নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

সঞ্জয় নিপু

বাংলা আমার মা,বাংলা আমার দেশ

সঞ্জয় নিপু › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর যত বড় বড় পোশাক কোম্পানী রয়েছে তাদের পরিচিতি- (পর্ব- ১)

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৫


INDITEX – ইন্ডিটেক্স গ্রুপ পৃথিবীতে পোশাক খুচরা বিক্রয়কারী প্রতিষ্ঠানের মধ্যে ইউরোপ-আমেরিকারার অন্যতম শীর্ষ স্থান দখল করে আছে। এই প্রতিষ্ঠানটিকে মুলত সবাই চেনে এদের বহুল প্রচলিত ব্র্যান্ড দিয়ে, এরা সারা পৃথিবীতে ৮ টি সুপরিচিত ব্র্যান্ড নিয়ে কাজ করে। মাত্র ৫ টি দেশ থেকে শুরু হওয়া এই প্রতিষ্ঠান বর্তমানে ৮৮ টি দেশে তাদের শো রুম পরিচালনা করে এবং ১,২৮৩১৩ জন মানুষ এই প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। আগে তাদের ব্র্যান্ড গুলোর নাম বলে দেই তারপর বিস্তারিত বলছি।

Zara



Pull&Bear



Massimo Dutti



Bershka



Stradivarius



OYSHO



Zara Home



Uterque



Lefties

বাংলাদেশ পোশাক শিল্পে বিশ্ব বাজারে অনেক বড় একটি অংশ দখল করে আছে সেই সুবাদে এই ধরনের ব্র্যান্ডের পোশাক আমাদের বাজারে ও কিনতে পাওয়া যায়, অনেকেই হয়তোবা উপরের অনেক ব্র্যান্ডের কাপড় পরেছেন, আজ তার ইতিহাস পড়ছেন।
স্পেনের আরটেক্সিও নামক স্থানে ১২ই জুন ১৯৮৫ সালে এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠানটির ফাউন্ডার ছিলেন আমানচিউ ওরটেগা এবং রোসালিয়া মিরা।বর্তমানে পৃথিবীর ৮৮ টি দেশে ৬৭০০ টি শোরুম রয়েছে এদের। এই ব্যক্তির আরেকটি বড় পরিচয় হল, ইনি বর্তমানে পৃথিবীর ২য় ধনী ব্যক্তি। কোম্পানির বর্তমান চেয়ারম্যান Pablo Isla । তাদের প্রতিটি পোশাক নিজস্ব ডিজাইনার দিয়ে ডিজাইন করা এবং প্রতি সপ্তাহে ২ টি করে নতুন ডিজাইনের পোশাক তাদের স্টোরে তোলা হয়। তারা তাদের সকল প্রকার পোশাক ই ৩য় বিশ্বের দেশ থেকে ক্রয় করে থাকে। সে দেশ গুলোর মধ্যে বাংলাদেশ, ভারত, মরক্কো , চীন এবং তুর্কী অন্যতম । আমাদের জন্য আনন্দের কথা হচ্ছে এটা যে, তারা তাদের পোশাকের সিংহভাগ ক্রয় করে আমাদের দেশ থেকে। মূলত ১৯৬৩ সালে এই কোম্পানীর অনানুষ্ঠানিক যাত্রা শুরু হলে ও ১৯৭৫ সালে প্রথম তাদের শোরুম চালু করে, আর ১৯৮৮ সালে তারা আন্তর্জাতিক বাজারে প্রবেশ করে। ২০০১ সালে এই প্রতিষ্ঠান ৯ বিলিয়ন ডলারের শেয়ার ছেড়ে শেয়ার বাজারে প্রবেশ করে । ২০০৬ সালে এই প্রতিষ্ঠান Wharton Infosys Business Transformation Award অর্জন করে।
সবচেয়ে মজার ব্যপার হল, ২০১০ সালে এই প্রতিষ্ঠানের ব্র্যান্ড ”ZARA” পত্রিকায় একবছরে মাত্র ২ টি বিজ্ঞাপন দিয়ে ১২.৫ বিলিয়ন ইউরো বিক্রয় করে যা এখনো মার্কেটিং এবং সেলস এর জগতে উদাহরণ হয়ে রয়েছে। ২০১৫ সালের জুন মাস পর্যন্ত এই কোম্পানী ৫২১ মিলিয়ন ইউরো প্রফিট করেছে যা ২০১৪ সালের এক বছরের মুনাফার ২৮ পারসেন্ট বেশী।
বাংলাদেশে ঢাকার গুলশানে এই বিশ্ব বিখ্যাত গ্রুপ অব কোম্পানীর একটি অফিস রয়েছে, আমার কাজের স্বার্থে ওখানে আমি অনেক বার গিয়েছি, অফিসের ভেতরে চমৎকার ডেকোরেশন এবং ছিমছাম ভাবে গোছানো, ধূসর এবং সাদা রঙের সংমিশ্রণে অফিসের সমস্ত কিছু, শুনেছি পৃথিবীতে তাদের সকল অফিসের ডেকোরেশন ই একই রকম। ঢাকায় এই অফিস থেকে মূলত বিভিন্ন ফ্যক্টরির অডিট কার্যক্রম পরিচালনা এবং বছরে ২-৩ বার স্পেন থেকে বায়ার রা আসে ফ্যক্টরীর সাথে মিটিং করার জন্য। এই প্রতিষ্ঠানে অনেক বাংলাদেশীরা চাকুরী করে।বাংলাদেশের অনেক বড় বড় গার্মেন্টস ফ্যক্টরী এই কোম্পানীর কাজ করে, এরা আমাদের দেশ থেকে নিট, ওভেন এবং প্রচুর পরিমাণে সোয়েটার কেনে। এদের গার্মেন্টস এর অর্ডার এর ভলিওম ও অনেক বেশী, স্টাইল ওয়াইজ এক লক্ষ পিস ও হয়ে থাকে। এই প্রতিষ্ঠান অন্যান্য বায়ারের তুলনায় ফ্যক্টরী কে ভাল প্রাইস দিয়ে থাকে।
এই প্রতিষ্ঠানের ওয়েব সাইটঃ
www.inditex.com

এই প্রতিষ্ঠানের উইকিপিডিয়া লিঙ্কঃ
https://en.wikipedia.org/wiki/Inditex

পুরো পোস্টটি ১০০% কপি পেস্ট বিহীন ইন্টারনেটের বিভিন্ন ওয়েব সাইট , ঊইকি, এবং এই প্রতিষ্ঠানের সাথে আমার কাজ করার ছোট্ট অভিজ্ঞতা থেকে লেখা এবং বঙ্গানুবাদ করা। ত্রুটি দেখলে নিজ গুনে ক্ষমা করবেন।
আর আমি আমার কাজের প্রচুর ব্যস্ততার মাঝে দীর্ঘ ১ মাস একটু একটু সময় বের করে এই পোস্ট টি লিখলাম এবং দীর্ঘ ৫ ঘণ্টার চেস্টার পর কাজের ফাকে ফাকে এই পোস্ট টি দিলাম, আপনাদেরকে জানানোই আমার মুখ্য উদ্দেশ্য, কোন প্রকার প্রচার করা নয়।
অপেক্ষায় থাকুন পরের পোস্টের নতুন কোন ব্যন্ড নিয়ে আমি আসবো।
সবাইকে ধন্যবাদ।

মন্তব্য ২৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৮

আজিজার বলেছেন: সুন্দর লিখেছেন।
তাদের ২/৩ ব্র্যান্ড নিয়ে কাজ করেছি।

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩১

সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩১

বাতিওয়ালা বলেছেন: সুন্দর লিখেছেন।

২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৭

সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো শেয়ার

২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৭

সঞ্জয় নিপু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাল্লাগার জন্য। :)

৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭

আরজু পনি বলেছেন:

আজ সকালে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাবার পথে অনেক গার্মেন্টসকর্মী অফিসের পথে হাঁটছিল, কন্যা তখন অনেক কিছুই জিজ্ঞেস করছিল এই পেশা নিয়ে ।
আমাদের এই শিল্প সত্যিই আমাদেরকে বিশ্ববাজারে অনেক সমাদৃত করেছে ।

আমাদের জন্য আনন্দের কথা হচ্ছে এটা যে, তারা তাদের পোশাকের সিংহভাগ ক্রয় করে আমাদের দেশ থেকে।...এই কথাটা পড়তে সত্যিই খুব ভালো লাগলে...জানি তবু্ও নতুন করে কেউ বললে আবার ভালো লাগে ।

শেয়ার করার জন্যে অনেক ধন্যবাদ, নিপু ।
আশা করি নিয়মিত ব্লগে থাকবেন ।

২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৬

সঞ্জয় নিপু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু । আসলে এই পেশার সাথে দীর্ঘদিন জড়িত আছি আমি এবং সবসময় খুব ব্যস্ত সময় কাটাতে হয়, তাই নিয়মিত ব্লগে থাকতে চাইলে ও পারি না। আমার অনেক দিনের ইচ্ছে সবাইকে আমাদের দেশের পোশাক শিল্প এবং বিশ্ব বাজারে এর চাহিদা এবং জনপ্রিয়তা সম্পর্কে জানানোর আর সেই ইচ্ছা থেকেই এই লেখা আশা করছি এই বিষয়টা নিয়ে সিরিজ আকারে লিখা দিব, সবাই জানুক বিষয়টা।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১১

নেক্সাস বলেছেন: নিপু ভাই আপনার পোষ্ট গুলো খুব তথ্য সমৃদ্ধ। পড়ে ভাল লাগে। পোশাক জড়িত আছেন মনে হয়। ভাল থাকুন। দেশের উন্ণয়নে কাজ করুন। আর লিখুন আমাদের জন্য

২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৪

সঞ্জয় নিপু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৬| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর তথ্যবহুল পোস্ট । কিন্তু প্রথমে বললেন কম্পানীটি ১৯৮৫ সালে যাত্রা শুরু করে পরে আবার বললেন মূলত ১৯৬৩ সালে যাত্রা শুরু করে । বিষয়টা বুঝলাম না ।

৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৮

সঞ্জয় নিপু বলেছেন: বিষয়টি খেয়াল করা হয়নি । আন্তরিক ভাবে দুঃখিত । আমি আপডেট করে দিয়েছি।
উইকিপিডিয়া দেখতে পারেন,
The group started its activity in 1963 as a dress maker, but it wasn't until 1975 that Zara shop opened its doors in A Coruña (Galicia, Spain), the city which saw the group's early beginnings and which is now home to its central offices.

Founded - Arteixo, Spain (June 12, 1985।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২২

আখেনাটেন বলেছেন: ভালো লাগল জেনে। কিছু সৃজনশীল চতুর মানুষ কিভাবে তৃতীয় বিশ্বের মাথায় কাঁঠাল ভেঙে বিলিয়ন ডলার কামিয়ে নিচ্ছে। ভাবতে অবাক লাগে এই জারা'র একটি পোশাক বাংলাদেশ থেকে তারা ১০ ডলার দিয়ে কিনে ৮০ ডলারে বিক্রি করবে।

৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৬

সঞ্জয় নিপু বলেছেন: আপনার কথা সত্য, তবে একটা জিনিস আমি এই ট্রেকে থেকে দেখেছি, বাংলাদেশে পৃথিবীর যত লেটেস্ট মডেলের দামী গাড়ী, ফোন, ল্যপটপ এবং সুন্দর সুন্দর বাড়ী ও বিলাসবহুল জীবনযাপন করছে এই গার্মেন্টস / বায়িং এর মালিক শ্রেনী এবং এর উচ্চ পদস্থ কর্মকর্তারা শুধু মধ্যম শ্রেনীতে থাকা আমরা শুধু শোষিত হচ্ছি।

অনেক ধন্যবাদ আপনাকে, মন্তব্যের জন্য।

৮| ৩০ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:৩০

বৃতি বলেছেন: চমৎকার পোস্ট।

৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৬

সঞ্জয় নিপু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৯| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৯

জুন বলেছেন: পোশাকের ইতিহাস এ ভালোলাগা সঞ্জয় নিপু।
+

৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭

সঞ্জয় নিপু বলেছেন: জুন আপু, আমি আপনার লেখার একজন ভক্ত। সবসময় আমি পড়ি হয়তোবা কমেন্ট স কম করি।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

১০| ৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬

আবু শাকিল বলেছেন: Zara ব্রান্ডের সাথে আমি পরিচিত। কিন্তু Zara
ইন্ডিটেক্স কোম্পানি থেকে পরিচালিত জানা ছিল না।
H&M ব্রান্ড সম্পর্কে জানার ইচ্ছে রইল।
পর্বের সাথে থাকার ইচ্ছে রইল।
ধন্যবাদ ভ্রাতা।
একটি ভিন্ন আলাপ -
যতদূর জানি Zara এবং H&M আমাদের গার্মেন্টস এর বড় বায়ার।
কিন্তু তাদের ব্রান্ড গুলোর পোশাক আমাদের দেশে ও চাহিদা আছে। কিন্তু আমাদের দেশে তাদের কোন শো-রুম নেই কেন??
প্রশ্ন টা বোকার মত করেছি। তবুও জিজ্ঞাসু মন জানতে আগ্রহী!
ধন্যবাদ

৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৪

সঞ্জয় নিপু বলেছেন: ধন্যবাদ শাকিল ভাই মন্তব্যের জন্য। আমার পরের পর্ব বিশ্বের ২য় বৃহত্তম পোশাকের ব্র্যান্ড H&M নিয়ে। আশা করছি সাথেই থাকবেন।
আপনার প্রশ্নটা বোকার মত নয় বরং স্বাভাবিক কারন এই প্রশ্ন সবার মনেই জাগতে পারে, এরা কেন আমাদের দেশে নেই ?
আসলে ইন্টারন্যশানাল ব্র্যান্ড এর শোরুম বাংলাদেশে অনেক আছে যেমন ( লোটো / এডিডাস / নাইকি / ওয়েস্টেক্স ইত্যাদি) পার্শ্ববর্তী দেশ ভারত / নেপাল ভুটানে ও আমি ইন্ডিটেক্স এর ব্র্যন্ড শোরুম দেখেছি, এখানে কেন নেই সেটা সুনির্দিষ্ট ভাবে জানা নেই তবে মনে হয় কেউ যদি আগ্রহী হয়ে তাদের কাছে বাংলাদেশে শোরুম দিতে চায় মনে হয় না কোন বাধা আছে।

১১| ৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৯

মিশু ইমতিয়াজ বলেছেন: ধন্যবাদ ভাই,

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৫

সঞ্জয় নিপু বলেছেন: আপনাকে ও অনেক ধন্যবাদ। সাথে থাকবেন আশা করি।

১২| ৩০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

রোলেন বলেছেন: দারুন পোষ্ট। পড়ে ভালো লাগলো।

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৬

সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ। সাথে থাকুন পরের পর্ব নিয়ে আসছি শীঘ্রই।

১৩| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৩

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ পোস্ট...পরের পর্বগুলোও দেখার ইচ্ছে রইল+

০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৫

সঞ্জয় নিপু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।

১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪২

নতুন নকিব বলেছেন:



''বাংলাদেশে পৃথিবীর যত লেটেস্ট মডেলের দামী গাড়ী, ফোন, ল্যপটপ এবং সুন্দর সুন্দর বাড়ী ও বিলাসবহুল জীবনযাপন করছে এই গার্মেন্টস / বায়িং এর মালিক শ্রেনী এবং এর উচ্চ পদস্থ কর্মকর্তারা শুধু মধ্যম শ্রেনীতে থাকা আমরা শুধু শোষিত হচ্ছি।''

-সহমত।

ধন্যবাদ তথ্য শেয়ারে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৪

সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.