|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 এক অদ্ভুত ফটোগ্রাফারের কথা – Jill Greenberg   (কান্নার ছবির পেছনের গল্প)
এক অদ্ভুত ফটোগ্রাফারের কথা – Jill Greenberg   (কান্নার ছবির পেছনের গল্প)
সাধারনত বাচ্চাদেরকে কেউ কাদালে বাচ্চার মায়েরা খুব বিরক্ত হয় আর এই বিরক্তিকর বিষয় টিকে আমেরিকার বংশদ্ভুত এক ফটোগ্রাফার । আর সেই ফটোগ্রাফারের নাম হল – Jill Greenberg। 
মুলত তিনি এক প্রকার অদ্ভুত ফটোগ্রাফির মাধ্যমে দেশে বিদেশে ব্যপক আলোচিত হয়ে ওঠে , আর এই ফটোগ্রাফির মাধ্যমে তিনি মানুষকে একটা ব্যপার বোঝাতে চেয়েছেন, কোন জিনিস মানুষ পেয়ে যদি হারিয়ে ফেলে তার আবেগীয় মুহুত গুলোকে।
তার জীবনলিপি পড়তে চাইলে দেখতে পারেন এখানে Click Here  
আগে ছবি গুলো দেখেন তারপর কাহিনি বলছি 
প্রদরশনী হলের ছবি 
গুগলে jill greenberg crying children নামে ইমেজ সারচ দিয়ে দেখুন কি মজার ছবি গুলো আসে ।
আর সরাসরি দেখতে চাইলে নিচের লিঙ্ক এ ক্লিক করুন ।
Click This Link greenberg crying children
এই অবুঝ বাচ্চা গুলোকে তিনি তার ফটোগ্রাফির মডেল হিসাবে নিয়েছেন এবং তিনি ফটোগ্রাফির একটা সেট তৈরী করে বাচ্চাদের হাতে একটি করে ললিপপ দিয়েছেন এবং যখন বাচ্চারা সেই ললিপপ টি খুব মজা করে খাওয়া শুরু করে ঠিক তখনই তিনি সেই ললিপপ টি বাচ্চার হাত থেকে কেড়ে নেয় আর শুরু হয় বাচ্চার কান্না !! আর সেই সুযোগেই তিনি তার ক্যমেরায় তুলে নেয় সেই আবেগীয় মুহুরতগুলো এবং এভাবে তৈরী করে ফেলেন বিশাল এক ফটোগ্রাফির কালেকশন এবং তার ওপর শুরু করেন ফটোগ্রাফি প্রদরশনী । 
এই হলো অদ্ভুত ফটোগ্রাফির মজার কাহিনী । 
 এই ফটোগ্রাফার সম্পরকে আরো বিস্তারিত জানতে চাইলে দেখতে পারেন নিচের সাইটে । 
http://www.jillgreenberg.com/ 
ফেইস বুকে এই ফটোগ্রাফারের আরো ছবি দেখতে পারেন।  Click This Link 
সমস্ত তথ্য সমুহ ইন্টারনেট থেকে সংগ্রহিত, কারো কোন লেখা বা আরটিকেলের সাথে হুবুহু অথবা আংশিক মিলে গেলে আমি দুঃখিত । 
সকলকে অনেক ধন্যবাদ ।  
 
 ৪০ টি
    	৪০ টি    	 +৬/-০
    	+৬/-০  ১৯ শে আগস্ট, ২০১৩  বিকাল ৪:৩৮
১৯ শে আগস্ট, ২০১৩  বিকাল ৪:৩৮
সঞ্জয় নিপু বলেছেন:    (
(  (
(  (
(  (
( 
ধন্যবাদ । 
২|  ১৯ শে আগস্ট, ২০১৩  বিকাল ৫:০৮
১৯ শে আগস্ট, ২০১৩  বিকাল ৫:০৮
আমি ইহতিব বলেছেন: ছবিগুলো দেখে মায়া লাগলো আবার মজাও লাগলো, বাচ্চাগুলো এতো সুন্দর মাশাআল্লাহ। 
ধন্যবাদ আপনাকে দারুন ছবিগুলো শেয়ার করার জন্য। 
  ২০ শে আগস্ট, ২০১৩  দুপুর ১:৫০
২০ শে আগস্ট, ২০১৩  দুপুর ১:৫০
সঞ্জয় নিপু বলেছেন: আপনাকে ও অনেক ধন্যবাদ অনেক দিন পর আমার ব্লগে আসার জন্য।
৩|  ১৯ শে আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৮
১৯ শে আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আবেগে কাইন্দা দিছি.................
  ২০ শে আগস্ট, ২০১৩  দুপুর ২:০৬
২০ শে আগস্ট, ২০১৩  দুপুর ২:০৬
সঞ্জয় নিপু বলেছেন: কাইন্দেন না ভাই ঃ(
৪|  ১৯ শে আগস্ট, ২০১৩  রাত ১০:৫৯
১৯ শে আগস্ট, ২০১৩  রাত ১০:৫৯
রাজীব নুর বলেছেন: হুম ।
  ২০ শে আগস্ট, ২০১৩  দুপুর ২:০৭
২০ শে আগস্ট, ২০১৩  দুপুর ২:০৭
সঞ্জয় নিপু বলেছেন: হুম মানে কি রাজীব ভাই ? ভাল না খারাপ ?
৫|  ২০ শে আগস্ট, ২০১৩  রাত ৩:২২
২০ শে আগস্ট, ২০১৩  রাত ৩:২২
কামরুল ইসলাম রুবেল বলেছেন: ব্যাটা মেন্টালি সিক। বাচ্চাদের কাদিয়ে  
   
   
 
  ২০ শে আগস্ট, ২০১৩  দুপুর ২:০৯
২০ শে আগস্ট, ২০১৩  দুপুর ২:০৯
সঞ্জয় নিপু বলেছেন: এর জন্য জেল ও খেটেছে
৬|  ২০ শে আগস্ট, ২০১৩  রাত ৩:৪৫
২০ শে আগস্ট, ২০১৩  রাত ৩:৪৫
প্রিন্স হেক্টর বলেছেন: আজব তো  
   
 
প্রথম লাইন পড়ে বুঝা যায় না। কিছু শব্দ মিসিং হয়ে গেছে মনে হয়  
 
+
  ২০ শে আগস্ট, ২০১৩  দুপুর ২:১১
২০ শে আগস্ট, ২০১৩  দুপুর ২:১১
সঞ্জয় নিপু বলেছেন: হা ঠিক করে দিব ।
৭|  ২০ শে আগস্ট, ২০১৩  সকাল ৯:০৫
২০ শে আগস্ট, ২০১৩  সকাল ৯:০৫
কান্ডারি অথর্ব বলেছেন: 
বাচ্চাদের কান্নাতেও স্বর্গীয় ভাবটা ঠিকই বজায় থাকে। 
  ২০ শে আগস্ট, ২০১৩  দুপুর ২:৩৯
২০ শে আগস্ট, ২০১৩  দুপুর ২:৩৯
সঞ্জয় নিপু বলেছেন: ঠিক বলেছেন ভাই
৮|  ২০ শে আগস্ট, ২০১৩  দুপুর ২:০৫
২০ শে আগস্ট, ২০১৩  দুপুর ২:০৫
সাদা রং- বলেছেন: ++++++++
  ২০ শে আগস্ট, ২০১৩  বিকাল ৩:০৯
২০ শে আগস্ট, ২০১৩  বিকাল ৩:০৯
সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ ।
৯|  ২০ শে আগস্ট, ২০১৩  বিকাল ৩:৩১
২০ শে আগস্ট, ২০১৩  বিকাল ৩:৩১
আবু সালেহ বলেছেন:  
বাচ্চাদের কান্নার মাঝেও সৌন্দর্য়ের ভাবটা অটুট কিন্তু............  
   
   
   
 
  ২০ শে আগস্ট, ২০১৩  বিকাল ৪:০৫
২০ শে আগস্ট, ২০১৩  বিকাল ৪:০৫
সঞ্জয় নিপু বলেছেন: সত্যি বলেছেন
১০|  ২১ শে আগস্ট, ২০১৩  সকাল ১০:০৫
২১ শে আগস্ট, ২০১৩  সকাল ১০:০৫
মেহেরুন বলেছেন: বাহ!!! দারুন সব ছবি তো।
  ২২ শে আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৬:২০
২২ শে আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৬:২০
সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ
১১|  ২১ শে আগস্ট, ২০১৩  রাত ৯:৫৯
২১ শে আগস্ট, ২০১৩  রাত ৯:৫৯
নুর ফ্য়জুর রেজা বলেছেন: কান্দন চইলা আসলো তো !!   
   
   
   
   
   
   
 
  ২২ শে আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৬:২২
২২ শে আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৬:২২
সঞ্জয় নিপু বলেছেন:  
  
 
১২|  ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:৩৯
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:৩৯
একজন ঘূণপোকা বলেছেন: অমানবিক
  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১১:৪১
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১১:৪১
সঞ্জয় নিপু বলেছেন:   
  
 
১৩|  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১১:৪৬
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১১:৪৬
মদন বলেছেন: প্রতিটা ছবি মাস্টার পিস।
কিন্তু বাচ্চাদর কৃত্রিম উপায়ে কান্দানোর সিস্টেম টা ভালো লাগে নাই 
  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১১:৫০
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১১:৫০
সঞ্জয় নিপু বলেছেন: ঠিক বলেছেন ।
১৪|  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১২:২৬
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১২:২৬
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ব্যতিক্রম কিছু
  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ২:১৩
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ২:১৩
সঞ্জয় নিপু বলেছেন:  যেখানে ব্যতিক্রম সেখানেই সঞ্জয়নিপু !! 
অনেক ধন্যবাদ আপনাকে । 
১৫|  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১২:৩২
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১২:৩২
শায়মা বলেছেন: ছবি তোলার ঘটনাটা মোটেও পছন্দ হলোনা.....
ফোটোগ্রাফারটা নিসন্দেহে ক্রুয়েল টাইপ ছিলো।
কিন্তু বেবিগুলো যেন দেব শিশু এক একটা। 
  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ২:১০
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ২:১০
সঞ্জয় নিপু বলেছেন:  অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য । 
ফোটোগ্রাফারটা নিসন্দেহে ক্রুয়েল টাইপ ছিলো কি ? আসলেই ক্রুয়েল টাইপ । 
১৬|  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১২:৩৫
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১২:৩৫
জুন বলেছেন: বাচ্চাদের কাদিয়ে ছবি তোলা  !! লোকটার তো জেল  হওয়া উচিত ।
ভীষন খারাপ লাগলো  তার এই নিষ্ঠুরতার কথা পড়ে।
  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ২:১২
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ২:১২
সঞ্জয় নিপু বলেছেন:  আমার পোস্টে আপনার মন্তব্য দেখে আমি অসম্ভব খুশী হয়েছি । 
আমার মনে হয়,  আমার পোস্টে এটাই আপনার প্রথম কমেন্টস ।
অশংখ্য ধন্যবাদ আপনাকে ।  
১৭|  ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩  সকাল ৯:২৭
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩  সকাল ৯:২৭
আহমেদ জী এস বলেছেন: সঞ্জয় নিপু,
এক একটি শিল্প হয়ে উঠেছে ছবিগুলো সত্য কিন্ত তা অনেক দাম দিয়ে কিনতে হয়েছে । 
ছবির পেছনেও যে আরো কতো কান্না,  কতো হাসি, অত্যাচার- নিপীড়ন, প্রেম- অপ্রেম থাকে তা কিন্তু ছবির সব সুন্দরতাকে ছাড়িয়ে যায় অনেক সময় । 
ছবির ফটোগ্রাফার হয়তো তার শিল্পকর্মে যথার্থ কিন্তু মননে এক পাষন্ড । 
একটি শিশুর মুখের হাসি যে ছিনিয়ে নিতে পারে তাকে আর কি বলা যায়, হোক তা মিথ্যে মিথ্যে, ক্ষনেকের ?
ধন্যবাদ পোষ্টটির জন্যে । 
  ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:০৮
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:০৮
সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ মুল্যবান মন্তব্যের জন্য ।
১৮|  ১১ ই সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৫:৪৯
১১ ই সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৫:৪৯
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: জিলের ফটোগ্রাফি ভালো তবে ক্যান জানি আর্টিফিশিয়াল লাগলো.. জোর করে কান্দানোতে কিসের ফটোগ্রাফি.. তয় ব্যাটা ভালো ছবি তোলে....
  ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:০৯
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:০৯
সঞ্জয় নিপু বলেছেন:  ঠিক ব লে ছেন
ব্যাটা ভালো ছবি তোলে.... 
১৯|  ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:৫০
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:৫০
কালোপরী বলেছেন: আহারে  
 
  ০৬ ই অক্টোবর, ২০১৩  দুপুর ১২:২৫
০৬ ই অক্টোবর, ২০১৩  দুপুর ১২:২৫
সঞ্জয় নিপু বলেছেন: হম
২০|  ০৬ ই অক্টোবর, ২০১৩  দুপুর ১২:৪৬
০৬ ই অক্টোবর, ২০১৩  দুপুর ১২:৪৬
বশর সিদ্দিকী বলেছেন: পোস্টে ঢুকার সময় ভাবলা কিছু লুল ফালামু...............এখন দেখি কাইন্দা কিবোর্ড ভিজাইয়া ফেলসি.......  
   
   
   
   
   
   ........................হু.........হু....................হু.........................................................................এ্য...........................
  ........................হু.........হু....................হু.........................................................................এ্য...........................  
   
   
 
  ১০ ই অক্টোবর, ২০১৩  সকাল ১১:৪৪
১০ ই অক্টোবর, ২০১৩  সকাল ১১:৪৪
সঞ্জয় নিপু বলেছেন: ha ha ha
©somewhere in net ltd.
১| ১৯ শে আগস্ট, ২০১৩  বিকাল ৪:৩৪
১৯ শে আগস্ট, ২০১৩  বিকাল ৪:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: 
   
  