স্বত্ব হেরিটেজ বাংলাদেশের।
আপনি সোর্স দিয়েছেন আপনার লেখায়?
বাহ, চমৎকার।
মূল লেখা এখানে [link|http://www.heritagebangladesh.co/detail/à¦à¦®à¦¾à¦¦à§à¦°-সমà§à¦ªà¦°à§à¦à§-33_bn.html|ইতিহাসঃ বিশ শতকের শুরুর দিকে ঢাকার একজন বেশ নামকরা জমিদার ছিলেন হৃষিকেশ দাস! সাধারণ পরিবার থেকে উঠে এসছিলেন তিনি, তাই ঢাকার খানদানি পরিবার গুলো তাকে তেমন পাত্তা দিত না।কথিত আছে, একবার তিনি সে সময়ের ঢাকার বিখ্যাত বলধার জমিদার রেন্দ্র নারায়ন রায় চৌধুরীর বাগানবাড়ি বলধা গার্ডেনের এক জলসায় গিয়েছিলেন! সেখানে সে কোনভাবে প্রচন্ড অপমানিত হয়েছিলেন! এরই প্রেক্ষিতে তিনি বলধা গার্ডেনের চাইতে অনেক বেশি সুন্দর এমন এক বাগান বাড়ি বানাতে চাইলেন যাতে চারিদিকে আলোড়ন পরে যায়। হৃষিকেশ রোডে (তখন এ নাম ছিল না) তখন তিনি ২২ বিঘা জমি কিনে সেখানে ১৯৩০ সালে প্রথমে বানালেন একটি গোলাপের বাগান, পরের বছর ১৯৩১ তৈরি করলেন কারিন্থিয়ান পিলারে ঘেরা এই সুরম্য প্রাসাদ স্থাপত্যটি। বাগানে ছিল গোলাপ ফুলের আধিক্য, নানা প্রজাতির গোলাপ ছিল সারা প্রাসাদ কমপ্লেকস জুড়ে! তাই এর নাম হলো 'রোজ গার্ডেন'! এছাড়া বাগানে মার্বেল পাথরের মূর্তি, কৃত্রিম ফোয়ারা ইত্যাদিও ছিল, রোজ গার্ডেন হয়ে উঠেছিল তখন ঢাকার অন্যতম দর্শনীয় স্থান। [১] বাগানে এখনও বেশ কয়েকটি শ্বেত পাথরের মূর্তি আছে। বেশির ভাগ মূর্তিই বাড়ির ভেতরে সরিয়ে নেয়া হয়েছে। আগে মূল বাড়ির সামনে সুদৃশ্য একটা বড় ঝর্ণা ছিল, যার ভগ্নাংশটি এখনও রয়ে গেছে। এখন বাড়ির ঠিক সামনেই একটা পুকুর আছে। ওপর পাশে বেশ কিছু তাল গাছের সারি। প্রাসাদের নীচ তলায় একটি বড় হল ঘর সহ আটটি কামরা আর উপরের তলায় একটা বড় নাচঘর সহ পাঁচটি কামরা আছে। তবে ভবনটি নির্মানের কিছুকাল পরেই হৃষিকেশ দাস দেউলিয়া হয়ে পরলে তিনি এই প্রাসাদ বিক্রি করে দেন বই ব্যাবসায়ী আবদুর রশিদের কাছে। তিনি এখানে প্রতিষ্ঠা করেছিলেন প্রভিন্সিয়াল লাইব্রেরী। [২] সত্তর সালের দিকে ‘রোজ গার্ডেন’ লীজ দেয়া হয় ‘বেঙ্গল স্টুডিও’কে। ১৯৮৯ সালে প্রত্নতত্ত্ব বিভাগ ‘রোজ গার্ডেন’কে সংরক্ষিত ভবন বলে ঘোষণা করে। এরপর প্রথম হাত বদল হয় ১৯৩৭ সালে। ১৯৬৬ সালে আবদুর রশীদের বড় ভাই কাজী হুমায়ুন বশীর এই রোজ গার্ডেনের মালিকানা লাভ করেন। এ সময় তাঁর নামেই রোজ গার্ডেন হুমায়ুন সাহেবের বাড়ি হিসেবে পরিচিতি লাভ করে। কাজী হুমায়ুন ১৯৭০ সালে ।তৎকালীন স্বনামধন্য চলচিত্র উন্নয়ন সংস্থা বেঙ্গল ষ্টুডিও ও মোশন পিকচার্স লি: এর কাছে বাড়িটি ভাড়া দেন। শেষে ১৯৯৩ সালে বাড়িটির অধিকার ফিরে পান কাজী রকিব, হুমায়ুন সাহেবের পারিবারিক বংশধর। বাড়িটির বর্তমান মালিক তিনি ও তাঁর স্ত্রী লায়লা রাকিব।[৩] এই রোজ গার্ডেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনারও সাক্ষি হয়ে আছে, ১৯৪৯ সালে এখানেই গঠিত হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ!']
ইতিহাস যারা লেখে তাদের এই ধরনের কর্মকান্ড খুবই ন্যাক্কার জনক। আপনার সততা থাকলে অবশ্যই সোর্স হিসাবে হেরিটেজবাংলাদেশের নাম উল্লেখ করতেন, তার করেন নি।
আমি আপনার পোস্ট এইবার রিপোর্ট করতে বাধ্য হলাম।
২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৪
সঞ্জয় নিপু বলেছেন: প্রথমত আমি জানতাম না , " হেরিটেজবাংলাদেশ" রেজোয়ানা আপুর ওয়েব সাইট , যার জন্য আমি রেজোয়ানা আপুর কমেন্টস এর জবাবে লিখেছিলাম ,
" আসলে আপনার পোস্টে আমি এত ডিটেইলস খুজে পাইনি । আর ইতিহাস তো একইইই হবে ?? তাই নয় কি ? আমি কি ইতিহাস পরিবরতন করতে পারবো ??
আপনার পোস্টের সাথে আমার পোস্টের কোন মিল খুজে পাই নি আপনি কোথায় পেলেন বুঝলাম না । "
আমার ধারনা ছিল আপনি আপনার এই পোস্টের কথা বলেছিলেন,
Click This Link
আমি কিন্তু এইটার লিঙ্ক পোস্টের প্রথম থেকেই দিয়ে দিয়েছিলাম, একটু চিন্তা করেন এটা দেবার আমার কি প্রয়োজন ছিল ??
আর আমার এই পোস্টের মুল উদ্দেশ্য ছিল আমার বিশেষ সময়ের ঘটনা টা বলা , ইতিহাস টা নয় , আপনি আমার পুরবের সকল পোস্টে দেখে থাকবেন আমি লিঙ্ক সহ উল্লেখ করে থাকি , আসলে এটা আপনার লেখা জানলে আমি হয়তো বা পোস্ট টা অন্য ভাবে দিতাম।
যাক আমার মনে হয় আপনি আমাকে কোন ভাবে ভুল বুঝেছেন তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত, আর হুট করে রিপোর্ট করার মত তেমন কিছুই কিন্তু হয়নি এখানে, এর চেয়ে ও আরো দুরদান্ত পোস্ট সামু তে দেখি সেগুলো কিভাবে প্রকাশ করেন আপনারা ।
অবশেষে অশেষ ধন্যবাদ আপনাকে আপু আপনার মুল্যবান মন্ত্যব্যের জন্য ।
২২| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৩
রেজোওয়ানা বলেছেন: আপনার পোস্টের ইতিহাসের মূল লেখা এখানে
রোজ গার্ডেন/বেঙ্গল স্টুডিও
২৩| ২৭ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
এস.কে.ফয়সাল আলম বলেছেন: নিপু ভাই কাজটা একদমই ঠিক হয়নি।
আপনি এভাবে হুবহু প্রথম অংশ কপি পেষ্ট করেছেন কোন প্রকার কার্টেসি ছাড়া !!!
রেজোওয়ানা আপু সেটা ধরিয়ে দেবার পরও তা নিয়ে কথা প্যাচাচ্ছেন !!!
আপনার কাছ থেকে এটা আশা করি নি।
আপনি জানেন হয়ত কপি-পেষ্ট সামুতে সর্বদাই নিন্দনীয়।
আশা রাখি বুঝতে পারবেন।
ধন্যবাদ।
২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫২
সঞ্জয় নিপু বলেছেন: আগে ব্যপারটা বোঝেন তার পর কমেন্টস করেন ।
আর ব্যপার বোঝার জন্য উপরের আমার কমেন্টস পড়েন ।
২৪| ২৭ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০০
নিমচাঁদ বলেছেন: লজ্জাজনক কপি পেষ্ট।
রেজোয়ানার মতোন মানুষ যখন কমপ্লেন করছে , আপনার ডিফেন্ড করাটা ছেলেমানুষী।
গাইয়ে খাইট্টা কিছু করেন ,আখেরে কামে দিবো।
পোষ্ট রিপোর্ট করতে বাধ্য হলাম ।
২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৬
সঞ্জয় নিপু বলেছেন: আগে ব্যপারটা বোঝেন তার পর কমেন্টস করেন ।
আর ব্যপার বোঝার জন্য উপরের আমার কমেন্টস পড়েন ।
না বুঝিয়া রিপোর্ট করার জন্য আপনাদের মত সিনিয়র ব্লগারদের কি বলবো বুঝতেছি না ।
মন্তব্যের জন্য ধন্যবাদ ।
২৫| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫২
অনিক আহসান বলেছেন: বর্ননার প্রথম অংশটা রেজওয়ানা আপার ওয়েব সাইট থেকে কপি করা।আপনি সৌজন্যবোধ থেকে হলেও তথ্যসুত্র হিসাবে বিষয়টা লেখার শেষে উল্লেখ করলে পারতেন।
২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০০
সঞ্জয় নিপু বলেছেন: সেটা যে রেজওয়ানা আপার ওয়েব সাইট সেটা জানা ছিল না ।
আর ও বিস্তারিত জানতে রেজওয়ানা আপাকে দেয়া আমার কমেন্টস দেখুন প্লিজ ।
সুত্র এখন দিয়ে দিয়েছি আর ইতিহাস জানানোটা পোস্টের মুল উদ্দেশ্য ছিল না ।
ধন্যবাদ
২৬| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৩
ফারিয়া বলেছেন: আপনার ব্লগ রিপোর্টেড।
২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০২
সঞ্জয় নিপু বলেছেন: কি বুঝে রিপোর্টেড করলেন বুঝলাম না , যাক তার পর ও বিস্তারিত জানতে রেজওয়ানা আপাকে দেয়া আমার কমেন্টস দেখুন প্লিজ ।
ধন্যবাদ
২৭| ২৯ শে জুলাই, ২০১৩ ভোর ৫:১২
আরজু পনি বলেছেন:
তবে আপনি তো আমার পছন্দের ব্লগার। বেশ দারুন দারুন পোস্ট দিয়ে থাকেন প্রায়ই। তব এমন করলেন কেন ?
আর রেজো্ওয়ানার মন্ত্যবের জবাব দিচ্ছেন না কেন?
কপি পেস্ট না করলেও যদি কোন জায়গা থেকে আইডিয়া নেয়া হয়েছে এমন্ও হয় তবে তার উৎস উল্লেখ করাটা্ও মহত্ত্বেরই লক্ষণ। আর সরাসরি নিলেতো বাধ্যতামূলকভাবে তা উল্লেখ করা উচিত।
পোস্ট পর্যবেক্ষণে নিলাম...দেখি আপনি কি জবাব দেন।
২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৫
সঞ্জয় নিপু বলেছেন: আপু আমি ২ দিন নেটে বসতে পারিনি আফিসের ঝামেলায় ব্যস্ত ছিলাম, আজ বসলাম রেজো্ওয়ানা আপুর মন্ত্যবের জবাব দিয়েছি, আশা করি ব্যপারটা পজেটিভলি দেখবেন ।
অনেক খারাপ লাগছে আপনার রি- কমেন্টস দেখে এবং অনেকের কাছ থেকে রিপোর্টেড পেয়ে ।
অনেক ধন্যবাদ আপু ।
২৮| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪২
েবনিটগ বলেছেন: আপনার ব্লগ রিপোর্টেড
মজা করলাম ভাই
০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৭
সঞ্জয় নিপু বলেছেন:
MOJA....
Thanks
২৯| ০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: এমন কালারফুল ছবিগুলো কি আপনি ফটোশপে করেছেন ? নাকি বাড়িতে এমন হরেক রকম লাইটিং এর ব্যবস্থা করা হয়েছিলো ?
০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৩
সঞ্জয় নিপু বলেছেন: না এই বাড়িটই বর্তমানে ভাড়ায় বিভিন্ন অনুষ্ঠানের জন্য দেয়া হয় আর কোন অনুষ্ঠান হলেই এমন কালার ফুল বাতির ব্যবস্থা করা হয় ।
অনেক ধন্যবাদ
৩০| ০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: কবাড়িটিতে কোন একদিন যাওয়ার ইচ্ছে রইলো।
০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৪
সঞ্জয় নিপু বলেছেন: আসবেন অবশ্যই । আর আসলে আমাকে ফোন করেন আপনার সাথে থাকবো । আমার বাসা এর পাশেই ।
০১৬১৫-৬০৫০০৫
৩১| ০৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩২
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার লেখা ও ছবি দুটোই চমৎকার ।ভাললেগেছে।+++
তবে লেখাটা আরকেবার চেক করেন বেশকিছু টাইপো পাওয়া গেল। সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ ।