নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

সঞ্জয় নিপু

বাংলা আমার মা,বাংলা আমার দেশ

সঞ্জয় নিপু › বিস্তারিত পোস্টঃ

‡‡ প্রানী কুলের শৈল্পিকতা–ছবি ও তথ্য(প্রথম অংশ)‡‡

১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৪

আমাদের প্রানীকুলে রয়েছে অনেক বিচিত্রময় প্রানী যারা তাদের নিজেদের শৈল্পিকতায় ভরপুর । এরকম জানা অজানা শৈল্পিকতায় ভরপুর প্রানীদের সম্পরকে আজ আমরা কিছু জানবো এবং দেখবো ।

১ । এর নাম - Red-lipped Bat fish



একে খুজে পাওয়া যাবে গালাপাগোস দ্বীপপুঞ্জ এ । এটি ভাল ভাবে সাতার কাটতে পারে না , সাতার কাটার জন্য বুকের মধ্যে থাকা পাখনা ব্যবহার করে ।

এর সম্পরকে আরো বিস্তারিত জানতে নিচের লিঙ্ক দেখুন ।

Click This Link

২। এর নাম - Penis Snake



অদ্ভুত চক্ষুহীন এই প্রানী টিকে আসলে Atretochoana eiselti বলা হয় । এর আকার আক্রিতি দেখতে মানব দেহের একটি বিশেষ অঙ্গের মতন এবং সাপের মত আকার বলেই প্রানীবিদরা এর এই রকম নামকরন করেন ।

এর সম্পরকে আরো বিস্তারিত জানতে নিচের লিঙ্ক দেখুন ।

http://en.wikipedia.org/wiki/Atretochoana

Click This Link

৩। এর নাম - Umbonia Spinosa



পিপড়া প্রজাতির এই প্রানীর এইরকম অদ্ভুত চেহারা এখনও বিজ্ঞানীরা তাদের অনেক কিছু সম্পরকে অবগত নয় ।

এদের বিচিত্র জীবন এবং আরো ছবি দেখতে চাইলে নিচের লিঙ্ক দেখতে পারেন ।

http://eol.org/pages/3697531/overview

৪। এর নাম - Venezuelan Poodle Moth



২০০৯ সালে ভেনিজুয়েলা নামক এই প্রানিটি আবিষ্কৃত হয় , বিজ্ঞানীরা এখন ও এই প্রানী টিকে নিয়ে ব্যপক গবেষনা করছে , অনেক কিছুই এখনো অজানা বিজ্ঞানীদের কাছে ।

এর সম্পরকে আরো বিস্তারিত জানতে নিচের লিঙ্ক দেখুন ।

Click This Link

৫। এই প্রানীটির নাম - The Pacu Fish



পাপুয়া নিউ গিনি র অধিবাসিদের কাছে এই প্রানী টি খুবই ভয়ংকর নামে পরিচিত এটি স্থানীয় জেলেদের একটি জীবন্ত আতংক তাই তারা এর নাম দিয়েছে , “ বল ইটার” মানে একটা আস্ত বল তারা খেয়ে ফেলতে পারে । এটির দাত এবং জিহবা মানুষের মুখের মত তাই এদের দেখতে খুব ভয়ানক লাগে ।

এদের সম্পরকে আরো বিস্তারিত জানতে নিচের লিঙ্ক দেখুন ।

http://en.wikipedia.org/wiki/Pacu

৬। এই প্রানীটির নাম - Giant Isopod



বিকটাক্রিতির সামুদ্রিক এই প্রানিটির সম্পরকে জানতে নিচের লিঙ্ক দেখুন ।

http://en.wikipedia.org/wiki/Giant_isopod

৭। এই প্রানীটির নাম - The Saiga Antelope



নাকের বইচিত্রতার কারনে এই প্রানীটি অদ্ভুত প্রানীদের খাতায় নাম লেখায় ।

এদের সম্পরকে আরো বিস্তারিত জানতে নিচের লিঙ্ক দেখুন ।

http://en.wikipedia.org/wiki/Saiga_antelope

৮। এই প্রানীটির নাম - The Bush Viper



আফ্রিকার গভীর জংগলে গাছের মধ্যে এদের বাস । শারিরিক অসাধারন কারুকাজের জন্য এই প্রানিটি খুবই বিখ্যাত । মুলত এরা রাতে শিকার করতে খুব পছন্দ করে ।

এদের সম্পরকে আরো বিস্তারিত জানতে নিচের লিঙ্ক দেখুন ।

https://en.wikipedia.org/wiki/Atheris

৯। এই প্রানীটির নাম - The Blue Parrotfish



আটলান্টিক মহাসাগরের তলদেশে এদের দেখা মেলে , দেখতে নীল বরনের খুব সুন্দর এই মাছটি । এই মাছ সম্পরকে মজার তথ্য হল এরা জীবনের ৮০ ভাগ সময়ই খাবার খুজতে খুজতে কাটিয়ে দেয় ।

এদের সম্পরকে আরো বিস্তারিত জানতে নিচের লিঙ্ক দেখুন ।

http://en.wikipedia.org/wiki/Blue_Parrotfish

১০ । এই প্রানীটির নাম - Okapi



এই প্রানীটির আফ্রিকার কঙ্গো তে পাওয়া যায় । এটি জেব্রা এবং জিরাফের একটি কম্বো । জেব্রার মত কিছুটা রঙ এবং জিরাফের মত চেহারা এবং সভাব ।

এদের সম্পরকে আরো বিস্তারিত জানতে নিচের লিঙ্ক দেখুন ।

http://en.wikipedia.org/wiki/Okapi

*******************************************

** সমস্ত প্রকার তথ্য মেলা সম্পরকিত ওয়েব সাইট থেকে সংগ্রহিত , অনুবাদ করেছি আমি । সুতরাং কোন প্রকার শব্দ বা বাক্যে ভুল হলে তা ক্ষমা সুন্দর ভাবে দেখবেন ।

কারো কোন লেখা বা ব্লগের সহিত আংশিক মিলে গেলে আমি দুঃক্ষিত ।

স ক ল কে জানানোই আমার উদ্দেশ্য । অনেক ধন্যবাদ



চ ল বে . . .

মন্তব্য ১৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৯

সাদা রং- বলেছেন: ভাই দারুন সব ছবি, বিস্তারিত পড়ার সময় নাই। ছবি দেখে প্রীত হলাম।

১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৭

সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ ভাই ।

২| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৭

আমিনুর রহমান বলেছেন:


সুন্দর +++

১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৮

সঞ্জয় নিপু বলেছেন: জেসন ভাই অনেক ধন্যবাদ উতসাহের জন্য ।

৩| ১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :) :)

চমৎকার পোস্ট!!!

১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৯

সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ ।

৪| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২১

স্বপনচাষী বলেছেন: চমতকার সব ছবি!

১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২০

সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ ।

৫| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৩

রাফসান আরিফ বলেছেন: ২ নাম্বার প্রাণী টাকে চেনা চেনা লাগছে.... ;) ;)

১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৬

সঞ্জয় নিপু বলেছেন: তা তো লাগবেই ঃ) ঃ)

৬| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:


চমৎকার +++ চলুক

১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৭

সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য ।

৭| ১৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৩

সুমন ঘোষ বলেছেন: খুব ভালো লাগলো ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.