নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

♦রঙ্গিলা মন আমার প্রেম খোঁজে ♥যার ভিখারি আমি♦

সাজ্জাদ সরকার সাজু

সাজ্জাদ সরকার সাজু › বিস্তারিত পোস্টঃ

রম্য গল্প-ভুলোভুলি

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৬

শিল্পি বলেছেন’ভুল সবই ভুল এ জীবনে’। বাস্তবিকই মানুষ মাত্রই ভুল হয়।আর মানব সমাজে ভুল বুঝাবুঝি খুবই স্বাভাবিক ঘটনা।ভুলের দোহাই দিয়ে বড় বড় অপরাধ করেও অনেকে রেহাই পান। আবার সামান্য ভুলের কারনে গুরু দন্ড পান এমন ব্যক্তির সংখ্যাও ভুরি ভুরি। ‏খুদিরামের মতো ভুল করেও সাজা পাওয়া ব্যক্তির জন্য মানুষ এখনো ইস্ আস করে। ভুলের কারনে যুগে যুগে অনেকে জীবন দিয়েছে...তবু ভুল রয়ে গেছে। ইদানিং দেখা যাচ্ছে অনেকে একটা চরম বক্তব্য দিয়ে পরে বলছে , তার বক্তব্য ভুল ভাবে ব্যাখ্যা করা হয়েছে।

ভুল বুঝাবুঝির জন্য যে কতো কান্ড ঘটে তার ইয়ত্তা নাই।সুকুমার রায়ের ’অবাক জলপান’ এ আমরা সেটা দেখেছি। ভুল বুঝাবুঝির জন্য
অনেকে প্রহার খেয়েছেন,অনেকে ডাক্তারের কাছে হেনস্থা হয়েছেন। ভুল বুঝাবুঝির জন্য ভেঙ্গেছে স্বর্গীয় প্রেম,আবার বাবা মায়ের মতো চিরন্তন সম্পর্কগুলোও নষ্ট হয়েছে ভুল বুঝাবুঝির জন্য।

এক্মামে প্রশ্ন এসেছিল,দেশের সর্ববৃহৎ জেলা কোনটি? প্রথম জন লিখেছে,রাঙ্গামাটি। তাকে নকল করে লিখছিলো পিছনের জন।সে জানে রাঙ্গা মানে লাল। বৈচিত্রের জন্য সে লিখলো লালমাটি।তাকে নকল করে লিখছিলো পিছনের জন। সে ভাবলো... রাঙ্গামাটি কে লালমাটিও লিখা যায়। আর এভাবেই দেশের সর্ববৃহৎ জেলা হয়ে গেলো লাল মাটি।

ভুল করেই আমরা স্যারকে ছাড় লিখি।জনাবকে বলি জোনাব।রংপুরের লোকজন ’রংপুর’কে ’অংপর’ ’লালমনি’ কে’নালমনি’ বলে।কেউ কেউ আবার এগলো ঠিক বলে,পাশাপাশি ’অনজু’কে ’রনজু’ ,’এজেন্ট’ কে ’রেজেন্ট’ বলে গুলিয়ে ফেলে সবকিছু।এগুলো হলো নির্দোষ ভুল।

এবারে একটি ভুল বুঝাবুঝির ঘটনা বলি,যার জন্য লঙ্কাকান্ড ঘটেছিল।শাহজাদপুরের কিছু ব্যবসায়ী কাপড় নিয়ে আসতো আমাদের এলাকায় ব্যবসা করার জন্য। তারা সারাদিন গ্রাম ঘুরতো আর সন্ধ্যা হলেই আশ্রয় নিতো কোন অবস্থা সম্পন্ন গৃহস্থ বাড়িতে।এমনি একজন ধার্মিক লোক সারাদিন গ্রাম ঘুরে থাকার জন্য আশ্রয় খুজছিলো।

একটা বাড়ি খুজে পেয়ে সে বাড়িওয়ালা কে ডাকলো। বেরিয়ে এলো একজন প্রকান্ড রাশভারী লোক।গম্ভীর আর কর্কশ ভাষায় জানতে চাইলো ডাকার কারন। লোকটা তোতলাতে লাগলো।কোন রকমে বললো, ’ভাই আপনার বাড়িতে কি জোয়ান বউ বেটি আছে’? লোকটা রাগতঃ স্বরে বললো,’কেন’? ’না মানে আমি আজ রাতটা এখানে কাটাতে চাইতো.....তাই’।

কথা শেষ হওয়ার আগেই লোকটার উপর কিল ঘুষি শুরু হলো..সংগে অশ্রাব্য গালি। মহুর্তেই জুটে গেলো শত শত লোক ও মহিলা। কেউ কেউ লোকটার দিকে তেড়ে এলো সব কথা শুনে। নাছোড়বান্দা গোছের এক লোক সবাই কে শান্ত করে লোকটির কাছে ঘটনা জিঙ্গেস করলো। আতংকিত লোকটি বললো যে,সে ধার্মিক মানুষ,তাই বাড়িতে যদি জোয়ান বউ বেটি থাকে আর বেপর্দায় চলাফেরা করে তবে তার গুনাহ হবে। তাই তিনি সবকিছু জেনে নিচ্ছিলেন।

অবাক হওয়ার মতো বিষয় সে বুঝতে পারেনি তার ভুলটা কোথায়? ভুল করতেই পারে মানুষ,তবে ভুল বুঝতে না পারলে শোধরায় না কিছুই।












মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৭

অঞ্জন ঝনঝন বলেছেন: হা হা শেষের ঘটনা অস্থির! তবে ভূমিকাটা বেশী হয়ে গেছে মনে হইল

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

সাজ্জাদ সরকার সাজু বলেছেন: ধন্যবাদ।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.