নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

সঞ্জয় নিপু

বাংলা আমার মা,বাংলা আমার দেশ

সঞ্জয় নিপু › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর ৩য় বৃহত্তম পোশাক কোম্পানীর পরিচিতি- (পর্ব- ৩)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৩

পৃথিবীর ৩য় বৃহত্তম পোশাক কোম্পানির নামঃ GAP. যেটা নিজের ও একটা ব্র্যন্ড।
আজ আমরা সেই প্রতিষ্টানটির সম্পর্কে কিছু জানব,
এটি হচ্ছে পৃথিবীর ৩য় বৃহত্তম পোশাক কোম্পানির বহুল প্রচলিত লোগোঃ


এক নজরে কোম্পানির বিস্তারিত দেখিঃ
GAP Inc. একটি আমেরিকান ভিত্তিক পোশাক কোম্পানী। প্রধান শাখা সান ফান্সসিস্কো, ক্যলফোর্নিয়া তে। ১৯৬৯ সালের ২১শে আগস্ট Donald Fisher এবং Doris F. Fisher নামক ২ জন আমেরিকার San Francisco, California তে এই প্রতিষ্ঠানের সুচনা করেন আর বাস্তবে তারা স্বামী স্ত্রী  এই প্রতিষ্ঠানটি বিশ্ব বাজারে ৩য় স্থান দখল করে আছে পোশাক ক্রয় বিক্রয় এবং আউটলেটের দিক থেকে কিন্তু শুধুমাত্র আমেরিকার হিসেব করলে আমেরিকার সবচেয়ে বড় ব্র্যন্ড এটি।২০০৮ সাল পর্যন্ত হিসাব অনুযায়ী এই কোম্পানীতে চাকুরী করছে ১,৩৫০০০ জন মানুষ এবং সারা পৃথিবীতে এদের স্টোর আছে ৩,০৭৬ টি যার মধ্যে ২,৫৫১ টি রয়েছে আমেরিকাতে।
চাইলে দেখে আসতে পারেন বিশাল এই প্রতিষ্ঠানটির প্রতিষ্টাতাদের উইকিঃ
Doris F. Fisher

Donald Fisher
এই প্রতিষ্ঠানের ৫ টি ব্র্যন্ড রয়েছে, চলুন সেই ব্র্যন্ড গুলো দেখে আসি –

ব্র্যন্ড নাম, শো রুমের ছবি এবং অনলাইন শপ লিঙ্কঃ

GAP. যেটা নিজের ও একটা ব্র্যন্ড


GAP -Web Link

OLD NAVY:


OLD NAVY

ATHLETA :


ATHLETA

INTERMIX :


INTERMIX

Banana Republic:

BANANA REPUBLIC

এই প্রতিষ্ঠানদের ওয়েব সাইট দেখতে পারেনঃ view this link
উইকিপিডিয়া দেখে আরো বিস্তারিত জানতে পারেনঃ view this link

(আমার আগের ২ পর্বে বিশ্ব বাজারে ১ম এবং ২য় স্থান দখলকারী প্রতিষ্ঠানের পোস্ট দুটি যারা না দেখেছেন তাদের জন্য লিঙ্ক দিলাম চাইলে পড়ে দেখতে পারেন।)
পৃথিবীর যত বড় বড় পোশাক কোম্পানী রয়েছে তাদের পরিচিতি- (পর্ব- ১)
পৃথিবীর যত বড় বড় পোশাক কোম্পানী রয়েছে তাদের পরিচিতি- (পর্ব- ২)

সত্যি কথা বলতে কি, আমি আসলে বিভিন্ন ব্র্যন্ডের কথা লিখছি কেন ? কারন আমি বাংলাদেশী হিসেবে গর্বিত পৃথিবীর সবচেয়ে বড় পোষাক কোম্পানীর গার্মেন্টস আমরা বাংলাদেশীরা তৈরী করি এবং রপ্তানী করি, এমন অনেক প্রবাসী বাঙ্গালী ভাই বোনেরা প্রবাসে আছে তারা জানেনা যে বড় বড় সাহেবেরা আমার দেশের তৈরী পোশাক পরে ঘোরে।
কারো কোন ব্যন্ড প্রচারের জন্য নয় আমি আমার দেশের সফলতার প্রচারক।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।




মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৪

বিজন রয় বলেছেন: নতুন পোস্ট!! ভাল সংবাদ।

গ্যাপ অনেক বড় প্রতিষ্ঠান।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১২

সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১০

তারেক ফাহিম বলেছেন: কিছুক্ষন আগেই গ্যাপের একটি প্যান্ট কিনে আনলাম। মান সম্মত মনে হচ্ছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৬

সঞ্জয় নিপু বলেছেন: হুম অনেক মান সন্মত পোষাক তাদের সেটা বলার অপেক্ষা রাখে না।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৯

নতুন নকিব বলেছেন:



বদলে যাওয়া পৃথিবীতে নি:স্বরা আরও নি:স্ব হচ্ছে। চেইন শপার, গ্রুপ অব কোম্পানীজগুলো নি:স্বদের অধিকার নিজেদের কব্জায় নিয়ে নেয়ার কষ্ট অবলীলায় স্বীকার করে নিচ্ছেন।

হায়রে পাপের দুনিয়া!

''এ জগতে হায়! সে ই বেশি চায়, আছে যার ভূরি ভূরি,
রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।''

তথ্য শেয়ারে ধন্যবাদ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৩

সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৯

কালীদাস বলেছেন: মানুষ এই ব্রান্ডগুলো চেনে বেশি, এমনিতে এগুলোর দাম কিছুটা কমই বলতে হবে। সব বাংলাদেশি অথবা চায়নায় বানানো কাপড়ের গাট্টি নিয়ে বসে এরা। অবশ্য এটাও ঠিক যে এরা আছে বলে অনেক দেশে লোকজন মানসম্মান নিয়ে বেঁচে আছে :P ওল্ড নেভির কোয়ালিটি আমার কাছে কম্পারেটিভলি কিছু ভাল মনে হয়। জারা, এইচ&এম এই দুইটার জিনিষ বেশি রকমের নর্মাল।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২৫

সঞ্জয় নিপু বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.