|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আজকের আমার পোস্টের বিষয় বস্তু একটু ভিন্ন ধরনের । সেটা হচ্ছে নগর পতিতাদের অভয়ারণ্য  ও অবাধে চলছে দেহ ব্যবসা।  
(প্রকাশিত মেয়েটির ছবিটা উল্লেখিত সাইট থেকে নেয়া)View this link   
আমি গত ৫ বছরের ও বেশী সময় ধরে ঢাকার কমলাপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত ট্রেনে যাতায়াত করছি,সেই সুবাদে আমার নিজ চোখ থেকে দেখা বিষয় টি সবার সামনে তুলে ধরে যথাযথ কতৃপক্ষের  দৃষ্টি আকর্ষণ করছি। 
মুলত সমস্যাটা আসলে আমাদের ভেতর, সেটা হল- আমরা আমাদের সমাজের সকল প্রকার অসংগতি গুলো আমরা খুব মজা করে দেখি এবং সেগুলো উপভোগ করি কিন্তু সেগুলো নিয়ে কিঞ্চিৎ ভাবলে ও পরে মনে মনে বলি, দরকার কি রে বাবা  ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো । তাই নয় কি ? 
ঘটনা –
২-৩ মাস আগের ঘটনা। ট্রেনটির নামটি মনে হয় জয়ন্তিকা , দুপুর ১২ টায় ছাড়ে। আমি সেই ট্রেনের যাত্রী কমলাপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত, জানালার পাশে বসে আছি, একটি ৪-৫ বছরের বাচ্চা সহ এক যাত্রী আমার সামনে জানালার পাশে বসা, ট্রেন টি চলতে চলতে হটাত বনানী ষ্টেশনের কাছাকাছি এসে হালকা স্লো করতে করতে একসময় বনানী রেইল গেটের কাছাকাছি এসে থেমে গেল,

হয়তো বা লাইন ক্লিয়ার ছিল না, বাচ্চাটি জানালার বাইরে ঝোপের কাছাকাছি পড়ে থাকা কনডম দেখে খুব উদগ্রীব হয়ে বাবাকে বলল , বাবা বাবা দেখ কত বেলুন পড়ে আছে !! বাচ্চাটি প্রশ্ন করল, আচ্ছা বাবা এখানে এত বেলুন কে ফেলেছে ? বাবা নিরব এবং আমার সাথে চোখাচোখি এবং কিছুটা লজ্জা পেয়ে গেল কিন্তু নিরব ভাবে বাচ্চাকে বলল বাবা দেখ দেখ কি সুন্দর একটা পাখি দেখা যাচ্ছে। এরকম লজ্জাজনক পরিস্থিতিতে আমরা যদি কেউ পড়তাম তাহলে আমাদের জবাব কি হত ? কেউ বলতে পারেন। 
    
নগর পতিতাদের অভয়ারণ্য  ঃ 
দিনে দুপুরে জনসমুক্ষ্যে কিছু সংখ্যক মেয়ে এবং ৪০ ঊর্ধ্ব মহিলা অনায়াসে যৌন মিলনে লিপ্ত হচ্ছে কোন রকম বাধা বিঘ্ন ছাড়াই,আমরা প্রতিদিন সেই দৃশ্য উপভোগ করছি চলতি পথে এবং মাঝে মাঝে সিনিয়ার ভাই বা পরিবারের সামনে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছি । কেন এখানে আমাদের প্রশাসন নিরব বুঝতে পারছি না । লোকেশান টা হল, বনানী রেল ষ্টেশনের পাশের রেল লাইন থেকে একেবারে বনানী রেল গেইট পর্যন্ত, দিনে দিনে এই স্থানে যেমন পতিতাদের সংখ্যা বাড়ছে তেমনি কাস্টমারের সংখ্যা ও কম বলা যাবে না । অথচ এই স্থানটি তে বাংলাদেশ সরকারের  বেশ কিছু গুরুত্তপূর্ণ অফিস অবস্থিত তাও আবার আমাদের সামরিক বাহিনীর!! বনানী রেল ষ্টেশনের পাশের রেল লাইন থেকে একেবারে বনানী রেল গেইট পর্যন্ত রেল লাইনের দু ধারে অনেক ঝোপ ঝাড় রয়েছে আর সেই ঝোপ ঝাড়ের মধ্যেই চলে আসছে এই ধরনের অসামাজিক কর্মকাণ্ড । 



(হাতের বা দিকের কাপড়ে ঘেরা অংশেই চলে ব্যবসা)
সকাল থেকেই তাদের আনাগোনা শুরু হয় আর এদের খদ্দের দের ও আগমন ঘটে, দেখে খুবই অবাক হই স্কুল কলেজের ড্রেস পড়া ছেলে পেলে রা ও এখানে আসে !! এতে কি আমাদের সমাজের অবক্ষয় হচ্ছে না ? এদের ভবিষ্যৎ কি হবে বুঝিনা। আর এই জায়গাকে কেন্দ্র করে কোন এক সময় গড়ে উঠতে পারে মাদক ব্যবসা। আমার ট্রেন থেকে দেখা বিষয় গুলোই শেয়ার করলাম, যখন কোন ট্রেন আসে যায় তখন এই পতিতারা হাতে পাথর নিয়ে দাঁড়িয়ে থাকে কোন গাছের ফাঁকে, অথবা ঝোপের আড়ালে , ট্রেন থেকে তাদেরকে কেউ বিরক্ত করলে তারা ট্রেনে পাথর ছুড়ে মারে, কি ভয়ানক ব্যপার। আমার কথা হল, কে দেখবে আমাদের এই নগর সমস্যা গুলো ? তবে মাঝে মাঝে দেখি যখন কোন ভি আই পি রাস্তা দিয়ে যাতায়াত করে তখন রেল লাইনের ওপর পুলিশি পাহাড়া বসে, সেদিন কিছু সময়ের জন্য তাদের ছুটি । আমার ধারনা বিষয় গুলো আমাদের প্রশাসনের দৃষ্টিতে আছে কিন্তু তারা কোন স্থায়ী ব্যবস্থা নিচ্ছে না কেন, এটাই মুল প্রশ্ন। কিছুদিন আগে দেখলাম নেভী হেড কোয়াটারের অথবা সেনাবাহিনীর কোন একজন ঝোপ ঝাড় সব কেটে দিচ্ছে তাতে কিছুটা আসস্ত হলে ও তখন ওই সব কার্যকলাপ চলে পর্দা টানিয়ে কেউ তাদের কিছু বলে না । এই বিষয় টি নিয়ে যথাযথ কত্রিপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি । সাথে সাথে ভ্রাম্যমান সেই পতিতাদের পুনর্বাসনের দাবি জানাচ্ছি । তাছাড়া ও শুধু বনানী কেন ঢাকা ক্যন্টনমেন্ট ষ্টেশনের আশে পাশে ও চলে আসছে এই ধরনের কার্যকলাপ । রেল লাইনের পাশে পড়ে থাকে শত শত কনডম , দেখার নেই কেউই। যেন এটাই স্বাভাবিক ।  
ধন্যবাদ  ।  
এই লেখাটি নাগরিক দায়িত্ব বোধ থেকে লেখা । কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কে হেয় করার কোন উদ্দেশ্যে নয় । 
 ২৮ টি
    	২৮ টি    	 +৫/-০
    	+৫/-০  ২০ শে মে, ২০১৪  দুপুর ১:৩০
২০ শে মে, ২০১৪  দুপুর ১:৩০
সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ শরৎ ভাই, অনেক গুরুত্ত পূর্ণ মন্তব্যের জন্য ।আশা করছি এই পোস্টে পতিতাবৃত্তির আর্থ সামাজিক প্রেক্ষাপট নিয়ে অনেকে বিশ্লেষণ মূলক মন্তব্য করে পোস্টটির পূর্ণতা অর্জনে অগ্রনী ভুমিকা পালন করবেন ।
২|  ২০ শে মে, ২০১৪  সন্ধ্যা  ৬:৩২
২০ শে মে, ২০১৪  সন্ধ্যা  ৬:৩২
দি ভয়েস বলেছেন: এটাও একটা বড় ইনকাম সোর্স । শুধু পতিতাদের নয়, ঐ কালো গ্লাস পরা লোক গুলোরও ।
সুন্দর বলেছেন । কর্তিপক্ষ এই বিষয়ে যথাযথ ভূমিকা পালন করবে বলে আশা রাখছি ।
শুভ কামনা রইলো ।
  ২১ শে মে, ২০১৪  সকাল ১১:৪৬
২১ শে মে, ২০১৪  সকাল ১১:৪৬
সঞ্জয় নিপু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামতের জন্য ।
৩|  ২০ শে মে, ২০১৪  সন্ধ্যা  ৭:১৬
২০ শে মে, ২০১৪  সন্ধ্যা  ৭:১৬
হেডস্যার বলেছেন: 
চমৎকার একটা বিষয় তুলে ধরছেন।+
বছর খানেক আগে বিকাল বেলা বনানী রেল ষ্টেশন থেকে লাইনের উপর দিয়ে হেটে আর্মি ষ্টেডিয়ামের দিকে যাচ্চিলাম কন্সার্ট দেখতে।
আপনার দেয়া ছবিগুলোর যায়গার কাছাকাছি আসতেই দেখলাম লাইনের উপর কিছু মহিলা বসে আছে। তারা আমাকে অকথ্য ভাষায় অনেক কিছু বলল.....আমি রীতিমত দৌড়ে মেইন রোডে গিয়ে উঠলাম।
পরে বুঝলাম এইখানে কি হয় !
  ২১ শে মে, ২০১৪  সকাল ১১:৪৭
২১ শে মে, ২০১৪  সকাল ১১:৪৭
সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ ।
৪|  ২০ শে মে, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৪
২০ শে মে, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৪
ইমরুল_কায়েস বলেছেন: খুব ভাল লাগল ভাই আপনার লেখাটা পড়ে।
তবে ভাই একটা বিষয়, সাধারণত আমরা লেখার সাথে ছবি উপস্থাপন করি সংশ্লিষ্টতার ভিত্তিতে। ছবিতে যে মেয়েটা দেখা যাচ্ছে আমি ধরে নিলাম তাকে মডেল হিসাবে আপনি উপস্থাপন করেছেন। কিন্তু একবারও কি ভেবেছেন মেয়েটা কারো পরিচিত হতে পারে। তার অবস্থাটা কি হবে? বিনয়ের সাথে অনুরোধ করছি আপনি ব্যাপারটা একটু ভেবে দেখবেন।
  ২১ শে মে, ২০১৪  সকাল ১১:৩২
২১ শে মে, ২০১৪  সকাল ১১:৩২
সঞ্জয় নিপু বলেছেন:  প্রকাশিত মেয়েটির ছবিটা উল্লেখিত সাইট থেকে নেয়া । 
http://digitaljournal.com/article/297040 
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ । 
৫|  ২০ শে মে, ২০১৪  রাত ৯:৩৬
২০ শে মে, ২০১৪  রাত ৯:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: মর্মস্পির্শি ।
৬|  ২০ শে মে, ২০১৪  রাত ১০:১০
২০ শে মে, ২০১৪  রাত ১০:১০
আরজু পনি  বলেছেন: 
ঢাকা শহর একসময় পতিত নারী পুরুষেরই ( এসব দেয়া নেয়ার অংশীদাররা) শুধু বাস থাকবে...সাধারনেরা থাকবে ঢাকার বাইরে...
সহজে অর্থ উপার্জনের সহজ পথ হিসেবে এই ব্যবসা বেশ জমে উঠছে আর বহুগামী পুরুষ মনও এই সুযোগ হাত ছাড়া করছে না...
খুব দরকারী একটা বিষয় নিয়ে লিখেছেন ।
এক ব্লগার গত বছর এই বিষয়গুলো নিয়ে বেশ লিখেছিল ...
অনেকদিন পর আপনার লেখায় এলাম (দেখলাম)...শুভেচ্ছা রইল ।
  ২১ শে মে, ২০১৪  সকাল ১১:৪৯
২১ শে মে, ২০১৪  সকাল ১১:৪৯
সঞ্জয় নিপু বলেছেন: আপু আমাকে সবসময় উৎসাহ দিয়ে আমার লেখার গতিকে তরান্বিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
৭|  ২০ শে মে, ২০১৪  রাত ১০:১১
২০ শে মে, ২০১৪  রাত ১০:১১
আরজু পনি  বলেছেন: 
ছবিটার তথ্য উৎস কি জানতে পারি ?
  ২১ শে মে, ২০১৪  সকাল ১১:৪২
২১ শে মে, ২০১৪  সকাল ১১:৪২
সঞ্জয় নিপু বলেছেন: আপুনি, আমি ছবিটা নিচের ওয়েব থেকে কপি করে ব্যবহার করেছি, আমি আগেই গুগলে ঘেটে ঘুটে শিওর হয়ে ছবিটা দিয়েছি । 
১) Click This Link
২)  http://digitaljournal.com/article/297040
আরো অনেক ওয়েব সাইটে অনেকের আর্টিকেলে এই ছবিটি ব্যবহৃত হয়েছে। 
৮|  ২০ শে মে, ২০১৪  রাত ১০:১২
২০ শে মে, ২০১৪  রাত ১০:১২
আরজু পনি  বলেছেন: 
মেয়ের ছবিটার ...*
৯|  ২০ শে মে, ২০১৪  রাত ১০:৩০
২০ শে মে, ২০১৪  রাত ১০:৩০
একজন ঘূণপোকা বলেছেন: 
অনেক দিন পরে পোস্ট দিলেন। 
ভিন্ন কিন্তু গুরুত্বপুর্ণ একটা বিষয় নিয়ে লেখার জন্য ধন্যবাদ।
ব্যাপারটা জানাই ছিলো না। 
  ২১ শে মে, ২০১৪  সকাল ১১:৫০
২১ শে মে, ২০১৪  সকাল ১১:৫০
সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।
১০|  ২০ শে মে, ২০১৪  রাত ১১:০৭
২০ শে মে, ২০১৪  রাত ১১:০৭
মনে নাই বলেছেন: ছবিটার গুগলে ইমেজ সার্চ দিয়ে bangladeshi prostitutes রেজাল্ট পাওয়া যাচ্ছে, এবং বেশ কয়েকবার বিভিন্ন নিউজেও পাবলিশ হয়েছে, তসলিমা নাসরিনও তার লেখায় ছবিটা দিয়েছে। @আরজুপনি, @ইমরুল_কায়েস।
  ২১ শে মে, ২০১৪  সকাল ১১:৫১
২১ শে মে, ২০১৪  সকাল ১১:৫১
সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।
১১|  ২০ শে মে, ২০১৪  রাত ১১:৫৬
২০ শে মে, ২০১৪  রাত ১১:৫৬
ফায়ারম্যান বলেছেন: যখন অফিসের কাজ শেষে বিকেল বেলা খিলখেতের বাস ধরার জন্য বনানী বাসস্টান্ডে বিল্ডিংগুলোর নিচে দাড়ায়া থাকি- তখন শুয়োরবাচ্চাগুলো জাহান্নামের টিকিট ধরাইয়া দেওয়ার জন্য প্রায় দিনই কানের কাছে আইসা কয়  "মামা ভিতরে ভালো মাল আছে, চলেন "।আমি না হয় সিনিয়র মানুষ, ধর্মের ভয়ে সাড়া দেই নি, কিন্তু আধুনিক টিনএজ ছেলেপুলেরা এই লোভ সামলাভে ক্যামনে বলেন ??  
-
-
বনানী বাসস্টান্ডের রাস্তার পাশের বিল্ডিংগুলোতে যে সমস্ত আবাসিক হোটেল আছে, এগুলোতে রেইড দিলে দেখা যাবে- এগুলা আসলে আবাসিক হোটেলের ব্যাবসার নামে বেশ্যাখানা খুলছে ।
  ২১ শে মে, ২০১৪  সকাল ১১:৫২
২১ শে মে, ২০১৪  সকাল ১১:৫২
সঞ্জয় নিপু বলেছেন:  সঠিক বলেছেন । এই বিষয় টি নিয়ে কিছু দিন আগে পত্রিকাতে ও একটি আর্টিকেল পড়েছিলাম । 
সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ । 
১২|  ২১ শে মে, ২০১৪  দুপুর ১২:১২
২১ শে মে, ২০১৪  দুপুর ১২:১২
মুদ্দাকির বলেছেন: ব্যাপারটা খুবই দুঃখ জনক !!! কখনো খেয়াল করি নাই !! আসলেই সমাধান প্রয়োজন !!
  ২১ শে মে, ২০১৪  দুপুর ১:৩১
২১ শে মে, ২০১৪  দুপুর ১:৩১
সঞ্জয় নিপু বলেছেন: আসলেই সমাধান প্রয়োজন !!
১৩|  ২১ শে মে, ২০১৪  দুপুর ১২:৫২
২১ শে মে, ২০১৪  দুপুর ১২:৫২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আসলে সমস্যা হলো কী আমাদের সমাজের নৈতিক অবক্ষয় এখন ভালো ভাবেই আমাদের চোখে ধরা পড়ছে যার জলন্ত উদাহরণ এটি। আমাদের পুরুষদের নৈতিক অবক্ষয় এতটায় বেশি যে আমরা এখন আর একে তৃপ্ত না! বহুগামিতা ও পরকিয়ায় আসক্ত হয়ে পড়ছি প্রতিনিয়ত। যা চোখ কান খোলা রাখলে সহজেই প্রতিয়মান হয় ক্ষয়িতার দৃশ্য। 
আপনাকে ধন্যবাদ একটি ভালো পোষ্ট উপহার দেওয়ার জন্য।
  ২৪ শে মে, ২০১৪  সকাল ১১:১২
২৪ শে মে, ২০১৪  সকাল ১১:১২
সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, অনেক গুরুত্ত পূর্ণ মন্তব্যের জন্য ।
১৪|  ২১ শে মে, ২০১৪  দুপুর ১:০২
২১ শে মে, ২০১৪  দুপুর ১:০২
মদন বলেছেন: +++++++++++++++++
  ২১ শে মে, ২০১৪  বিকাল ৩:০৮
২১ শে মে, ২০১৪  বিকাল ৩:০৮
সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ ।
১৫|  ২১ শে মে, ২০১৪  বিকাল ৪:১৯
২১ শে মে, ২০১৪  বিকাল ৪:১৯
নতুন বলেছেন: এই ঘটনা গুলিতেই বোঝা যায় আমাদের সমাজের ভেতরটা ঘুনপোকায় কতটা খেয়ে ফেলেছে... 
এই সব কাজে সমাজের অনেক শ্রেনির মানুষ জড়িত থাকে...  সবাই মিলেই এই অপকমের আয়ের অংশ ভাগ করে..   
 
সমাজে নৈতিকতার ইনজেকসন দেওয়া জরুরুী
  ২১ শে মে, ২০১৪  রাত ৯:০২
২১ শে মে, ২০১৪  রাত ৯:০২
সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ২০ শে মে, ২০১৪  দুপুর ১:২৩
২০ শে মে, ২০১৪  দুপুর ১:২৩
শরৎ চৌধুরী বলেছেন: সিটিজেন জার্নালিজমের ভালো উদাহরণ। এখন এই পতিতাবৃত্তির আর্থ সামাজিক প্রেক্ষাপট নিয়ে বিশ্লেষণে ঢুকলে পোষ্টটা পূর্ণাঙ্গতা পায়।