![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশটি এশিয়ার একটি ছোট দেশ এটি, নদী বিধৌত এই দেশের চারিদিকে শুধু সবুজ আর সবুজ ।অগনিত ফসলের মাঠ যেখানে পশু পাখিদের অবাধ বিচরন, পাহাড়, নদী, সমদ্র, বন কি নাই সেই দেশে? আপনি চাইলে সহজেই দেখে আসতে পারেন দেশটি, কিন্তু দেশটির সব কাজ কর্ম সারা দুনিয়ার কাছে এক কথায় অস্বাভাবিক মনে হলে ও আপনার কাছে এটিই স্বাভাবিক ব্যাপার। চলেন দেখি তো কোন সেই দেশ?
#নদীমাতৃক একটি দেশ যেখানে মাছের ছড়াছড়ি থাকবে এবং মাছ হওয়ার কথা ছিল সাধারন মানুষের নাগালের মধ্যে, কিন্তু সেখানে হয় উল্টা কাহিনী, ভাল ভাল মাছ চলে যায় বিদেশে আর সেই দেশের মানুষ খায় ফরমালিন দেয়া বাসি মাছ।
#সেই আজব দেশে, জুন জুলাই মাস আসলেই অর্থাত বাজেট ঘোষণার আগেই দেশের সব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অটোমেটিক ভাবে বেড়ে যায়! স্বয়ং অর্থ মন্ত্রী পর্যন্ত অবাক নয়নে চেয়ে দেখে, কেমনে কি হইল। আবার রমজান মাস আসার আগেই, সেটা সবাই জানে যে রমজানে জিনিস পত্রের দাম বাড়বে সেটা স্বাভাবিক, না বাড়লে ব্যপারটা কেমন যেন লাগে সবার কাছে, মনে করে কিছু ঘাপলা আছে।
# যেখানে সরকারী অফিসে হাল্কা পাতলা ঘুষ না দিয়ে কাজ হবে সেটা একটা অস্বাভাবিক ব্যপার, বরং ঘুষ দিবে এবং নিবে এটাই স্বাভাবিক।
# ধরুন রাস্তায় সিএনজি অথবা বাসে চলছেন হঠাত ট্রাফিক স্যার হাত দেখাল থামাও আপনি থামলেন এবং সব কাগজ পত্র দেখালেন সব ওকে তারপর ও সেখান থেকে তাকে চা টা খাওয়ার জন্য তাকে কিছু দিবেন সেটাই স্বাভাবিক।না দেয়াটাই অস্বাভাবিক।
# ধরুন যেখানে সেখানে ময়লা না ফেলাটা একটা অস্বাভাবিক কান্ড সেই দেশে, আর রাস্তা ঘাট, বাস ট্রেন বিভিন্ন জায়গার ময়লা আবর্জনা ফেলে ভরপুর করে রাখাটা স্বাভাবিক, একদিন যদি সেই দেশের মানুষ সব কিছু পরিস্কার পরিচ্ছন্ন দেখে তাহলেই সর্বনাশ ! সবাই চিন্তায় পড়ে যায়।
# পৃথিবীর সব দেশে সাপ্তাহিক ছুটির দিনে সবাই আনন্দ করে, শপিং করে ঘোরাঘুরি করে আর সেই আজুব দেশে ছুটির দিনেই ৮০% দোকান পাট বন্ধ রাখে।
# পৃথিবীর সব দেশে কাজ কর্ম করার পর ব্যবসায়ীরা লাভ লোকসানের হিসাব নিকাশ করে সবাই আর সেই দেশে কোন কাজ শুরুর করার আগে মানে বাজের পাবার সাথে সাথেই নিজের টা ভাগ করে নিয়ে নেয় আর পরে আস্তে আস্তে আসল কাজ শুরু হয়।
# সেই আজব দেশে, সরকার ভাড়া নির্ধারন করে দেবার পর ও সিএনজি ওয়ালারা বলে ২০ টাকা বাড়াইয়া দিয়েন, আর যাত্রীরা সবার এক কথা মিটারে ঘাপলা আছে তারপর সবাই দিতাছে, দেশের সরকার বাধ্যতামূলক করেছে যাত্রী যেখানে যেতে চাইবে গাড়ী সেখানেই যেতে হবে, এটা একটা অস্বাভাবিক ব্যপার, আর যদি যায় তাইলে সেটা হবে স্বাভাবিক ব্যপার।
# মামা চাচা থাকলে চাকুরী পাওয়া যায় এটা স্বাভাবিক ব্যপার আর বিডি জবস এর সার্কুলার থেকে চাকুরী হইছে অথবা সাধারন ভাবে নিয়ম অনুযায়ী চাকুরী হইছে এইটা শুনলে পুরা দেশ শুদ্ধ স্ত্বব্দ হয়ে যায় ! এটা কেমন করে সম্ভব ? এটা সত্যি অস্বাভাবিক কাজ।
# যেমন ধরেন, ২৬ শে মার্চ ঢাকা টু কক্সবাজার বাসের টিকেট লাগবো, সারা দুনিয়ায় টিকেট নাই! বাপ চাচা বইলা কত রিকুইস্ট করা হল , পাওয়া গেল না, ভাবলাম ৩ দিনের টানা ছুটি এটাই স্বাভাবিক কিন্তু না, যখন বাস কোম্পানীর পরিচিত বড় ভাই অথবা একালার নেতাকে দিয়ে বলানো হলো, ব্যস টিকেট কয়টা লাগবে? সব আছে ... সেই দেশে এটাই স্বাভাবিক।
# এই আজব দেশে যত্র তত্র প্রসাব পায়খানা করা স্বাভাবিক একটা ব্যপার, আর কোন পথচারী যদি পাবলিক টয়লেট ব্যবহার করে তাহলে সবাই অবাক হয় ! জনগণরা কানাকানি করে ব্যটা পাগল নাকি রাস্তার পাশে সুন্দর জায়গা থাকতে খামাখা টাকা নস্ট করে।
# এইরকম হাজার হাজার স্বাভাবিক ব্যপার আছে যেগুলো শুনলে মনে হবে আরে না এই গুলো সব অস্বাভাবিক, যেমন, ওভারব্রিজ রাইখা রাস্তার মাঝখান দিয়ে রাস্তা পার হওয়া, মার্কেট রাইখা রাস্তার পাশে যেখানে সেখানে দোকান দেয়া, রিকশা , গাড়ী পার্কিং করা, গাড়ীতে মহিলা সিটে পুরুষ বইসা থাকা, ধূমপান মুক্ত এলাকায় ধূমপান করা, হেলমেট ছাড়া হুন্ডা চালানো, চলন্ত অবস্থায় ফোনে কথা বলা, কোন সাহায্যের জন্য পুলিশ এড়িয়ে চলা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।
যাক আমার মনে হয় সেই আজব দেশের নামটা এতক্ষনে সবাই বুঝে ফেলছেন?
অনেক সমস্যা অনেক অস্বাভাবিকতাই স্বাভাবিক যে দেশটা সেটা আমার প্রিয় জন্ম ভুমি “বাংলাদেশ” সব কিছুর পর ও তোমার থেকে দূরে তো থাকতে পারি না? কি মায়া কি ভালবাসা, কি অস্বাভাবিক টান যে আমাদের সব অস্বাভাবিকতাই স্বাভাবিক ভাবে মেনে নিয়েছি আমরা। আমার মনে হয় না আমরা কোনদিন বদলে যেতে পারবো।
সবাইকে ধন্যবাদ। দেশকে ভালবাসুন, ভালবাসি, দেশের সাথেই আছি এবং থাকুন ভাল এবং মন্দে। শুধু চেষ্টা করুন, আমরা পারবোই বদলাতে।
ছবি ইন্টারনেট।
২০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০০
সঞ্জয় নিপু বলেছেন: সেটা তো অবশ্যই, তারাই আমাদের প্রতিনিধি ( যদি ও মাঝে মাঝে বোঝা যায় না) এটা মানতে হবে এটা স্বাভাবিক
তাদের কার্যক্রম ও মাঝে মাঝে অস্বাভাবিক মনে হয় । যেমনঃ বিম্পি আইসা বিন্ডিং লাড়াইছে !
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
২| ২০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দেশ নিয়ে বেশিক্ষণ ভাবলে আমার মাথা ঘোরে।
২১ শে মার্চ, ২০১৭ সকাল ৯:২৯
সঞ্জয় নিপু বলেছেন: ভাই আমার ও মাথা ঘোরে, সাথে সাথে বমি বমি ও লাগে,
অনেক ধন্যবাদ।
৩| ২০ শে মার্চ, ২০১৭ রাত ১০:০১
ধ্রুবক আলো বলেছেন: এই দেশের মানুষের মূল্যবোধ দিনদিন এতো কমছে যে শুন্যের কোটায় এসে গেছে। আর বলার কিছু নাই। বলতেও ভালো লাগে না দেশ নিয়ে চিন্তা করলে কষ্ট লাগে।
২১ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৩০
সঞ্জয় নিপু বলেছেন: ঠিক বলেছেন, কিছু বললে সবাই বলবে, দেশের বদনাম করছি, আসলে না বললে সচেতনতা আসবে কি করে আমাদের মাঝে ?
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
৪| ২১ শে মার্চ, ২০১৭ রাত ১২:১৩
আখেনাটেন বলেছেন: অাজব দেশের গজব নাগরিক অামরা। অার নেতা বানিয়েছি শয়তান রজবদের। এর চেয়ে অার ভালো কি চাইতে পারি?
২১ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪২
সঞ্জয় নিপু বলেছেন: আমরা সবাই দেখি জানি এবং বুঝি ।
চেষ্টা করবো কিছু করার।
ধন্যবাদ আপনাকে।
৫| ২১ শে মার্চ, ২০১৭ রাত ১২:৩৬
সচেতনহ্যাপী বলেছেন: প্রতিটা অস্বাভাবিকতার জন্য একটা করে প্লাস।।
২১ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪৩
সঞ্জয় নিপু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
৬| ২১ শে মার্চ, ২০১৭ সকাল ৮:১৬
নায়না নাসরিন বলেছেন: বাংলাদেশ
২১ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪৪
সঞ্জয় নিপু বলেছেন: আপনার জবাব বিলকুল সহি মানে আপনি পারছেন।
এখন বলেন কি করছেন বা ভাবছেন ? এত কিছু দেখে ?
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
৭| ২১ শে মার্চ, ২০১৭ সকাল ৯:১৯
মোস্তফা সোহেল বলেছেন: দেশটারে চেন চেনা লাগে মনে হয় গেছি ওখানে
২১ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪৫
সঞ্জয় নিপু বলেছেন: আমার ও মনে হয় গেছিলাম
অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৮| ২১ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০৪
পান্হপাদপ বলেছেন: তবুও এই আজব দেশটাকে বড় ভাল লাগে ।এত ক্ষুদ্র আয়তনের এই দেশ বিপুল জনসংখ্যা নিয়ে এখনও টিকে আছে মাথা উঁচু করে।লেখক যে সব সমস্যা তুলে দরেছেন তার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে সচেতন হতে হবে।
এই আজব দেশ সম্পর্কে ভাল কিছু অন্য কেউ লিখবেন কি
২১ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪৮
সঞ্জয় নিপু বলেছেন: অনেক ভালবাসি এই দেশটাকে।
যখন দেশের বাইরে থাকি তখন বুঝি নিজের দেশ কি জিনিস।
আমার অন্যান্য পোষ্ট পড়লে দেখবেন দেশ নিয়ে গর্ব করার মতন অনেক কিছু আছে, আশা করি দেখবেন।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৯| ২১ শে মার্চ, ২০১৭ সকাল ১০:১৩
পান্হপাদপ বলেছেন: "দেশ নিয়ে বেশিক্ষণ ভাবলে এক জন পাঠকের মাথা ঘুরে এটা ঠিক আছে, কিন্ত লেখকের মাথা ঘোরার সাথে সাথে বমি বমিও লাগে " !!!!
২১ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪৮
সঞ্জয় নিপু বলেছেন: একটু মশকরা হইল এই আর কি ?
সিরিয়াস হইয়া গেলেন নাকি ?
অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
১০| ২১ শে মার্চ, ২০১৭ সকাল ১০:২৬
নতুন নকিব বলেছেন:
এ্যালা চুপ থাহেন, মিঞা ভাই। এত ঘডর ঘডর কইরেন না তো! আজাইরা প্যাচাল যত্ত সব। এরকম কোন দ্যাশ পৃথিবীতে কুনো দিন ছিলই না! হুদ্দাই মিছে কথা কই পান! এগিন কি আপনি স্বপ্নে দেইখ্যা আইলেন নি?
নিপু, বকেছি এই জন্য মাফ চাচ্ছি। সুন্দর লেখা। সুন্দর চিন্তা। অনেক ধন্যবাদ। ভাল থা্কুন।
২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:১২
সঞ্জয় নিপু বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ।
১১| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১২
শেয়াল বলেছেন: এই দেশের নাম যে বাংলাদেশ সে কি আর কতি হবি ?
২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:০০
সঞ্জয় নিপু বলেছেন: বলতে বা শুনতে খুব খারাপ লাগে কিন্তু এটাই নির্মম সত্য।
তবু ও ভালবাসি।
অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৩
চাঁদগাজী বলেছেন:
"দেশকে ভালবাসুন, ভালবাসি, দেশের সাথেই আছি এবং থাকুন ভাল এবং মন্দে। শুধু চেষ্টা করুন, আমরা পারবোই বদলাতে। "
-আমাদের সরকার আমাদের হয়ে দেশকে ভালোবাসেন, উনারা আমাদের প্রতিনিধি।