নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

সঞ্জয় নিপু

বাংলা আমার মা,বাংলা আমার দেশ

সঞ্জয় নিপু › বিস্তারিত পোস্টঃ

ঢাকার ফলের হাটঃ ছবি ও তথ্য ব্লগ

১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:১৭

আহসান মঞ্জিলের পেছনের দিকে নদীর পাড় ঘেঁষে এই হাট বসে।

আসুন আজ আমরা জানি, ঢাকার পাইকারী ফলের হাট সম্পর্কে যেখানে আপনি চাইলে ও খুচরা ফল কিনতে পারবেন না, ঢাকা শহরে আমরা যত ফলের ফেরিওয়ালা অথবা ফলের দোকান দেখি তার অধিকাংশ ফল ই আসে পুরান ঢাকার বুড়িগঙ্গার তীরে ওয়াইজ ঘাট থেকে, প্রতিদিন খুব ভোরে এখানে ফলের অস্থায়ী হাট বসে, বড় বড় গাড়ী ভর্তি বিভিন্ন দেশী বিদেশী ফল এখানে আসে আর প্রচুর পাইকারী ক্রেতা এসে ডাকের মাধ্যমে এই ফল বিক্রি হয়। একদিন খুব ভোরে আমি এই জায়গায় গিয়েছিলাম দেখার জন্য কিভাবে ফল বিক্রি হয়, তার কিছু ছবি শেয়ার করছি, আশা করি ভাল লাগবে।
ব্যস্ত বিক্রেতারা ফল সাজাচ্ছে



ডাক শুরুঃ


এখান থেকে ফল কিনে এক শ্রেনীর পাইকার রা আবার দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে দেয় গাড়ী দিয়ে।


চলেন এইবার কিছু ফল দেখি


যে কোন অনুষ্ঠানে বেশী বেশী ফল কিনতে হলে এই জায়গার বিকল্প নাই।
হুদাই আজাইরা পোষ্ট জানি কারো কামে লাগবো না।

অনেক ধন্যবাদ।

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:২১

ঢাকাবাসী বলেছেন: খুব সুন্দর পোস্ট, অনেকে জানতুম না, জেনে ভাল লাগল্

১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২১

সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে জানাতে পেরে।

২| ১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫৫

মানবী বলেছেন: নতুন তথ্য জানা হলো।
পাইকারী হারে যে ফলগুলো বিক্রী হচ্ছে সেসব কোথা থেকে আসছে সেটা জানার কৌতুহল হচ্ছে!


পোস্টের জন্য ধন্যবাদ সন্জয় নিপু।

১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২১

সঞ্জয় নিপু বলেছেন: কৌতূহল মেটানোই আমার কাজ ;)

অনেক ধন্যবাদ আপনাকে।

৩| ১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:০৩

হাবিব শুভ বলেছেন: কর্মচঞ্চল শহর।

১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২২

সঞ্জয় নিপু বলেছেন: হুম
অনেক ভোরবেলা সকাল সাড়ে ৫ টা ।
অনেক ধন্যবাদ আপনাকে।

৪| ১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:০৪

অতঃপর হৃদয় বলেছেন: আজাইরা পোস্টও মাঝে মাঝে কামে লাগে!!! :) :) অনেক ধন্যবাদ আজাইরা পোস্ট দেওয়ার জন্য। :P

১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২৩

সঞ্জয় নিপু বলেছেন: যাক ভাল লাগলো আজাইরা ব্যপার টা কাজাইরা হইয়া গেল শুনে।

অনেক ধন্যবাদ আপনাকে।

৫| ১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৭

বাকি বিল্লাহ বলেছেন: আরে ভাই কি কন অবশ্যই কামের পুষ্ট। আমার বিয়াতে ফল কিনতে এখানেই যামু :P

১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৪

সঞ্জয় নিপু বলেছেন: শুক্কুরবার আইসেন, আমি ও যামুনে আর বিয়ায় কিন্তু দাওয়াত দিয়েন।

অনেক ধন্যবাদ আপনাকে।

৬| ১৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

২০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩২

সঞ্জয় নিপু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৭| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ৮:২২

জুন বলেছেন: একেই বলে ফলের আরত সঞ্জয় নিপু ।
খুব ভালোলাগলো ছবিগুলো দেখে ।
কিন্ত যখন মনে হয় অসাধু ব্যাবসায়ীরা এতে রাসায়নিক মেশায় তখন মনটাই খারাপ হয়ে যায় ।
+

২০ শে মার্চ, ২০১৭ সকাল ১১:২১

সঞ্জয় নিপু বলেছেন: সেটা তো অবশ্যই, বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর এই রাসায়নিক পক্রিয়া গুলো।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

৮| ০১ লা মে, ২০১৭ রাত ২:২১

পিঁপড়া সর্দার বলেছেন: ফল নিয়ে আলোচনা বেশ ভালো ফল দিতে পারে। ধন্যবাদ শেয়ার করার জন্য :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.