![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিবার পরিকল্পনা বিষয়ে মানুষ এখন অনেক সচেতন।মেয়েদের শিহ্মার হার বাড়ার সংগে সংগে এ বিষয়ে সচেতনতা ও বেড়েছে। আর এটা তো সবারই জানা যে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহনকারীর প্রায় ৯৫% মহিলা।
ইদানীং অনেকে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহনে এই কারনে ভয় করেন যে,তারা যদি বন্ধ্যা হয়ে যান!তারা যুক্তি দেখান -একটা উর্বর জমি যদি মরুভূমি করা হয় তবে সেখানে আর ফসল ফলে না। নব বিবাহিত দম্পতি এই কারনে খুব ভয়ে থাকেন।বিশেষ করে পিল আর ইনজেকশন নিতে চান না তারা।
বিশেষজ্ঞ গণ বলেন যে,স্বল্প মাত্রার হওয়ায় এই পদ্ধতিগুলো নিরাপদ। তবে মাঠ পর্যায়ে দেখা গেছে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহনের কারনে প্রজননে অনেক দম্পতি সমস্যায় পড়েন। ১০ জন পরিবার কল্যাণ পরিদরশিকার সংগে আমি কথা বলেছি।তারা বলেছেন যে,বন্ধাত্বের ঝুকি এড়াতে তিন মাস পরপর পদ্ধতি পরিবর্তন করা ভাল।তাই দুশ্চিন্তার কিছুই নেই।
©somewhere in net ltd.