![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার চকসুবল (শংকরপুর) গ্রামের ওবায়দুলের মেযে় তাসমিনা।
তাসমিনা আমাদের বাংলাদেশেরই অজ-পাড়া গাঁয়ের একটি মেয়ে, তার কঠিন ইচ্ছা শক্তির কাছে পরাজিত হলো দারিদ্রতা। আসলেই তাই আমরা যে কোন কাজ করতে গেলে ২-১ বার ব্যর্থ হলে সামনে আগানোর ইচ্ছা চলে যায় ভাবি এটা আমাকে দিয়ে হবে না। এই ব্যপারটা যে ভুল তার উৎকৃষ্ট উদাহরন হলো বাচ্চা এই মেয়েটি। ছোটবেলা থেকেই তাসমিনার ঘোড়া ছোটানোর নেশা। প্রতিযোগিতায় খেলার মতো নিজের কোনো ঘোড়া ছিল না। তবু নেশার কারণে যেখানেই ঘোড়দৌড়ের আয়োজন হয়, তাসমিনা বাবার সঙ্গে সেখানেই যায়। অন্যের ঘোড়া জিতিয়ে দেয়। পুরস্কার যা পায়, ঘোড়ার মালিককে দিয়ে দিতে হয়। মেয়ের নেশার কারণে বাবা চুপ থাকতে পারেন না। কোথাও প্রতিযোগিতার কথা শুনলেই মেয়েকে নিয়ে ছোটেন সেখানে এবং ঘোড়ার মালিকের হয়ে খেলে।
বিজয় টেলিভিশনের মাদকবিরোধী অনুষ্ঠানের পরিকল্পক ও উপস্থাপক শহীদুল্লাহ বাগমার প্রান্তিক ধামইরহাট চকময়রাম মডেল উচ্চ বিদ্যালযে়র প্রধান শিক্ষক খেলাল-ই-রাব্বানী’র মাধ্যমে অনুসন্ধান করে দানশীল ব্যক্তি ঢাকার বেইলী রোডের বিশিষ্ট ব্যবসায়ী উলফত কাদেরকে ১টি ঘোড়া দানের জন্য অনুরোধ করেন, এতে নিজ ইচ্ছায় ব্যবসায়ী উলফত কাদের হত দরিদ্র ওই মেযে়টিকে ঘোড়া অনুদানে উৎসাহী হয়ে গত ২০ নভেম্বর ২০১৬ গাজীপুরে অবস্থিত নিজস্ব ঘোড়ার ফার্ম থেকে লক্ষাধিক টাকা মুল্যে ১ টি ঘোড়া অনুদান করেন।
নিভৃত গ্রামের এই বালিকা ঘোড়সওয়ারকে নিয়ে গত বছর প্রথম আলোর পক্ষ থেকে একটি প্রামাণ্যচিত্র তৈরি করা হয়। প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হকের সার্বিক তত্ত্বাবধানে প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেন তানহা জাফরীন। গত ৮ ডিসেম্বর ২০১৬ প্রথম আলোর প্রধান কার্যালয়ে এক ঘরোয়া অনুষ্ঠানে এটি প্রথম প্রদর্শন করা হয়। প্রামাণ্যচিত্রটি এ পর্যন্ত প্রথম আলোর ফেসবুক পেজে ১৩ লাখ বারের বেশি দেখা হয়েছে। আর ইউটিউবে দেখেছে প্রায় ৬৩ হাজার মানুষ।
চলুন দেখে নিই সেই আসাধারন প্রামান্যচিত্রটি।
অনেকেই হয়তোবা দেখেছেন অথবা জানেন এই বিষয়টি সম্পর্কে তবুও ভাল লাগলো বিষয়টি তাই সকলের সাথে শেয়ার করলাম।
গ্রিসের অলিম্পাস পর্বতমালার পাদদেশে পিরগোস শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অলিম্পিয়া ফিল্ম ফেস্টিভ্যাল ফর চিল্ড্রেন অ্যান্ড ইয়াং পিপল’। ইউরোপের দ্বিতীয় বৃহত্তম এই উৎসবের প্রামাণ্যচিত্র বিভাগে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘অশ্বারোহী তাসমিনা’।
আমরা বাংলাদেশীরা অনেক কিছু পারি এবং আমাদের সুযোগ আছে কিন্তু শুধুমাত্র ইচ্ছা শক্তির অভাবে করি না, এই পোষ্ট তাদেরকে উৎসর্গ করা হলো যারা বার বার পরাজিত হয়েও থেমে যায়নি এগিয়ে চলেছে সফল হয়েছে অথবা এখনো সফল হয়নি।
তাদের জন্য শুভকামনা রইল, এবং তাসমিনার জন্য ও।
সবাইকে পড়ার জন্য অনেক ধন্যবাদ।
লেখার সুত্র, তথ্য এবং ছবিঃ জেলা ভিত্তিক পত্রিকা , প্রথম আলো, এবং ইউ টিউব।
২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৮
সঞ্জয় নিপু বলেছেন: সেই আশাই করি সবসময় ।
২| ২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: যারা বার বার পরাজিত হয়েও থেমে যায়নি এগিয়ে চলেছে সফল হয়েছে অথবা এখনো সফল হয়নি তাদের জন্য শুভকামনা রইল, এবং তাসমিনার জন্য ও।
+++++++++++++
২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫১
সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ও।
৩| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০০
জুন বলেছেন: তাসমিনার জন্য অন্তর থেকে শুভকামনা রইলো সঞ্জয় নিপু ।
২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:০১
সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৪| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১৪
আহমেদ জী এস বলেছেন: সঞ্জয় নিপু ,
চোখের কোন সিরসির করে উঠলো , তাসমিনার "সাধ আছে সাধ্য নেই" এর কথা পড়তে পড়তে ।
প্রার্থনা রইলো, ছোট্ট তাসমিনা যেন তার সকল সাধ ঘোড়ার মতোই টগবগিয়ে জয় করে নিতে পারে ।
২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:০২
সঞ্জয় নিপু বলেছেন: কষ্ট হয় এদের জন্য, সাধ্য নেই কিছু করার।
তাই সকলকে জানাই, কোন সাধ্য ওয়ালা মানুষ যদি তাদের জন্য এগিয়ে আসে।
অনেক ধন্যবাদ।
৫| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০৩
আমি মফিজ বলেছেন: বর্তমান সমাজের প্রেক্ষাপটেও তাসমিনার মতো মেয়েদের মাথা উচু করে দাড়ানোর প্রবল ইচ্ছাশক্তির খবর নিজে কে স্বপ্ন দেখতে উৎসাহিত করে।
৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫১
সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
৬| ২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৭
রাজী্ বলেছেন: সেইফলি গোল্ড টি এখন 500 গ্রাম প্যাকে
সেইফলি চা এর বৈশিষ্ট্য
*** সিলেটের সেরা বাগানের থেকে সংগ্রহীত পাতা
***************লিকারের স্থায়িত্ব প্রায় 6/7 ঘণ্টা
*** সর্বোচ্চ মান নিয়ন্ত্রন ব্যবস্থা
*** স্বাদে গন্ধে অতুলনীয়
*** অল্প পাতায় গাঢ় লিকার
*** অধীক স্থায়ীত্ব লিকার
*** সম্পূর্ণ প্রাকৃতিক গুণাগুণ সমৃদ্ধ
*** ক্ষতিকর ক্যামিকেল মুক্ত
*******************************************************************************************************************************************************************************************************************************************
আর কে ট্রের্ডাস এর পণ্য বিএসটি আই অনুমোদিত “সেইফলি টি" প্যাকেট চা' র ডিলার দেশের সর্বত্র নিয়োগ চলছে।
সীমিত টাকায় অধিক লাভ, স্বল্প সময়ে বিজনেসের সার নির্যাস অধিক লাভের কারণেই বুঝতে সক্ষম হবেন। আর তা চা'য়ের গুণগত মানের কারণেই সম্ভব।
আমাদের "সেইফলি টি" নিজে পান করলে বুঝতে পারবেন চা'য়ের গুণগত মান ভালো কি না!
আমাদের সাথে যোগাযোগের ঠিকানা
আরে কে ট্রের্ডাস , অলংকার পাহাড়তলী , চট্টগ্রাম্
হটলাইন -0181439306
বিস্তারত জানত লগ ইন করুন view this link
**********************************************************************************************************************************************************************************************************************************************
৭| ২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫২
টারজান০০০০৭ বলেছেন: নারী জাতি আর নারী রইলোনারে মনা ! তাসমিনার জন্য ওয়েস্টার্ন হিরো ছাড়া কি ভেতো বাঙালি আর মানাইবো !
২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১০
সঞ্জয় নিপু বলেছেন: হুম।
আর নয় নারী পুরুষের বিভেদ। দেশ অনেক এগিয়ে চলেছে। খারাপ না ভালই তো।
৮| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৪
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , ছোট্ট তাসমিনার উত্তরোত্তর সাফল্য কামনা করি ।
অনেক শুভেচ্ছা রইল ।
২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৫
সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৯| ০১ লা মে, ২০১৭ সকাল ১১:৪৪
জাগরিত নিদ্রা বলেছেন: চাই না কন পার্থক্য, চাই না কোন নারী বসে থাকুক শুধু চুলার পাশে
১০| ০২ রা মে, ২০১৭ সকাল ১০:০৭
মহিউদ্দিন হায়দার বলেছেন: ইচ্ছা থাকলেও সামাজিক কিংবা পারিপার্শ্বিক কারনে আর বাস্তবায়ন হয় না এই ক্ষেত্রে তাসমিনা ভাগযবান্ মানুষদের একজন।
১১| ১৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো পড়ে। গর্ববোধ করছি তাসমিনা'র জন্য।
তার জন্য শুভকামনা রইল।
আপনার প্রতি কৃতজ্ঞতা রাখছি।
৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৪
সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৯
বিজন রয় বলেছেন: অভিনন্দন।
নতুন পোস্ট দিন।
৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৩
সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ দাদা। নতুন বছরে আশা করছি নিয়মিত হব।
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৯
রায়হানুল এফ রাজ বলেছেন: দেশের নারীরা এগিয়ে যাক প্রতিটি ক্ষেত্রে।