![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রংপুর জিলা স্কুলের কাছ দিয়ে আমরা তিন বন্ধু ফালুদা খাওয়ার উদ্দেশ্য নিয়ে হাটছি।কাচারি বাজারের মৌবন হোটেলে যা পাওয়া যায় তাই মন্দের ভাল।আমি যে সময়ের কথা বলছি সে সময় মফিজ শব্দটা এলাকায় খুব চালু ছিল।একজন আর একজন কে অপমান করার জন্য এই শব্দটা বহুল ব্যবহার করতো।
কোর্টের সামনে আসতেই দেখলাম একটা ২০/২২ বছরের ছেলে দাড়িয়ে আছে। চোখে ২৫ টাকা দামের চোশমা,পড়নে জিন্স,পায়ে স্পঞ্জ,গায়ে ফুটপাতের কমদামি গেঞ্জি। রফিক ওকে দেখেই আমাদের বললো,'কি রে মফিজ নাকি'? আমরা হেসে কুটিকুটি।
এবারে আমাদের অবাক হওয়ার পালা।ওই ছেলেটি হাসিমুখে এগিয়ে এল আমাদের দিকে।বলল,'ভাই আমার নাম জানেন কেমন করে'?
'ইয়ার্কি হচ্ছে নাকি', শফি বলল,'আপনার নাম কি মফিজ'?
'না,আমার নাম মফিজল,তবে সবাই আমায় মফিজ বলে ডাকে।কিন্তু আপনার আমায় চেনেন কেমন করে'?
আমাদের সামন দিয়ে স্পঞ্জের কচকচ শব্দ তুলে সে রাস্তার ওপাড়ে ভিড়ের মাঝে হারিয়ে গেল।
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
একটি পেন্সিল বলেছেন: হাহা। ভালই লাগল। ভাগ্যিস ছেলেটার নাম মজিজ ছিল।