নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজনৈতিক সচেতনতাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু তা যেন আমার দেশকে ছাপিয়ে না যায়।কিন্তু আজ দেখছি কেউ সেদিকটা ভাবার জন্য বসে নেই। সবাই উর্ধশ্বাসে ছুটছে একটা "নির্দিষ্ট লক্ষ্যের" দিকে। আর এদিকে ছুটতে যেয়ে যে পিছনের কাপড় খুলে যাচ্ছে,সেদিকে নজর নেই কারোরই। দেশ যেদিকে যায় যাক,যা ধরেছি তা আর ছাড়বো না।
এই ডামাডোলের মাঝে জানি না কয়জন তাদের ছেলে-মেয়েদের সামলে,আগলে রাখতে পারবে? এরপর খারাপ কিছু ঘটে গেলে নিজের কপালে করাঘাত করা ছাড়া কোন পথই থাকবে না। তবুও বলতে সাহস পাবো না আমাদের নেতৃত্বের ভ্রান্তনীতির কারনে আজ আমাদের এই সর্বনাশ!!!!!!!! জয়তু বাঙ্গালী।
©somewhere in net ltd.