|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বর্ষা কালে অন্য এক রকম সৌন্দর্য বিরাজ করে পুরো বান্দরবন জুড়ে, তার ই কিছু নমুনা দিলাম। ছবিগুলো এই বর্ষায় বান্দরবনের বিভিন্ন স্পটে বৃষ্টিতে ভিজে আমার নিজের হাতে তোলা... 
ছবিগুলো সব “নীলাচল”– বান্দরবন পর্যটন স্পটে 
• নীলাচলে প্রবেশ পথ 
  
 
• পথ 
  
 
• নীলাচলের ইতিহাস
  
 
• মেঘ , বৃষ্টি আর ঝড়ে নীলাচল মানব শুন্য উদ্যান-১
  
 
• মেঘ , বৃষ্টি আর ঝড়ে নীলাচল মানব শুন্য উদ্যান-২
  
 
• বর্ষায় আনন্দের নৃত্য 
  
 
• এটা হল রোয়াদা রং মানে পাহাড়ের বারান্দা (আমার বানানো শব্দার্থ)  
 
• এটা লা রং মানে হল জানিনা  
  
 
• মেঘ আর বৃষ্টিতে ঢাকা কলা বাগান 
  
 
• বৃষ্টি ভেজা প্রজাপতি চেয়ার 
  
 
আরো অনেক ছবি দিব মনে চাচ্ছিল কিন্তু সামুর লিমিটেশনে পার্ট করতে হল
পরবর্তী অংশ দেখুন এখানে ঃ ক্লিক করুন
সবাইকে ঈদ মোবারক ।
বেশী করে বেড়ান প্রিয়জন কে সাথে নিয়ে । 
 ২০ টি
    	২০ টি    	 +৩/-০
    	+৩/-০  ২৭ শে জুলাই, ২০১৫  সকাল ৯:২৪
২৭ শে জুলাই, ২০১৫  সকাল ৯:২৪
সঞ্জয় নিপু বলেছেন: আসলে বান্দরবনে নয় সকল টুরিস্ট স্পটের ই একটা ধর্ম আছে সেটা হল, অবস্থা বুঝে তারা ব্যবস্থা নেয় যেমন, টুরিস্টের চাপ অনুযায়ী তাদের হোটেল ভাড়া / যাতায়ত এবং অন্যান্য সকল খরচ নির্ধারিত হয়। তবে শীতকাল ঘুরার জন্য উত্তম। বউ বাচ্চা সহ তবে সেসময় চাপ থাকে বেশী সুতরাং হোটেল আগে থেকে বুক করে যাওয়া ভাল। 
অনেক ধন্যবাদ আপনাকে।
  ২৭ শে জুলাই, ২০১৫  সকাল ৯:৪৪
২৭ শে জুলাই, ২০১৫  সকাল ৯:৪৪
সঞ্জয় নিপু বলেছেন: আপনি চাইলে এই আমার এই গ্রুপ থেকে কিছু জানতে পারেন ঃঃ 
https://www.facebook.com/groups/travellerbd/
২|  ২৫ শে জুলাই, ২০১৫  রাত ৯:৩৭
২৫ শে জুলাই, ২০১৫  রাত ৯:৩৭
কেএসরথি বলেছেন: পাহাড় আমার সবসময়ই ভালো লাগে।
৩|  ২৬ শে জুলাই, ২০১৫  সকাল ১১:১১
২৬ শে জুলাই, ২০১৫  সকাল ১১:১১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অস্থির সব ছবি! বৃষ্টির সময় বান্দরবনে যাওয়াটা একটা অদ্ভুত অনুভুতি!! তবে আরো ছবি দিলে বেশি ভালো লাগত।   
   
 
  ২৭ শে জুলাই, ২০১৫  সকাল ৯:৩০
২৭ শে জুলাই, ২০১৫  সকাল ৯:৩০
সঞ্জয় নিপু বলেছেন: জাদিদ ভাই, ছবি তো দিতে চেয়েছিলাম কিন্তু সামু আর লোড নেয় না  ভাল আছেন ? অনেক দিন যোগাযোগ নেই।
 ভাল আছেন ? অনেক দিন যোগাযোগ নেই।
৪|  ২৬ শে জুলাই, ২০১৫  দুপুর ১২:৪৯
২৬ শে জুলাই, ২০১৫  দুপুর ১২:৪৯
সুমন কর বলেছেন: এ বৃষ্টিতে ঘুরলেন কিভাবে !!
সুন্দর সব ছবি।
  ২৭ শে জুলাই, ২০১৫  সকাল ৯:৩৭
২৭ শে জুলাই, ২০১৫  সকাল ৯:৩৭
সঞ্জয় নিপু বলেছেন: ঘুরেছি অনেক কস্ট হয়েছে কিন্তু অনেক এটা অন্যরকম একটা ফিলিংস
৫|  ২৬ শে জুলাই, ২০১৫  দুপুর ১:২৭
২৬ শে জুলাই, ২০১৫  দুপুর ১:২৭
তাসমিয়া আফরোজ তৃষা বলেছেন: অস্থির
৬|  ২৬ শে জুলাই, ২০১৫  বিকাল ৪:৩৮
২৬ শে জুলাই, ২০১৫  বিকাল ৪:৩৮
রাবার বলেছেন: অস্থির জায়গা ছবি ও দারুন
৭|  ২৬ শে জুলাই, ২০১৫  রাত ৮:২২
২৬ শে জুলাই, ২০১৫  রাত ৮:২২
মায়াবী রূপকথা বলেছেন: সুন্দর সব ছবি! খুব সুন্দর!
৮|  ২৬ শে জুলাই, ২০১৫  রাত ৯:২২
২৬ শে জুলাই, ২০১৫  রাত ৯:২২
মোঃ রাশেদ এয়াকুব বলেছেন: ওখানে যাবার ও থাকার জন্য দরকারি সব ফোন নং দেবেন আশা করি। সাথে হোটেল-চান্দের গাড়ীর টাও দিয়েন।
  ২৭ শে জুলাই, ২০১৫  সকাল ৯:৪৬
২৭ শে জুলাই, ২০১৫  সকাল ৯:৪৬
সঞ্জয় নিপু বলেছেন: এই গ্রুপ থেকে কিছুটা জানতে পারেন ঃঃ
 https://www.facebook.com/groups/travellerbd/
৯|  ২৭ শে জুলাই, ২০১৫  সকাল ৯:৪০
২৭ শে জুলাই, ২০১৫  সকাল ৯:৪০
সাদা মনের মানুষ বলেছেন: ভালোলাগা জানিয়ে গেলাম
  ২৭ শে জুলাই, ২০১৫  সকাল ৯:৫৩
২৭ শে জুলাই, ২০১৫  সকাল ৯:৫৩
সঞ্জয় নিপু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
১০|  ২৭ শে জুলাই, ২০১৫  সকাল ১০:২২
২৭ শে জুলাই, ২০১৫  সকাল ১০:২২
পাজল্ড ডক বলেছেন: আমি প্রথম যেবার নিলাচল যাই ওই দিন এরকম ঝুম বৃষ্টি ছিল। আপনার ছবি দেখে স্মৃতি কাতর হয়ে গেলাম!
১১|  ২৭ শে জুলাই, ২০১৫  সকাল ১০:৩১
২৭ শে জুলাই, ২০১৫  সকাল ১০:৩১
মহান অতন্দ্র বলেছেন: সুন্দর সব ছবি। ভাল লেগেছে।
১২|  ২৭ শে জুলাই, ২০১৫  সকাল ১০:৩৭
২৭ শে জুলাই, ২০১৫  সকাল ১০:৩৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ছবি লোড না নেয়ার কোন কারন নাই সঞ্জয় ভাই। এই মুহুর্তে ব্লগে ছবি আপলোড সংক্রান্ত কোন সমস্যা নেই। আপনি কষ্ট করে আপনার নেট লাইনের স্পীডটি আবার চেক করে নিয়েন আর আবার ট্রাই কইরেন। এখন কিন্তু ড্র্যগ করে সরাসরি ছবি আপলোড দিতে পারবেন। আর প্রতিটা ছবির সাইজের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ মেগাবাইট পর্যন্ত গ্রহন করা হবে।
১৩|  ২৭ শে জুলাই, ২০১৫  রাত ৮:২৭
২৭ শে জুলাই, ২০১৫  রাত ৮:২৭
রমিত বলেছেন: আমার স্ত্রী একটা কথা বলেছিলেন, "বাংলাদেশের সৌন্দর্য্য অপার অসীম, কখনোই শেষ হবার নয়!" 
আমি মাস দুয়েক আগে বান্দরবানে গিয়েছিলাম। স্বচ্ছ আকাশের নীলাচল দেখেছি, বৃষ্টির নীলাচল দেখলাম আপনার পোস্টে। সুন্দর পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ।
  ২১ শে আগস্ট, ২০১৬  দুপুর ২:৫৬
২১ শে আগস্ট, ২০১৬  দুপুর ২:৫৬
সঞ্জয় নিপু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৫ শে জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৭:৪৫
২৫ শে জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৭:৪৫
বেসিক আলী বলেছেন: নীলাচল এ ঘুরাফিরার বিস্তারিত চাই। মানে যারা যেতে চাই কিভাবে কি করতে হবে। কোন সিজন ভালো । বউ নিয়ে যেতে চাই সাথে বাচ্চাও আছে একটা।