![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
এক উকিল তার মক্কেলকে ডিফেন্স করছে।বিচারক কে তিনি যুক্তি দেখালেন, লোকটি সামান্য কিছু দ্রব্য চুরি করেছে এবং সে তার ডান হাত জানালা দিয়ে ঢুকিয়ে কাজটি সেরেছে। তাই লোকটির ডান হাত দায়ী। লোকটিকে কিছুতেই দোষী বলা যাবে না।
হাসলেন বিচারক,রায় দিলেন-ঠিক আছে হাত যেহেতু দোষী তাই হাতকেই কারাবাস করতে হবে।সে চাইলে হাত কেটে দিতে পারে অথবা সে নিজে হাতের সংগে কারাবাস করতে পারে।
বিচারক এজলাস ত্যাগ করলেন।লোকটি তার নকল প্লাস্টিকের হাতটি পুলিশের হাতে ধরিয়ে দিলো।
২.
মারাত্মক এক হার্ট রোগীকে ডাক্তার বললেন,যদি চট জলদি সে হৃদযন্ত্র ট্রান্সপ্লান্ট না করে তবে সে খুব শীঘ্র যমের বাড়ি যাবে। আতংকিত লোকটি তার পায়ে পড়লো।যে করেই হোক তাকে হার্ট জোগাড় করে দিতে।আর সে জন্য সে যত টাকা লাগুক ব্যয় করতে রাজি আছে।
আমার কাছে তিনটি হার্ট আছে বললেন ডক্তার। প্রথম জনের ব্য়স ১৮। অধুমপায়ী, পাকানো শরীর,সতেজ ছেলেটি সুইমিং করার সময় এক্সিডেন্ট এ মারা যায়।এটার জন্য পড়বে ১,০০০০০ ডলার।
২য় জনের ব্য়স মাত্র ২৪।ম্যারাথনে সে পদক জিতেছিল। সুন্দর শরীর।বাস এক্সিডেন্টে প্রাণ হারায়।এর দাম পড়বে ১৫০০০০ ডলার।
৩য় জন নেশাখোর, ধুমপায়ী, বাজে ভাংগা শরীর।এর জন্য পড়বে ৫০০০০০ ডলার।
অবাক হয়ে রোগী জানতে চাইলো ৩য় জনের জন্য এতো দাম পড়বে কেন,এটাতো সস্তা হওয়ার কথা।
ডাক্তার জবাব দিলো -এটা হলো এক উকিলের হার্ট।আর এটি হতে কারো জন্য দয়ামায়া ব্যয় করা হয়নি বলে এটি অব্যবহৃত। তাই এর দাম ও বেশি।
৩.
কার পেশা সবচে প্রাচীন এটা নিয়ে তর্ক হচ্ছে একজন উকিল,ডাক্তার আর বিল্ডারের মধ্যে।
ডাক্তার বলে,মানবদেহ অল্প আঘাতেই ইনজুরড হয়,তাই মানুষ পৃথিবীতে আসার পরপরই ডাক্তারের প্রয়োজন হয়।
বিল্ডার যুক্তি দেখায়,মানুষ দুনিয়ায় আসার পরপরই কি অসুস্থ হয়েছিলো? না ,তার বাসস্থানের প্রয়োজন হয়েছিল,তাই প্রয়োজন হয়েছিল একজন বিল্ডারের।তাই তার পেশাই প্রাচীনতম।ডাক্তার হার মেনে নেয়।
উকিল বিল্ডারকে প্রশ্ন করে, আর বাসস্থানের জন্য জমির প্রয়োজন ছিলো নিশ্চই?জমিটা ক্লেইম করেছিলো করেছিলো কে? অতঃপর সবাই উকিলের কাছে হার মানলো।
©somewhere in net ltd.