![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিষ্ঠুর নিয়তির সাথে যুদ্ধের অবশেষে
অবসন্ন এ দেহ এলিয়ে ক্লান্তির বিছানায়
স্বপ্নের ঘোরে পরাজিত আমি রণবিজয়ীর বেশে
তোমায় নিয়ে ভেসে যাই একাকীত্বের নিরালায়
আমি জানি এসবই মিথ্যে শুধু ভ্রান্তির মোহমায়া
অনেক পালিয়ে পিছু ফিরে দেখি আবার তোমার ছায়া
অনেক হেটেছি অনেক কেদেছি অনেক ভাবার পর
বুঝেছি আমার পিছু ছাড়বেনা তুমি বদ্ধপরিকর
তাই আমিও আজ করেছি শপথ তোমার দেওয়া কষ্টসকল
মনের তাবত প্রেম মিশিয়ে সুখের খাতায় করবো নকল
আছো কি কেউ শুভকামনা করবে একটু আমার তরে
প্রার্থনা করো আমায় যেন মহান প্রভু সুখী করে............
©somewhere in net ltd.