![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বাড়ি পদ্মা পাড়ের পাকশীতে, বাড়ি থেকে পদ্মা এক কিলোমিটার দুরত্বে, তাই পদ্মার স্থানীয় জেলেদের সাথে সখ্যতা আমার খুব ভাল, প্রায়ই জেলেদের সাথে তাদের নৌকায় মাছ ধরা দেখতে যাই। এখন ইলিশ ধরার মৌসুম এবার গেলাম ইলিশ ধরা দেখতে, এবার যে জেলেদের সাথে গিয়েছি তারা জাত জেলে নয়, শখের জেলে, সবাই বিভিন্ন পেশাজিবী, ইলিশ ধরার মৌসুমে সহ অন্যান্ন মৌসুমে মাছ ধরে শখের বশে। নদীপাড়ের সবারই কমবেশি মাছ ধরার অভ্যাস বা শখ থাকে, এদের শখ ভয়ংকর পর্যায়ে পড়ে। প্রায় ৫০,০০০ টাকা খরচ করে ইলিশ ধরার জাল ও নৌকা কিনেছে, এদের মধ্যে আমার ছোট ভাইও আছে।ধরা পড়া মাছ নিজেদের খাওয়ার জন্য রেখে যা থাকে বিক্রি করে দেয়। একদিন ছোট ভাইকে বললাম তোদের মাছ ধরা দেখতে যাব, বলল ঠিক আছে, গত ০৯-০৯-২০১২ তারিখে গেলাম ওদের সাথে, সাথে নিলাম ক্যামেরা, তুললাম ছবি লিখলাম ছবি ব্লগ।
পদ্মা নদীর পাকশী পয়েন্টের হার্ডিঞ্জ ব্রিজের ২ কিলোমিটার উজানে পল্টন ঘাট, এখান থেকেই যাত্রা শুরু।
পল্টন ঘাটের বটতলা।
পল্টুন, যার নামে ঘাটের নামকরন পল্টন ঘাট।এটা দিয়ে নদী থেকে নর্থ বেঙগল পেপার মিলে পানি সরবরাহ করা হত, যা এখন বন্ধ।
পল্টুন ও সামনে ইলিশ ধরার নৌকা।
ছেকনা জালে ইলিশ ধরার দৃশ্য, ছাকনির মত দেখতে বলে এর নাম ছেকনা জালে।
ইলিশ ধরার নৌকা।এই নৌকাতেই আমি যাব।
নৌকার উপর ইলিশ ধরার জাল।
রাতের বেলা জালের সংকেত দেয়ার বাতি।
নৌকার Anchor জেলেরা যাকে বলে গ্র্যাপি।
অন্য জেলে অলস দুপুরে একটু জিরিয়ে নিচ্ছে।
এবার শখের জেলেদের পরিচিতি।
আলাউদ্দীন চাচা, সরকারী চাকুরে, ইলিশ ধরার নৌকার সরদার জেলেদের ভাষায় হলদার।
আরিফ, ছাত্র।
শামসুল ভাই, পেশায় রাজমিস্ত্রি।
মন্জু, ছাত্র, আমার ছোট ভাই।
সইদুল, পেশায় রাজমিস্ত্রি।
মাসুম চাচা, মুদি দোকানি।
আফসার চাচা, সরকারী চাকুরে।
রিপন ভাই, মুদি দোকানি।
যাত্রা শুরুর আগে চলছে জাল পরিস্কার ও মেরামত।
ইন্জিনে তেল দেয়া হচ্ছে।
আকাশে মেঘ জমেছে, ভাবলাম যাত্রা বন্ধ হয়েই কি যায়, না কিছুক্ষন পরেই রোদ উঠল।
চলবে.........................................................................।
১৩ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১১
সবুজ পাওয়ার বলেছেন: ফিরছি ছোট্ট একটা বিরতির পর, বিরতির পর আরও ছবি থাকছে, সাথে থাকার জন্য ধন্যবাদ
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০১
মাথা ঠান্ডা বলেছেন: আমি তো মনে করছিলাম ঝাকি ঝাকি ইলিশের ছবি থাকবে, ইলিশের ছবি দেখেই দুধের স্বাদ ঘোলে মটাবো।
১৩ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৭
সবুজ পাওয়ার বলেছেন: দুধের সাধ ঘি দিয়ে মিটাব, ওয়েট এন চি.......।
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৩
রাফাত নুর বলেছেন: জোছ । দ্বিতীয়টার অপেক্ষায় রইলাম।
১৩ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৮
সবুজ পাওয়ার বলেছেন: খুব বেশি দেরি করব না।
৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৪
সবুজ পাওয়ার বলেছেন:
৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২০
নগত টাকা বলেছেন: ধন্যবাদ ভাই ...
৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৫
রাতুল_শাহ বলেছেন: ভাই সামনের পর্বতে কি ইলিশের দেখা পাবো?
১৩ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৪
সবুজ পাওয়ার বলেছেন: জী, তবে ইলিশের যে দাম ছবি দেখতেও টাকা লাগবে.......
৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৬
ইমানুয়েল বলেছেন: dekhte hobe
১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:০২
সবুজ পাওয়ার বলেছেন: দেখা হবে বন্ধু ইলিশের কারণে......।
৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৫
এ্যাপেলটন বলেছেন: দারুন.....আমার খুব গোপন একটি ইচ্ছার প্রতিফলন দেখতে পাচ্ছি !!!!.....
১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:০১
সবুজ পাওয়ার বলেছেন: 3 idiot সিনেমাটা এজন্যই ভালো লাগে, ফটোগ্রাফিতে ইন্টারেস্ট আমার, আর বাবা পড়ালো ইন্জিনিয়ারিং। ফটোগ্রাফির টিপস শেয়ার করেন ভাই, শেখার আছে অনেক কিছু......।
৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: ফটোব্লগকে যথারীতি প্লাস ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:০০
সবুজ পাওয়ার বলেছেন: 3 idiot সিনেমাটা এজন্যই ভালো লাগে, ফটোগ্রাফিতে ইন্টারেস্ট আমার, আর বাবা পড়ালো ইন্জিনিয়ারিং
১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৩
সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: নোঙ্গর আর নৌকার ছবিটা অসাধারণ !
ভিন্নধর্মী পোস্ট ,ভাল লাগলো
১৩ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৯
সবুজ পাওয়ার বলেছেন: 3 idiot সিনেমাটা এজন্যই ভালো লাগে, ফটোগ্রাফিতে ইন্টারেস্ট আমার, আর বাবা পড়ালো ইন্জিনিয়ারিং
১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৭
গিরিনদী বলেছেন: ঈলিশ তো একটা মনে হচ্ছে। বাকী গুলো ঈলিশের বাচ্চা! প্রথমে মাছ না দেখে কিছুটা হতাশই হয়েছিলাম। যাক হতাশা সামন্য হলেও কমাতে পেরেছেন।
১৩ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৬
সবুজ পাওয়ার বলেছেন: সামনের পর্বতে কি ইলিশের দেখা পাবেন, তবে ইলিশের যে দাম ছবি দেখতেও টাকা লাগবে.......
১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪৬
সবুজ পাওয়ার বলেছেন: ২য় পর্ব,
Click This Link
৩য় পর্বে শেষ করব,,,,,,,,
১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪৭
সবুজ পাওয়ার বলেছেন: ২য় পর্ব,
Click This Link
৩য় পর্বে শেষ করব,,,,,,,,
১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৯
ইচ্ছে বলেছেন: পরের পর্বের অপেক্ষায় রইলাম...
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫৮
সবুজ পাওয়ার বলেছেন:
Click This Link
শেষ পর্ব
Click This Link
শেষ পর্ব
১৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫০
একুশে২১ বলেছেন: ভাই খুব ভালো লাগলো। আমার বাড়ি ঈশ্বরদীর সরকারি কলেজ-এর কাছে। এবার ঈদে সাড়া ঘাট বেড়াতে গিয়েছিলাম। আবার নিজের এলাকার ছবি দেখে খুব ভালো লাগলো।
১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৩০
সবুজ পাওয়ার বলেছেন: ধন্যবাদ, সাড়া ঘাটেরও সুন্দর ছবি ওঠে, সুন্দর ছবি সহ আপনার একটা পোস্ট চাই.............
১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৩
শেখ আমিনুল ইসলাম বলেছেন: এরকম একটা পোস্ট অনেক দিন ধরে খুজছি ভাই। আবার গেলে আমাকে নিয়ে যাইয়েন ভাই
১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১:০৩
সবুজ পাওয়ার বলেছেন: চস্টা করব ভাই
১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২২
কে এম মিজানুর রহমান বলেছেন: মাছ মারার সরজ্ঞাম দেখলাম কিন্তু মাছ শিকারের ছবি দেখতে না পেয়ে হতাশ হলাম। অনেক দিন পর বাড়ীর কাছের লোক পেলাম। ভালো লাগলো। আমি ঈশ্বরদী এস এম হাই স্কুলের ছাত্র।
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫৬
সবুজ পাওয়ার বলেছেন:
Click This Link
শেষ পর্ব
আমার পাকশী, আমতলা
Click This Link
শেষ পর্ব
১৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৩৫
কাউসার রুশো বলেছেন: ইন্টারেস্টিং সিরিজ। দেখা শুরু করলাম
+++
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫৭
সবুজ পাওয়ার বলেছেন:
Click This Link
শেষ পর্ব
১৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫৪
সবুজ পাওয়ার বলেছেন:
Click This Link
শেষ পর্ব
২০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫৪
সবুজ পাওয়ার বলেছেন:
Click This Link
শেষ পর্ব
২১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫৮
সবুজ পাওয়ার বলেছেন:
Click This Link
শেষ পর্ব
২২| ০৯ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:৩৮
সবুজ পাওয়ার বলেছেন: াাাাাাাাাাা
২৩| ০৯ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:০৯
সবুজ পাহাড় বলেছেন: ভালো লাগলো।
২৪| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ৩:৪৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাই সত্যি অনেক ভালো লাগলো ছবি গুলো। মনে হচ্ছে আমি যাচ্ছি মাছ শিকারে। সামনে কোন এক সময় যাবো আপনাদের অঞ্চলে। সাথে আপনাকে থাকতে হবে। হাডিঞ্জ ব্রীজের ঐ খানে একটা রিজোট আছে না? খুব সম্ভব নাম পাকশী রিজোট। সেখানে ছিলাম।
আগামীবার গেলে আপনার সাথে যোগাযোগ করে যাবো।
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৭
বিপ্লব কান্তি বলেছেন: দারুন , ফটোগুলি