নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

♦রঙ্গিলা মন আমার প্রেম খোঁজে ♥যার ভিখারি আমি♦

সাজ্জাদ সরকার সাজু

সাজ্জাদ সরকার সাজু › বিস্তারিত পোস্টঃ

রংপুরিয়া গল্প (১)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৪৬


এক যুগ আগেও রংপুরের দোকান পাট এতো সাজানো গোছানো ছিল না।জাহাজ কোম্পানি মোড় থেকে সামান্য দূরেই সাতকানিয়া নামে একটা বড় কাপড়ের দোকান ছিল, যেটি হরেক রকম অভিজাত থান কাপড়ের জন্য বিখ্যাত ছিল। একদিন কাবুলি পাঞ্জাবী আর লুংগি পড়া এক গ্রাম্য লোক এলো কাপড় কিনতে। লোকটির গায়ের রং কালো ছিল। রোদে পুরে সেটি আবলুস কালো হয়েছে।

দোকানের এক কর্মচারী তাকে একটা একটা করে কাপড় দেখাচ্ছেন আর লোকটি নাক সিটকে সেটি সরিয়ে দিচ্ছেন।এভাবে প্রায় দুঘণ্টা চললো।শেষে নিজেই দোকানে উঠে র‍্যাক থেকে কাপড় নামিয়ে দেখতে লাগলেন।কিন্তু কিছুতেই পছন্দ হচ্ছিল না।

ম্যাননেজার এতোক্ষণ তামাশা দেখছিলেন। তিনি প্রচন্ড বিরক্ত।লোকটিকে ডেকে পাঠালেন এবং বললেন,' ভাইজান আপনি কাপড় কিনতে আসছেন কেন? আল্লাহ আপনাকে দারুন একটা বডি দিয়েছেন। এতে খালি দুইটা বোতাম সেট করে নেবেন আঠা দিয়ে
কেউ কিছু টের পাবে না।সবাই আপনার বডিকেই কাপড় ভাববে আর বলবে,বাহ্ কালো কাপড়ে সাদা বোতাম জবর লাগছে। টাকাও লাগবে না আর ফাউ ফাউ বাহবা পাবেন'।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:১৩

তানভীর আকন্দ বলেছেন: হা হা...এই কাহিনি সত্য নাকি মিথ? নাকি নিজেই বানাইলেন?

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৩

সাজ্জাদ সরকার সাজু বলেছেন: সত্যি ঘটনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.