![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার খুবই খারাপ লাগে যখন আমাদের দেশের ক্রিকেটাররা গায়ে যখন অন্য দেশের লেবেল লাগিয়ে খেলছে । এক্ষেত্রে আমি সাহারা বা ভারত কে কোন রুপ দোষারোপ করছি না , করছি আমাদের দেশের ক্রিকেটের কর্ণধার গনদেরকে, আচ্ছা আরেক টি প্রশ্ন , আমাদের দেশে কি এমন একটি ও প্রতিষ্ঠান ছিল না যে এই স্পন্সর টি নেবার মত ? আমার তো মনে হয় , আমাদের দেশের বসুন্ধারা গ্রুপ / স্কয়ার / প্রান অথবা কোন মোবাইল কোম্পানি চাইলে এই স্পন্সর টি নেবার মত ক্ষমতা ছিল , তাই নয় কি ?
যদি তাই হয় তবে সাহারা কেন ? কেউ হয়তবা বলবেন তাইতো সাহারার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ ইত্যাদি ইত্যাদি সেটা কোন বড় বিষয় না এইরকম দুর্নীতির অভিযোগ আমাদের দেশের বড় বড় প্রতিষ্ঠানের ও আছে । যে দেশের মানুষেরা আমাদের দেশের মানুষ কে নুন্যতম সন্মানের সহিত দেখে না , আমাদের কে ফকির মনে করে আর আমরা সেই দেশের প্রতিষ্ঠান, টিভি চ্যন্যেল , নায়ক নায়িকা , পণ্য নিয়ে করি ব্যপাক মাতামাতি । আমাদের দেশের প্রতি আসলে আমাদের ভালবাসা নেই এটাই হল আসল কথা , নইলে আমরা বাঙ্গালীরা স্টেডিয়ামে কিভাবে পাকিস্তানের পতাকা হাতে উল্লাস করি ?? সেটা কি আমাদের বিবেক কে বাধাগ্রস্থ করে না ?
আমার এই পোস্টে আমি কোন দেশ , জাতি কে ঘৃণার চোখে বা ছোট করার কথা বলছি না শুধুমাত্র আমাদের দেশকে ভালবাসার প্রতি একটি আহ্বান জানাচ্ছি ।
স ক ল কে অনেক অনেক ধন্যবাদ ।
২৩ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৯
সঞ্জয় নিপু বলেছেন: ঠিক ।
মন্তব্য কোট করার জন্য অনেক ধন্যবাদ ।
২| ২৩ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:২১
চারশবিশ বলেছেন: আমার মনে হয় বাংলাদেশি স্পন্সররা চেষ্টা ঠিকই করেছিল
কিন্তু দালালদের কাছে পাত্তা পায় নাই
২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৫
সঞ্জয় নিপু বলেছেন: সত্য বলেছেন হয়তবা ।
৩| ২৩ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০১
স্নিগ্ধ শোভন বলেছেন:
যারা ক্রিকেট বোর্ডকে বেশি টাকা দিবে তারাই সপন্সর পাবে এটা স্বাভাবিক। এত টাকা খরচ করে বাংলাদেশী কোন কোম্পানি স্পন্সরশীপ নিতে রাজী হয়নি বলে আমার মনে হয়। এক্ষেত্রে বোর্ডকে দায়ি করা ঠিক হবে বলে মনে হচ্ছে না। তবে ক্রিকেট বোর্ড যে দুর্নীতিগ্রস্থ সে ব্যাপারে একমত হতে আমার কোন না নেই। দেশী কোম্পানিরা স্পন্সর নিতে আগ্রহী হওয়া উচিত।
কি বলবো ভাই দুঃখের কথা বাংলাদেশের মাঠে পাকিস্তানিরা খেললে দর্শকদের উল্লাস ও কর্মকাণ্ড দেখে মনে হয় পাকিস্তানিরা হোমগ্রাউন্ডে খেলতেছে।
২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৪
সঞ্জয় নিপু বলেছেন: আমি কাউকে দায়ী করছি না শুধু আমার মনের কস্টের কথা বলছি ।
এখানে কাউকে আঘাত দিতে ও চাচ্ছি না ।
৪| ২৩ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩১
ভোরের সূর্য বলেছেন: সাহারা ভাল না মন্দ কোম্পানী আমি সেটাতে যাচ্ছিনা কিন্তু এটা ভুল তথ্য যে আমাদের দেশের খেলোয়াড়রা অন্য দেশের লেবেল লাগিয়ে খেলছে। সাহারা একটা কোম্পানীর নাম,কোন দেশ নয়। হতে পারে তাদের অরিজিন ভারতীয়।
সাহারার আগে বাংলাদেশের ক্রিকেট টিমের স্পনসর ছিল গ্রামীন ফোন। তার মানে কি বলা যাবে যে বাংলাদেশ অন্য দেশের(নরওয়ের)লেবেল লাগিয়ে খেলছে কারন গ্রামীন ফোনের অরিজিন দেশ হচ্ছে নরওয়ে।
আর সত্যিকার অর্থে আমাদের নিজ দেশীয় কোন কোম্পানীর এত টাকার জোড় নাই যে অন্য কোম্পানীর বিড কে টপকিয়ে বাংলাদেশ ক্রিকেট টিমের স্পন্সর হওয়া। আর জোড় থাকলেও ইচ্ছা নাই। তারা করবেনা।
বাংলাদেশে একমাত্র মাল্টিন্যাশনাল কোম্পানীগুলোর ক্ষমতা আছে বাংলাদেশের স্পনসর হওয়া। কারণ ট্যাক্স দেয়া বা বিনিয়োগ ইত্যাদি বিচারে বাংলাদেশের কোন কোম্পানী ওদের ধারে কাছে নাই।বাংলাদেশে সবচেয়ে বেশী কর্পোরেট ট্যাক্স দেয় শেভরন তেল কোম্পানি,সিটি ব্যাংক(Citi Bank) এর পর আসে ফোন কোম্পানীগুলী। এবং অবশ্যই গ্রামীন ফোন কিন্তু ওরাও গতবার সাহারার সাথে পেরে উঠেনি।
সাহারা বিড করেছিল ৯.৪ মিলিয়ন ডলার আর গ্রামীন ফোন ৩.৪মিলিয়ন ডলার আর রবি করেছিল ৪ মিলিয়ন ডলার। তাই যেখানে গ্রামীন ফোন বা রবির মত কোম্পানী সাহারার ধারে কাছে বিড করতে পারেনি সেখানে নিজ দেশীয় কোম্পানীর কথা বলাই বাহুল্য।
বসুন্ধরা বা যমুনা গ্রুপের মত কোম্পানিগুলো মানুষের জমি মেরেই খাবে কিন্তু দেশের জন্য সত্যিকার অর্থে কিছুই করবেনা।
আপনার দুঃখটা বুঝতে পেরেছি।
আপনাকে একটা উদাহরন দিই, লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইবার জন্য বিভিন্ন কোম্পানী কোটি কোটি টাকা দান করছে কোন ধরনের স্পন্সর ছারাই অথচ গিনেজ বুকে নাম উঠানো কোন প্রডাক্টিভ কিছু না।কিন্তু তার পরেও তারা করছে কারণ পরবর্তীতে তারা দলীয় লোকদের কাছ থেকে ঠিকই বিভিন্ন ব্যবসা বাগিয়ে নিয়ে এর চেয়ে বেশী টাকা উঠিয়ে নিবে কিন্তু তারা ক্রিকেট হোক আর অন্য কোন খেলায় কোন স্পন্সর করবেনা।
২৪ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০২
সঞ্জয় নিপু বলেছেন: ভাই -
* একটি প্রতিষ্ঠান যখন অন্য কোন দেশে ব্যবসা প্রতিষ্ঠা করে সে তখন তার নিজের দেশের দেশের নাম / লেবেল ই বহন করে ।
* গ্রামীন ফোন - পুরোপুরি বিদেশী প্রতিষ্ঠান সেটা কি ঠিক ? যেহেতু আমাদের শেয়ার মার্কেটে এর শেয়ার আছে সেহেতু এটির কিছু অংশের মালিক আমরা আর তাদের প্রোডাক্ট অহরহ ব্যবহার করছি ।
* " সত্যিকার অর্থে আমাদের নিজ দেশীয় কোন কোম্পানীর এত টাকার জোড় নাই যে অন্য কোম্পানীর বিড কে টপকিয়ে বাংলাদেশ ক্রিকেট টিমের স্পন্সর হওয়া। আর জোড় থাকলেও ইচ্ছা নাই। তারা করবেনা। " ---- স হ ম ত ।
আপনার সাথে কোন তর্ক বা বিতর্কে যাচ্ছি না এটি শুধুই আমার একটি মনের জমানো আক্ষেপ ।
৫| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ৮:০৭
দি সুফি বলেছেন: সাহারা কেন? কারন তারা সবচেয়ে বেশি বিড করেছিল। বোর্ডকে দায়ী করার কোন কারন দেখছি না। বাংলাদেশী কোন কম্পানী সাহারার চেয়ে বেশি বিড করলে তারাই স্পন্সরশীপ পেত। ২০০৩ সাল থেকে বাংলাদেশ দলের স্পন্সর ছিল গ্রামীনফোন। তারাও কিন্তু বাংলাদেশী কম্পানী না! এর আগে কারা ছিল, আমার সঠিক মনে নেই।
২৪ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০৬
সঞ্জয় নিপু বলেছেন: ঠিক বলেছেন । ধন্যবাদ
৬| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১:৪৩
আমি অপদার্থ বলেছেন:
আজাইরা পোষ্ট।
২৪ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০৮
সঞ্জয় নিপু বলেছেন: এই সব কথা বলতে নাই সবখানে
৭| ২৪ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
ভোরের সূর্য বলেছেন: * একটি প্রতিষ্ঠান যখন অন্য কোন দেশে ব্যবসা প্রতিষ্ঠা করে সে তখন তার নিজের দেশের দেশের নাম / লেবেল ই বহন করে ।
সাহারা কোন লেবেল/দেশের নাম বাংলাদেশের জার্সিতে বহন করেছে? আপনার সুবিধার জন্য সুব্রত সাহারার বাংলাদেশের স্পন্সর পাবার অনুষ্ঠানের বাংলাদেশে জার্সি সহ ছবি দিয়ে দিলাম।
মাল্টিন্যাশনাল বলে একটা কথা আছে আর এজন্যেই কিন্তু আমি বলেছি যে সাহারা কোম্পানীর অরিজিন ভারতে এবং গ্রামীনফোনের অরিজিন নরওয়েতে। গ্রামীনফোন পৃথিবীর বিভিন্ন জায়গায় ব্যবসা করছে এবং অনেক শেয়ার হোল্ডার আছে। এবং মূল মানে বেশিরভাগ শেয়ার টেলিনরের,ঠিক তেমনিভাবে রবি,বাংলা লিঙ্ক ইত্যাদি কোম্পানীর মূল শেয়ার বাইরের দেশের। যেহেতু বিটিআরসির নিয়ম তাই গ্রামীনফোন কে শেয়ার মার্কেটে যেতে হয়েছে।টেলিটক বাদে দেশের অন্য ফোন কোম্পানীগুলোর একটিরো মূল কোম্পানীর শেয়ার কিন্তু বাংলাদেশের নয়। যাইহোক এরকম খুটিনাটি বলতে গেলে অনেক কিছু বলতে হবে।আমি শুধু তথযগুলো ঠিক করে দিলাম।
২৫ শে মার্চ, ২০১৪ দুপুর ১:১০
সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৫
সুমন জেবা বলেছেন: আমাদের দেশের প্রতি আসলে আমাদের ভালবাসা নেই এটাই হল আসল কথা , নইলে আমরা বাঙ্গালীরা স্টেডিয়ামে কিভাবে পাকিস্তানের পতাকা হাতে উল্লাস করি ?? সেটা কি আমাদের বিবেক কে বাধাগ্রস্থ করে না ?