নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

সঞ্জয় নিপু

বাংলা আমার মা,বাংলা আমার দেশ

সঞ্জয় নিপু › বিস্তারিত পোস্টঃ

হিংস্র প্রানী দিয়ে ডিজাইনকৃত - বিশ্ব সেরা একটি ব্র্যন্ডের জিন্স প্যন্ট তৈরির আত্মকাহিনী - ZOO JEANS

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৩

Zoo jeans একটি জাপানি ডেনিম প্যন্টের ব্র্যন্ড,ব্যতিক্রমি এই ব্যন্ড টি এক অভিনব কায়দায় তাদের তৈরী ডেনিম প্যন্টে ডিজাইন করে থাকে যেটা পৃথিবীতে একমাত্র তারাই করে থাকে। এই কাজটি তার যেভাবে করে থাকে চলুন আগে পড়ে নেই সেই কায়দা কানুন:

বর্তমান বাজারে জিন্স প্যন্টে ছেড়া ফুটা একটা চমৎকার স্টাইল যা সারা বিশ্বে সমান ভাবে সমাদৃত, আর জাপানি এই কোম্পানী টি
ডেনিম প্যন্টের বিভিন্ন জায়গায় ছেড়া ফুটা ইফেক্ট তৈরী করার জন্য বেছে নিয়েছে তিনটি হিংস্র প্রানীকে, তারা হল বাঘ, সিংহ এবং ভালুক ! আর এই কাজটি তাদের দিয়ে করানোর জন্য তার বেছে নিয়েছে পশু তিনটির প্রিয় কিছু খেলনা বস্তু, গাড়ীর টায়ার ও বল কে, প্রথমে তারা ডেনিম প্যন্টের কাপড় গুলোকে টায়ার/বলের মধ্যে পেচিয়ে দেয়, তারপর সেই কারপড় সুদ্ধ টায়ার দেয়া হয় ঐ তিনটি প্রানীর খাঁচায়, তারপর প্রানী গুলো এই টায়ার / বল গুলো কে কামড়ে,খামচে, কাপড়ের বিভিন্ন জায়গায় ছিড়ে ফেড়ে ফেলে! ব্যস তারপর এই কাপড় গুলো সংগ্রহ করে ফ্যক্টরীতে পাঠিয়ে তৈরী করে ফেলে ডেনিম প্যন্ট।
চলুন তিন পশু দিয়ে ডিজাইনকৃত তিনটি প্যন্টের ডিজাইন ও কিভাবে করে সেটা দেখে নেইঃ

চলুন এবার কি তৈরী করলো তারা দেখে নেইঃ


ভিডিও লিঙ্ক দিয়ে দিলাম বিস্তারিত দেখার জন্যঃ


সবচেয়ে মজার বিষয় হল, এই প্রতিষ্টান টি তাদের এই ব্যতিক্রমি প্যন্ট বিক্রির সমস্ত অর্থ দান করে দেয়, WORLD WILDLIFE FUND (WWF). এ যা বন্য প্রানীদের কল্যানে ব্যয় হয়ে থাকে।

এই প্রতিষ্টানের ওয়েব সাইটটি দেখতে পারেনঃ ক্লিক করুন

সমস্ত তথ্য ইন্টারনেট থেকে নেয়া আমি শুধু অনুবাদক :) সবাইকে তথ্য শেয়ার করাই আমার উদ্দেশ্য।

সবাইকে অনেক ধন্যবাদ।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩১

অগ্নি সারথি বলেছেন: B:-) B:-) B:-)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২০

সঞ্জয় নিপু বলেছেন: হা হা

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আগে তো জানতাম না...!!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৩

সঞ্জয় নিপু বলেছেন: এখন তো জানছেন কেমন ? ভাল না ?

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৮

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: আজিবের উপ্রে আজিব তো! B:-)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

সঞ্জয় নিপু বলেছেন: জি অনেক আজিব দুনিয়া, কত কিছু যে দেখতেছি ।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৭

সাদা মনের মানুষ বলেছেন: বেশ মজার ব্যাপার তো :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৬

সঞ্জয় নিপু বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইজান। আরো মজা আসতেছে শীঘ্রই :)

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: সেই মজা খাবার অপেক্ষায় থাকলাম।

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৮

সাদা মনের মানুষ বলেছেন:

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৯

সঞ্জয় নিপু বলেছেন: গরমে খুব খাই অনেক প্রিয়, তবে ফ্রিজের ঠান্ডাটা।
কোন দিন দেখা হলে খাব একসাথে।
ধন্যবাদ ভাইজান।

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫০

এম এ মুক্তাদির বলেছেন: জিনস দিয়ে বোরখা, হিজাব বা নেকাব হয় না ?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৬

সঞ্জয় নিপু বলেছেন: জিন্স অথবা ডেনিম অত্যন্ত ভারী কাপড় যা মেয়েদের শরীরে এত লম্বা ড্রেস সাধারণত কেউ করে না কারন এটা নিয়ে চলা ফেরা করা আরামদায়ক না তবে শীতের জন্য অত্যন্ত কার্যকরী , করা যায় সম্ভব।
ধন্যবাদ মন্তব্যের জন্য।

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৭

সঞ্জয় নিপু বলেছেন: ছবিটা এম এ মুক্তাদির ভাইয়ের জন্য।

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১১

গেম চেঞ্জার বলেছেন: একদম জানা ছিল না ব্যাপারটা!!!!!!!!!!!!!!!!!!!!!! :||

এই রকম পোস্ট আরো চাই!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৯

সঞ্জয় নিপু বলেছেন: সময় পাই না ভাই পোস্ট দেবার, গার্মেন্টস নিয়ে কাজ কাম আমার, দিন রাত সব সময় ই ব্যস্ত থাকতে হয়,
তারপর ও সামু আমার অনেক প্রিয় একটা জায়গা, কাজের ফাকে ফাকে ঢু মারার অভ্যাস বহু পুরোনো তাই পুরোনো সবাইকেই দেখি এবং পড়ি।
এইরকম অনেক ব্যতিক্রমি বিষয় আছে আমার কাছে আশা করি আস্তে আস্তে সব পোস্ট দিব সময় করে।

ধন্যবাদ ।

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৩

মিথুন আহমেদ বলেছেন: বিষয়টি জেনে চমৎকৃত হলাম।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫১

সঞ্জয় নিপু বলেছেন: আপনাদের কে জানানোই আমার উদ্দেশ্য। ভাল লাগলো। আশা করি সাথে থাকবেন।
ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.