নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

সঞ্জয় নিপু

বাংলা আমার মা,বাংলা আমার দেশ

সঞ্জয় নিপু › বিস্তারিত পোস্টঃ

বয়স এফিডেফিট কিভাবে করা যায় কেউ কি বলতে পারেন ?

০৯ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৭

বয়স এফিডেফিট কিভাবে করা যায় কেউ কি বলতে পারেন ?
আমার পুরাতন পাসপোর্ট এবং নতুন পাসপোর্টে বয়স ২ রকম সুতরাং এখন ভিসা নেবার জন্য বয়স এফিডেফিট করা প্রয়োজন... কেউ কি সাহায্য করবেন ? কিভাবে কি করবো ?

আর ইন্ডিয়ান এম্বেসি বলছে আপনার এফিডেফিটের বয়স ৬ মাস হতে হবে এখন কথা হল ব্যক ডেট দিয়ে কি এটা করা যাবে ?
আমি এফিডেফিট কোথা থেকে কার কাছ থেকে করাবো ? আমার এলাকা উত্তরা । কত টাকা লাগতে পারে... কেউ যদি এই বিষয়ে জানেন তাহলে জানালে খুব উপকার হবে।

ধন্যবাদ ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

ভোরের সূর্য বলেছেন: নাম এফিডেবিট করা যায় কিন্তু বয়স এফিডেবিট করা যায় কিনা জানিনা আর আমার মনে হয় ন্যাশনাল আইডি কার্ড এবং জন্মনিব্ধন সার্টিফিকেট আসার পর আর বয়স এফিডেবিটের কিছু নাই।
আপনি যেখানে জন্মেছেন সেখান থেকে জন্মনিব্ধন করে নেন।
আপনার দুই পাসপোর্টে ২রকম বয়স কিভাবে হল? আপনি যদি মিনিমাম মেট্রিক পাশ হয়ে থাকেন তাহলে অবশ্যই সেই ডেট অনুযায়ী সব জায়গায় বয়স দেখাতে হবে। আর কোন পাসপোর্টে ভুল? নতুন নাকি পুরাতোন?
নতুন পাসপোর্টে ভুল হলে অবশ্যই আপনি আপনার মেট্রিক সার্টিফিকেট কিংবা সবচেয়ে ভাল হয় জন্ম নিবন্ধন করে সেই কাগজ দেখিয়ে নতুন করে পাসপোর্ট নিন। আর যদি পুরাতোন পাসপোর্টে জন্মসাল ভুল থাকে তাহলে ভিসা ফর্মে পুরাতোন পাসপোর্টের কথা মানে যদি আগে ভারত যেয়ে থাকেন তাহলে সেটা উল্লেখ করার দরকার নাই কারন সেটা দিলেই আপনাকে সেই পাসপোর্টের নাম্বারও দিতে হচ্ছে।তাই উল্লেখ করার দরকার নাই তাহলে ওরা পুরাতোন পাসপোর্টও দেখতে চাইবে না।

আপনার বয়স যদি নতুন পাসপোর্টে ভুল থাকে তাহলে নরমালী সব কাগজ( পাসপোর্টে তথ্য পরিবর্তনের জন্য আলাদা একটা ফর্ম আছে) দিয়ে ৩০০০ হাজার টাকা ব্যাংকে দিয়ে আবেদন করতে হবে। এবার আর পুলিশ ভেরিফিকেশন হবে না। ৭দিনের মধ্যে পাসপোর্ট পেয়ে যাবেন।

১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০৯

সঞ্জয় নিপু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
আমার পুরাতন পাসপোর্টে ভুল কিন্তু যদি ভিসা নেবার সময় পুরাতন পাসপোর্ট না দেই তাহলে আবার আরেক সমস্যা নতুন পাসপোর্টে পুরাতন পাসপোর্টের নম্বর দেয়া আছে ।
আর যদি বলি আমার পুরাতন পাসপোর্ট হারিয়ে গেছে সেক্ষেত্রে বলবে থানার জিডি দেখান এবং পাসপোর্ট অফিসের জিডি ক্লিয়ারেন্স দেখান, মানে হল মহা সমস্যা আগে ভুল ছিল ৫ বছর কোন সমস্যা হয়নি এখন শুদ্ধ করে আছি আরেক ভেজালে।
এই কাজটি করলে আমার আগের পাসপোর্টের সকল পুরাতন ভিসা গুলোর কোন দাম থাকবে না।

এখন বয়স এফিডেফিট ছাড়া আর কোন উপায় নাই।

২| ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ৮:০২

তপ্ত সীসা বলেছেন: বয়স এপিটওপিট জানি কুনুদিন না কইরতে হুয় সেই ব্যবস্থা কুরা যায়না বাইয়া?

৩| ১২ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

ভোরের সূর্য বলেছেন: আপনি জন্মনিবন্ধন করুন। আগে যখন জন্মনিবন্ধন ছিল না তখন এফিডেবিটের ব্যাপার ছিল কিন্তু এখন জন্ম নিবন্ধন এবং ন্যাশনাল আইডি কার্ড আসার পর এফিডেবিটের খুব একটা দরকার হয় না। কারন পাসপোর্ট অফিস আপনাকে আপনার জন্মনিবন্ধন কিংবা ন্যাশনাল আইডি দেখেই আপনার জন্মসাল এ্যাপ্রুভ করেছে।এছাড়াও আপনার ম্যাট্রিক সার্টিফিকেটো প্রমান পত্র হিসেবে কাজ করবে কেন না সেটা ৬মাস না বরং আরোও পুরাতন।
সাধারণত ভিসা অফিসে এত হাঙ্গামা করার কথা না। আসলে আপনার আগের পাসপোর্ট দেখারই কথা না তাদের কারন এটা বাতিল হয়ে গেছে(যদি না কোন ভ্যালিড ভিসা থাকে যেমন কারোও ৫ বছরের মাল্টিপল ভিসা)। পাসপোর্ট অফিস আপনার পাসপোর্ট ফুটা করে দিবে। মানে এটা বাতিল। আগে যেমন একটার সাথে আরেকটা লাগিয়ে দিত এখন সেটা করে না। আর এখন এমআরপি মানেই হচ্ছে সব তথ্য এটাতেই আছে আর নতুন পাসপোর্টে পুরাতন পাসপোর্টের নাম্বার দেখানো মানে হচ্ছে ঐ নাম্বার ট্রাকিং করে যে কোন ভিসা অফিস আপনার হদিস বের করে ফেলবে এর জন্য পুরাতন পাসপোর্ট বহন করার দরকার হয় না।

যাই হোক আপনি জন্মনিবন্ধন করে নিন। সেটাই হচ্ছে আপনার সরকারী প্রমাণপত্র। এফিডেবিট কিছু না। এফিডেবিট হচ্ছে কোন কিছু পরিবর্তনের জন্য। কিন্তু এখানে আপনি কিছুই পরিবর্তন করছেন না। আর আপনাকে বয়স নিয়ে জিজ্ঞাসা করলে আপনি জন্মনিবন্ধন সার্টিফিকেট দেখাবেন বা ম্যাট্রিক সার্টিফিকেট। যদি ৬মাসের পুরাতন চায় তাহলে দেখুন আপনার জন্ম এলাকার ইউনিয়ন,পৌরসভা কিংবা সিটি কর্পোরেশন থেকে ব্যাক ডেটে সনদ নিতে পারেন কিনা।
আর আপনি যেহেতু উত্তরার কথা বলেছেন তাই আযমপুরে রাজউক মার্কেটের খুব সম্ভবত ৪ কিংবা ৫ তলায় লইয়ার বসেন তাদের সাথে কথা বলে নিতে পারেন। তবে যায় করুন না কেন এই ফাকে জন্মসনদ করিয়ে ফেলুন। আর হাই কমিশন কিংবা এ্যাম্বাসি ধরলে বলবেন আপনার ন্যাশনাল আইডি এবং জন্মসনদ হচ্ছে আসল এর বাইরে আর কিছু নাই।

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪

সঞ্জয় নিপু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অনেক কিছু জানলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.