নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

সঞ্জয় নিপু

বাংলা আমার মা,বাংলা আমার দেশ

সঞ্জয় নিপু › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর যত বড় বড় পোশাক কোম্পানী রয়েছে তাদের পরিচিতি- (পর্ব- ২)

০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৫


H&M GROUP – যার পূর্ণাঙ্গ রুপ Hennes & Mauritz AB, ইউরোপ এবং আমেরিকার একটি সুপরিচিত পোশাকের ব্র্যন্ড যা আমাদের সবারই অল্প সল্প নাম শোনা আছে।
সুইডেন ভিত্তিক এই প্রতিষ্ঠানটি ১৯৪৭ সালে জন্ম যার প্রতিষ্ঠাতা ছিলেন, Erling Persson. যার প্রধান কার্যালয় সুইডেনের স্টকহ্লম এ। ৬৮ বছরের পুরোনো এই প্রতিষ্ঠানটি বর্তমানে পৃথিবীর ৬১ টি দেশে ৩৭০০ শোরুমের মালিক এবং এই প্রতিষ্ঠানে ১ লক্ষ ৩২ হাজার মানুষ কাজ করে। তাদের প্রথম স্টোর চালু হয় ১৯৪৭ সালে সুইডেনের Vasteras, নামক স্থানে যেটা শুধুমাত্র মেয়েদের এক্সুসিভ পোশাক বিক্রয় করত এবং শোরুমের নাম ছিল,"Hennes" যেটি একটি সুইডিশ শব্দ, ইংরেজী মানে হল,"Hers". ১৯৬৮ সালে সুইডেনের একজন খুচরা কাপড় বিক্রেতা নাম “Mr. Mauritz Widfors”, Hennes এর মালিক Erling Persson এর শোরুমে যৌথ ভাবে মেয়েদের পোশাকের সাথে সাথে পুরুষের পোশাক ও বিক্রয় শুরু করলো এবং ২ জন একসাথে ব্যবসায়িক পার্টনার হয়ে গেল, এবং সাথে সাথে দোকানের নাম ও পরিবর্তন করে দিল “Hennes & Mauritz” সংক্ষেপে H&M।
পুরোনো সেই ছবিগুলো দেখিঃ
প্রথম শোরুমঃ

পরবর্তীতে পরিবর্তিত H&Mঃ


বর্তমানে সমস্ত ইউরোপে এই প্রতিষ্ঠান ২য় স্থানে রয়েছে যার ১ম স্থানে রয়েছে Inditex Group. (আমার আগের পোস্টে এই সম্পর্কে পড়েছেন, না পড়লে নিচে লিঙ্ক দেয়া আছে দেখতে পারেন।) এবং সমস্ত পৃথিবীতে ৩য় স্থানে রয়েছে এই প্রতিষ্ঠানটি ।
এই গ্রুপ অব কোম্পানীর রয়েছে ৬ টি ব্র্যান্ড এবং তাদের প্রতিটির রয়েছে নিজস্ব স্বকীয়তা । আগে চলুন ব্র্যান্ড গুলোর সাথে পরিচিত হই।
H&M - ওয়েব সাইট

COS – ওয়েব সাইট

Monki- ওয়েব সাইট

Weekday – ওয়েব সাইট

Cheap Monday- ওয়েব সাইট

& Other Stories – ওয়েব সাইট





সারা পৃথিবীতে H&M এর সবচেয়ে বড় শোরুম নিউইয়র্কে, চলুন ছবিটা দেখি 



দক্ষিন এশিয়ার ৪ টি দেশ থেকে তারা তাদের গার্মেন্টস আইটেম সহ বিভিন্ন আইটেম ক্রয় করে, দেশ গুলো হল- ভারত , বাংলাদেশ , পাকিস্থান , এবং শ্রীলংকা । তবে এশিয়ার মধ্যে বাংলাদেশেই তাদের অর্ডারের ভলিওম বেশী। তাছাড়া এশিয়ার অন্যান্য দেশের মধ্যে আমাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হল, চীন , মায়ানমার, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, কোরিয়া, থাইল্যন্ড অন্যতম। এই প্রতিষ্ঠানের প্রতিটি আইটেমের অর্ডারের পরিমাণ অনেক বেশী হয় তাই তাদের কাজ বাংলাদেশের বড় বড় ফ্যক্টরী গুলো করে থাকে। ফ্যক্ট্ররীর সার্বিক কাজের দিক বিবেচনা করে তারা তাদের নির্বাচিত ফ্যক্ট্ররীগুলোকে ৩ টি ভাগে ভাগ করে, প্লাটিনাম, গোল্ড এবং সিলভার, প্লাটিনাম ও গোল্ড ফ্যক্টরী গুলো তাদের ওই দেশের কাজের শতকরা ৬০ ভাগ কাজ করবে এবং সিলভার ফ্যক্টরী করবে বাকী ৪০ ভাগ।
নিচের এই লিঙ্ক থেকে দেখে নিন আমাদের দেশ সহ কোন কোন দেশে কোন ফ্যক্টরীর লিস্ট এবং তাদের কাজ অনুযায়ী রেংকিং –
http://sustainability.hm.com/en/sustainability/downloads-resources/resources/supplier-list.html
দেখতে পারেন এই প্রতিষ্ঠান অনেক গুলো আন্তর্জাতিক সংস্থার সাথে যুক্ত এবং তাদের মেম্বার।দেখতে নিচের লিঙ্ক দেখুন Click This Link
এই প্রতিষ্ঠানদের ওয়েব সাইট দেখতে পারেনঃ http://www.hm.com
উইকিপিডিয়া দেখে আরো বিস্তারিত জানতে পারেনঃ https://en.wikipedia.org/wiki/H&M
বাংলাদেশে এই প্রতিষ্ঠানের একটি অফিস রয়েছে যেখান থেকে তারা তাদের বাংলাদেশের সকল অর্ডারের কার্যক্রম পরিচালনা করে থাকে। আমার কাছের এক বন্ধু এখানে চাকুরী করে তার সুবাদে অনেক কিছু জেনেছি তাদের ব্যপারে। তাদের ওয়েব সাইটে চাইলে সিভি দিয়ে রাখতে পারেন তাদের প্রয়োজনে তারা কল করবে।
এই লিঙ্ক এ যান

পর্ব – ১ দেখতে ক্লিক করুন এখানে,
পৃথিবীর যত বড় বড় পোশাক কোম্পানী রয়েছে তাদের পরিচিতি- (পর্ব- ১)

পুরো পোস্টটি ১০০% কপি পেস্ট বিহীন ইন্টারনেটের বিভিন্ন ওয়েব সাইট , ঊইকি, এবং এই প্রতিষ্ঠানের সাথে আমার কাজ করার ছোট্ট অভিজ্ঞতা থেকে লেখা এবং বঙ্গানুবাদ করা। ত্রুটি দেখলে নিজ গুনে ক্ষমা করবেন।
আপনাদেরকে জানানোই আমার মুখ্য উদ্দেশ্য, কোন প্রকার প্রচার করা নয়।
অপেক্ষায় থাকুন পরের পোস্টের নতুন কোন ব্যন্ড নিয়ে আমি আসবো।
সবাইকে ধন্যবাদ।

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪২

আসাদ জামান্‌ সুমন বলেছেন: Darun... apni ekjon genius lok..!! kindly janaben kon retail chain e koto salary range...??

০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫১

সঞ্জয় নিপু বলেছেন: কোন রিটেইল চেইনে কত সেলারী সেটা আমি বলতে পারবো না সেটা নির্ভর করে, পদবী / কাজের ধরন / দেশ ইত্যাদি বিষয়ের ওপর । অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

২| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৯

আবু শাকিল বলেছেন: H&M GROUP সম্পর্কে জানার ইচ্ছে ছিল ।আপনার পোষ্টে এসে বিস্তারিত জানা গেল ।
ধন্যবাদ নিপু দা ।
এবার ও আরেকটি অযাচিত প্রশ্ন -
ইন্টারন্যাশল ব্রান্ডের শো-রুম কোন দেশে আনতে হলে তার প্রক্রিয়া কিভাবে হয় ?যদি জানা থাকে ।জানাবেন দয়া করে ।
জানার ইচ্ছে ছিল ।
ভাল থাকবেন দাদা ।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৭

সঞ্জয় নিপু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। আমার খুব ভাল লাগছে আপনাদের কে জানাতে পেরে।
খুব শীঘ্রই আমি এই সম্পর্কে একটি পোস্ট দিব।
ইন্টারন্যাশল ব্রান্ডের শো-রুম কোন দেশে আনতে হলে তার প্রক্রিয়া কিভাবে হয় ?

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: চমৎকার পোস্ট ++++্

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৭

সঞ্জয় নিপু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩০

কিরমানী লিটন বলেছেন: এটা H&M GROUP-এর বিজ্ঞাপন হয়ে গেলো...

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৯

সঞ্জয় নিপু বলেছেন: ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য ।
এই ব্র্যন্ড বাংলাদেশে নাই সুতরাং এটার বিজ্ঞাপন দিয়ে লাভ নেই।

সর্বোপরিঃ
আপনাদেরকে জানানোই আমার মুখ্য উদ্দেশ্য, কোন প্রকার প্রচার করা নয়।

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৪

রক্তিম দিগন্ত বলেছেন: দুটো পর্বই পড়লাম। বেশ ভাল পোষ্ট। :)

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৯

সঞ্জয় নিপু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৪

আরজু পনি বলেছেন: গার্মেন্টস আইটেমগুলোর যারা কোয়ালিটি চেক করে তাদের নিয়ে কিছু বলবেন না ?

ভালো জিনিস শেয়ার করছেন ।
ধন্যবাদ, নিপু ।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৫

সঞ্জয় নিপু বলেছেন: ধন্যবাদ আপু কোয়ালিটির আইডিয়ার জন্য। এই বিষয় নিয়ে ও লেখা যাবে।

অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৩

নতুন নকিব বলেছেন:



সংগ্রহে রাখার মত তথ্যনির্ভর ভাল পোস্ট।

ধন্যবাদ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০২

সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.