![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৈয়দ সাহেব সব সময় চাইতেন কুড়িগ্রামের নাম উজ্জ্বল হয়ে ফুটে উঠুক সবার কাছে।এই এলাকা হতে উঠে আসুক অনেক নামিদামী মানুষ।আমার জন্মস্থল হতে তার পৈত্রিক নিবাস কয়েক মিনিট পায়ে হাটা পথ।তার সম্পর্কে বাড়তি আগ্রহ সবসময়ই ছিল।ভাইভায় যদি প্রশ্ন করতো, নিজ উপজেলার বা জেলার বিখ্যাত কারও নাম বল,এই নামটি ছাড়া অন্য নাম আমি খুজে পেতাম না।
সাহিত্যে তিনি কি দিয়ে গেছেন তা যুগে যুগে আলোচনা হবে।বাংলা সাহিত্যে অনেক বড় বড় লেখক আছেন,কিন্তু বৈচিত্রে তার চেয়ে এগিয়ে আছেন খুব কম লেখক।
তার সান্নিধ্য পেয়েছিলাম একবার।ভার্সিটির এক সেমিনারে তিনি জানতে চেয়েছিলেন,কুড়িগ্রামের কে কে আছ? আমরা ৫ জন ছিলাম। উনি আমাদের বলেন আমরা যেন নিজ জেলা হিসাবে রংপুরের নাম না বলে কুড়িগ্রামের নাম বলি।
তিনি নাস্তিক ছিলেন কি না এসব ফালতু বিষয় নিয়ে আলোচনা হচ্ছে খুব। বিশেষ করে ব্লগে।কেউ কেউ আছেন যারা অন্যের লেখা নকল করে লেখক আর কেউ কেউ কেবল নকল ধরার জন্য লেখক হয়ে যান। আর কেউ কেবল সমালোচক।
সেক্সপিয়রের অমর গ্রন্থ 'জুলিয়াস সিজার' এর একটা লাইন মনে পড়ছে,'মন্দটাই মানুষ চিরদিন মনে রাখে,আর ভাল টা হারিয়ে যায় মৃত্যুর সাথে সাথে......'। এই কথাটা যেন চিরন্তন হয়ে যাচ্ছে।
©somewhere in net ltd.