নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

সঞ্জয় নিপু

বাংলা আমার মা,বাংলা আমার দেশ

সঞ্জয় নিপু › বিস্তারিত পোস্টঃ

আমার তোলা কিছু ছবি - চতুর্থ খন্ড । ফুলের ছবি

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৯

১। ফুলের নামঃ জানিনা, ফুলের জন্মস্থানঃ ভারতের, মানালীর একটি হোটেলের পিলারের কোনায়, খুবই অবহেলিত ভাবেই বেড়ে উঠা ছেলেবেলা থেকে, মন চাইল তার একটা ছবি তুলে রাখলাম, আর মনে হয় না ওর সাথে কোন দিন দেখা হবে।

২। ফুলের নামঃ জানিনা, ফুলের জন্মস্থানঃ ভারতের মানালীর একটা পাহাড়ের কিনারায়, তার সামনেই বিশাল খাদ দেখলেই ভয় হয়, কিন্তু সে মাথা উচু করে ওখানটায় দাঁড়িয়ে আছে, কেউ তাকে ছুতে পারবেনা শিওর কিন্তু ভয় হয় সে না আবার পড়ে যায়, ঝিরি ঝিরি বাতাস এলেই সে হেলে দুলে উঠে আহা কি সুন্দর লাগে দেখতে।

৩। ফুলের নামঃ সূর্যমুখী । ফুলের জন্মস্থানঃ এটি ও ভারতের মানালীতে, তবে এই ফুল অনেক ভাগ্যবান কারন সে আছে একটি পবিত্র স্থানে মানে একটি মন্দিরের মধ্যে, এখানেই তার বেড়ে ওঠা প্রতিদিন অনেক যত্ন করা হয় তাকে তবে তার খুব ভয় ছোট ছোট দুষ্টু ছেলে মেয়েদের নিয়ে যদি তার ঘাড় মটকে দেয় !

৪। ফুলের নামঃ জানিনা। নিচের সবগুলা ফুল আমার নিজের দেশে, গাজীপুরের একটি পিকনিক স্পটে এরা প্রতিদিনই নতুন নতুন মানুষের সাথে মিশে নানা রকম খাবারের সুস্বাদু গন্ধ নেয় এবং দেয়, এরা স্পেশাল কেয়ারেই থাকে সবসময় তাদের দেখা শুনা করার জন্য আলাদা লোক ও আছে, এদের ও ভয় ঐ যে দুষ্টু পোলাপাইন।


মূলত সৌখিনতা কে কেন্দ্র করে তোলা হয় ছবি, আর সেই ছবি গুলোকে যখন একটু কাছে থেকে দেখি বিশেষ করে ফুলের ছবি গুলোকে অনেক বেশী ভাল লাগে, ২০১৬ সালে অনেক অনেক ছবি তুলেছি তার মধ্য থেকে আমার কাছে সেরা কিছু ছবি শেয়ার করতে ইচ্ছা হল তাই দিলাম।

আমার আরো ফুল আছে, না দেখলে দেখে আসতে পারেন অবশ্য সেগুলো নেপালী ফুল
আমার তোলা কিছু ছবি - ৩য় খন্ড । নেপালে শীতের ফুলের ছবি

সবাইকে অনেক ধন্যবাদ।

মন্তব্য ৩৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৯

সাহসী সন্তান বলেছেন: খুব সুন্দর! এবং এক প্রকার চমৎকার ছবি ব্লগ!

শুভ কামনা জানবেন!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪০

সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: আহা কি সুন্দর । এমন সুন্দর ফুলের ছবি দেখলে মন ভাল হয়ে যায়

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫০

সঞ্জয় নিপু বলেছেন: সত্যি তাই, দেখলেই মন ভাল হয়ে যায়।
অনেক ধন্যবাদ আপনাকে।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৮

মানবী বলেছেন: যদি আমার ভুল না হয়ে থাকে তাহলে..

১- জেরেনিয়াম
২- ব্ল্যাক আইড সুস্যান মনে হচ্ছে আবার সূর্যমুখি হতে পারে(সামনের অংশ স্পষ্ট নয়)!
৪- সুইট উইলিয়াম
৫- ডালিয়া
৬-ব্যাচেলরস বাটন
৭-ডালিয়া
৮-ডালিয়া
৯-কসমস
১০-কসমস

ফুলের সুন্দর ছবি পোস্ট করার জন্য ধন্যবাদ সন্জ্ঞয় নিপু।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৩

সঞ্জয় নিপু বলেছেন: ফুলের নামগুলো জেনে অনেক ভাল লাগল, আপনি তো দেখছি একদম ফুল সম্পর্কে দারুন জানেন।
অনেক ধন্যবাদ আপনাকে।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৪

আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর সব ছবি পোস্টের জন্য ধন্যবাদ। মন ভরে গেলো। :)

মানবীর বলা সব ফুলের নাম ঠিকঠাক। আর ২ নং ফুলটা সূর্যমুখী নয়, ব্ল্যাক আইড সুস্যানই হবে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৪

সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। পাশে থাকবেন আশা করি।

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৯

আমি ইহতিব বলেছেন: ফুল সব সময়ই ভালো লাগে, তা সে বুনো ফুল হোক আর যাই হোকনা কেন। আপনার দেয়া ফুলের ছবিগুলো অনেক সুন্দর। ডালিয়া, কসমস আমার খুব ভালো লাগে, রংএর এত বৈচিত্রতার জন্য।

সঞ্জয় ভাই ভালো আছেন আশা করি, আপনাকে একবার নিপু ভাই বলে সম্বোধন করেছিলাম :) মনে আছে আপনার? :)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৫

সঞ্জয় নিপু বলেছেন: উফ, অনেক অনেক দিন পর আপনাকে ব্লগে দেখে অনেক ভাল লাগলো।
হুম মনে আছে আমার, আরো মনে আছে আমি আপনার নামের মানে জিজ্ঞাস করেছিলাম আপনি বুঝিয়ে দেয়েছিলাম অনেক অবাক হয়েছিলাম এত সহজ ব্যপার টা বুঝলাম না কেন ?
যাক ভাল আছি সবাইকে নিয়ে, ফেইস বুকে আপনাকে পাই না কেন ? সবাইকে অনেক মিস করি, বাংলা ব্লগের একটা স্বর্ন যুগ ছিল সে সময়, ২৪ ঘন্টা ব্লগে থাকতাম।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। ভাল থাকবেন।

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট !

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ।

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

মোঃ কবির হোসেন বলেছেন: বাহ অন্য রকম ছবিগুলো। মুগ্ধ হলাম।

০১ লা মার্চ, ২০১৭ সকাল ৯:২০

সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

রুরু বলেছেন: বাহ!! মুগ্ধ!

০১ লা মার্চ, ২০১৭ সকাল ৯:২০

সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ।

৯| ০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১:৪০

হাসান রাজু বলেছেন: জানিনা নামক ফুল গুলো সুন্দর । :D

সুন্দর পোস্ট ।

০১ লা মার্চ, ২০১৭ দুপুর ২:৪৪

সঞ্জয় নিপু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

১০| ০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

আমি ইহতিব বলেছেন: মাঝে মাঝে আসিতো। অফলাইনে দুএকটা পোস্ট পড়ে চলে যাই। সময় পাইনা নিয়মিত আসার, তবে খুব মিস করি সেই সুন্দর সময়গুলো। ফেসবুকের ঐ আইডি খোলা হয়েছিল শুধুমাত্র ব্লগার বন্ধুদের সাথে যোগাযোগ রাখার জন্য। ব্লগে যেহেতু অনিয়মিত তাই ঐ আইডিতেও অনিয়মিত। আবার নিয়মিত হতে ইচ্ছে করে।

০২ রা মার্চ, ২০১৭ সকাল ৯:৪৬

সঞ্জয় নিপু বলেছেন: হুম। আশা করি আমরা সবাই আপনাকে ফেইসবুকে ইস করি, তবে মনে হয় না ঐ সময়ের মতন এমন সুন্দর সময় ব্লগারদের জন্য আসবে। আমি ও অনিয়মিত ছিলাম সময়ের অভাবে, এখন একটু ফ্রি আছি তাই নিয়মিত হবার চেস্টা করছি।
ভাল থাকবেন, পিচ্চিরা কেমন আছে।

১১| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৪২

বিলিয়ার রহমান বলেছেন: লাল এবং গোলাপি এই দুটো রংয়ের ফুল আমার খুব প্রিয়!

আপনার পোস্টেও বেশ কিছু লাল খয়েরি ফুল দেখে ভালো লাগল!:)


পোস্টে লাইক!:)

০২ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৫১

সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

১২| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৬

মানবী বলেছেন: সঞ্জয় নিপু, আসলে আর সব বিষয়ের মতো ফুল সম্পর্কেও আমার জ্ঞান খুব সীমিত। এই ফুলগুলো আমি যেখানে আছি সেখানে খুব কমন, আর নিজের বাগানের মালি হিসেবে যেহেতু কাজ করি তাই কিছু ফুলের নাম জানা হয়ে যায় :-)
আবারও ধন্যবাদ।


আলভী রহমান শোভন, ধন্যবাদ নামগুলো নিশ্চিত করার জন্য।

০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ৯:৫০

সঞ্জয় নিপু বলেছেন: আপনার জ্ঞান সম্পর্কে অবগত হয়ে গেছি,
অনেক ধন্যবাদ।

১৩| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১১:১৪

Nazmul Naz Neel বলেছেন: দুই নাম্বার ফুলটাও দেখতে প্রায় সূর্যমুখীর কাছাকাছি।
ছবিগুলোর মন ভালো করে দেয়ার ক্ষমতা আছে। ভালো লাগলো।

০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ৯:৫০

সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ । আশা করি পাশে থাকবেন।

১৪| ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১০:১৩

জুন বলেছেন: ফুল পাখী গাছ যতই দেখি ততই ভালোলাগে । কখনো দেখে এমন মনে হয়না ইশ ফুলটা বা পাখিটা কি বিশ্রী দেখতে , সে ময়ুরই হোক আর কাকই হোক । মালির সযত্নে চর্চিত বাগানের ফুলই হোক আর পথের পাশে বুনো ফুলই হোক সঞ্জয় নিপু ।
অনেক ভালোলাগা রইলো আপনার ফুল ব্লগে :)
+

০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪৯

সঞ্জয় নিপু বলেছেন: আমি অত্যন্ত সৌভাগ্যবান আপানার মন্তব্য পেয়ে।
অনেক ভাল লাগে আপনার লেখনি গুলো। অনেক ধন্যবাদ আপনাকে।

১৫| ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর আপি। ফুল দেখলেই মন ভাল হয়ে যায়

আমিও ফুলের ছবি পোস্ট করেছিলাম কাল

০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫৪

সঞ্জয় নিপু বলেছেন: ছবিপু , অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। লজ্জা লাগছে বলতে, আমি পুংলিঙ্গ :)

আপনার বাগানে ফুল দেখতে গিয়েছিলুম কাল, কিন্তু চুপি চুপি। সুন্দর হইছিল গাধার বাগান। হা হা।

অনেক ধন্যবাদ আপনাকে আবার আপনার সুন্দর পোস্টের জন্য।

১৬| ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আরে আপি তো জুন আপির নাম দেখলাম হাহাহাহাহাহ আমারও লজ্জায় ফেলে দিলেন সরি হাহাহাহাহাহা

সরি সঞ্জয় দা হাহাহাহাহা

০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০৫

সঞ্জয় নিপু বলেছেন: খুব একটা অট্টোহাসি দি লা ম। হা হা হা

১৭| ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই এখনো হাসতেই আছি হাহাহাহাহা

১৮| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ৮:৩২

দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর পোষ্ট , শুভ সকাল ।

০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৭

সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ। শুভ বিকেল :) সকালে দেখি নাই তো তাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.