নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাবীর আলেকজান্ডারের উক্তিটিকে একটু ঘুরিয়ে বললে বলা যায়,সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশের রাজনীতি আর মানুষগুলো!!
দেশটাকে ভাগ করে নিলো নিজেদের মাঝে।। একদল চাচ্ছে স্বাধীনতার বিপক্ষে যারা,তাদের বিচার।। আর অন্য পক্ষ চাচ্ছে এটাকে ইসলামের বিরুদ্ধে দেখাতে।। দুই প্রেক্ষিতে দুদলই সফল।। দেশে স্বপক্ষ আর বিদেশে বিপক্ষ।। (অন্ততঃ আমরা যারা একটু-আধটু পত্রিকা পড়তে পারি নেটের কল্যানে,তাদের কাছে এটা সুষ্পষ্ট।।) আবার ভারতীয় পত্রিকাগুলি এবং তাদের প্রচার আর বিখ্যাত শিল্পীদের অংশগ্রহন দেখেও মনে দ্বন্ধ লাগে।। আমরা কি কখনো পারবো তাদের আভ্যন্তরীন ব্যাপারে এমন খোলামেলা আচরন করতে?? স্বপ্নেও কল্পনা করি না।।তাহলে??
ক্ষতি হচ্ছে আমাদের সাধারন মানুষের।। যারা এখন ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছে।। আসলে আমরা যে মরিচের মত!!আসলে সবই ডিং ডং।।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩০
সচেতনহ্যাপী বলেছেন: করলে আমরা তো ভুতের মতো পিছনে না হেটে এগিয়েই যেতাম, বোনটি।।
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৭
খায়রুল আহসান বলেছেন: মাইন্ড করার কিছু নেই। যা বলেছেন, ঠিকই বলেছেন।
©somewhere in net ltd.
১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫১
মনিরা সুলতানা বলেছেন:
সাধারন মানুষের কথা কেউ চিন্তা করে না রে ভাই ...