![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
গ্রীসের এক ব্যক্তি তার গাধাকে শেখাচ্ছেন কি করে না খেয়েও বেচে থাকা যায়।তিনি পশুটির খাওয়া বন্ধ করে দিলেন।কয়েক দিন পর মারা গেল এটি।লোকটি বিলাপ করতে লাগলো-হায় এটি সবেমাত্র খাবার ছাড়া বাচতে শিখেছে,আমার বিশাল লোকসান হয়ে গেল!
২.
এক জামাতা তার দজ্জাল বুড়ো শ্বাশুড়ীকে চলাফেরার জন্য একটা গাধা কিনে দিলো। ৩ দিনের মাথায় গাধার লাথি খেয়ে মারা গেল বুড়ি।সেসময় এক সম্ভ্রান্ত লোক রাস্তা দিয়ে যাচ্ছিলেন।জটলা দেখে ঘটনা জানতে চাইলেন। জামাতা জানাল যে, তার শ্বাশুড়ী গাধার লাথিতে মারা গেছেন। 'হায় হায়....বেচারিকে মনে হয় লোকজন খুব পছন্দ করতো..' জটলার দিকে ইশারা করলেন তিনি। 'না মানে তারা তাদের শ্বাশুড়ীর জন্য গাধাটা কিনতে লাইন দিয়েছে'- জবাব দেয় জামাতা।
৩.
আহাম্মেদ নামে এক ব্যক্তি এক বুড়োর কাছে ১০০ ডলারে একটা গাধা কিনলো।কথা হলো পরদিন বুড়ো, গাধাটি নিজ দায়িত্বে পৌছে দিবে।পরদিন বুড়া যখন গাধাটি নিয়ে গেল, দেখা গেল সেটি মারা গেছে।আহাম্মেদ খুব রেগে গেল এবং টাকা ফেরত চাইলো। খুব দুখের সংগে জানালো যে টাকাটি সে খরচ করে ফেলেছে। বারবার মাফ চাইলো সে। আর বললো যে টাকা ফেরত দিতে তার সময় লাগবে।
কি ভেবে আহাম্মেদ বললো যে টাকা ফেরত দেয়ার দরকার নাই,মড়া গাধাটিই তার লোকসান উসুল করবে।
মাস খানেক পরে দেখা হলো দুজনের।মড়া গাধা কিভাবে লোকসান উসুল করলো জানার খুব আগ্রহ বুড়োর।
আহাম্মেদ জানায়,সে একটি লটারির ব্যবস্থা করে যেখানে বলা হলো বিজয়ী ব্যক্তি একটি গাধা পাবে।টিকেট মূল্য রাখা হয় ২ ডলার।মোট ৫০০ টিকেট বিক্রি হয়,আয় হয় ১০০০ ডলার।বিজয়ী ব্যক্তি পুরস্কার নিতে এসে আবিস্কার করলো গাধাটি মরে গেছে।প্রচন্ড রেগে গেল সে,আহাম্মেদ তখন তার টিকেটের মূল্য বাবদ ২ ডলার ফেরত দেয়, এছাড়াও গাধার মূল্য বাবদ সে লোকটিকে ১০০ ডলার দিয়ে দিলো। খুশি মনে বিদায় হলো সে।
চলে যেতে যেতে আহাম্মেদ বুড়োকে বললো, লোকটি তাকে অতি দয়ালু আর মহানুভব বলে বিশ্বাস করেছে।বিস্ময়ে বুড়ো হা হয়ে গেছে!
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:০৫
রক্তিম দিগন্ত বলেছেন: হাহাহা।