|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সিঙ্গাপুরের একজন ফ্যশন ডিজাইনার তার পোশাক ডিজাইনে আসল ফুলের পাপড়ি ব্যবহার করে সমস্ত পৃথিবীর ফ্যশন অঙ্গনে ব্যপক আলোচিত হয়েছেন। তার নাম Grace Ciao.
মূলত তার পোশাকের সাথে প্রকৃতির এক অতুলনীয় সামঞ্জস্য সাধন করেছেন, আর এই কারনেই বিষয় টি এত বেশী আলোচনায় এসেছে। আমি মূলত উনার কাজের কিছু নমুনা মূলক ছবি সবার সাথে শেয়ার করবো। 
 
এই গুনী শিল্পীর সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিচের ওয়েব সাইট দেখতে পারেন । 
http://graceciao.com/  
লাইক দিতে পারেন ওনার ফেইস বুক পেইজে সাথে থাকতে পারেন ওনার অসাধারন শৈল্পিক কর্মকাণ্ডের সাথে। 
https://www.facebook.com/Graceciaocom 
*********************************************
সমস্ত ছবি তথ্য ওনার ওয়েব সাইট, ফেইস বুক পেইজ থেকে নেয়া হয়েছে। সকলকে জানানোর উদ্দেশ্যেই এই পোস্ট দেয়া। কারো কোন পোস্ট বা লেখার সাথে আংশিক মিলে গেলে আমি দুঃখিত। পোস্টটি দেখার জন্য অনেক ধন্যবাদ। 
ভিন্নমাত্রার শিল্পীদের শিল্প এবং তাদের শিল্পকর্ম-পর্ব -১ দেখতে চাইলে ক্লিক করুন নিচের লিঙ্কে। 
Click This Link 
 ২ টি
    	২ টি    	 +১/-০
    	+১/-০  ০৭ ই মার্চ, ২০১৭  বিকাল ৪:০৩
০৭ ই মার্চ, ২০১৭  বিকাল ৪:০৩
সঞ্জয় নিপু বলেছেন: দীর্ঘ ৩ বছর পর পোস্টে আপনার কমেন্টস দেখে বড়ই আনন্দিত হলাম। 
আচ্ছা আপনি কি আমাদের ফেইস বুকে আছেন ? মানে আমরা সব সামুর সদস্যরা একজন আর একজনের সাথে ফেবুতে এড আছি তো তাই বললাম, আপনার নাম টা কিন্তু জানা হলো না। 
আমার ফেইস বুক আইডিঃ   Sonjoy Majumder
অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৭ ই মার্চ, ২০১৭  দুপুর ১২:৪৯
০৭ ই মার্চ, ২০১৭  দুপুর ১২:৪৯
মানবী বলেছেন: অদ্ভুত সুন্দর আর অভিনব!
শেয়ার করার জন্য ধন্যবাদ সন্জয় নিপু।