![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার এসব হাবিজাবি লেখা যে কেউ পড়তে যাবে বা আমার দুপয়সা লাভ হবে, বা নাম কেনার জন্যও আমি এখানে লিখছি না। লিখছি মনের তাগিদে।। এক সময় ডায়রী লেখার অভ্যাস ছিল,এখন ডিজিটাল যুগে ব্লগ বা ফেসবুকে মনের কথাগুলি লেখা। অনেক ধন্যবাদ এই সময় এবং যারা এই সুযোগ করে দিয়েছে, তাদেরকে।।
কি লিখবো? কাদের নিয়েই বা? আজ আমরা এমন এক পথের মোড়ে দাড়িয়ে আছি, যার তিনটা পথই আছে।। একটা সরকারী তথা আওয়ামী পন্থি, বিরোধী হলেই জামাত বা বিএনপি পন্থি।। তৃতীয়টার কথা কম শোনা গেলেও যার অস্তিত অস্বীকার করা যায় না (আমার ভাষায় দেশপন্থি)।
আমি নিজেকে এই তৃতীয়ধারার অনুসারী বলে মনে করি।। আর অন্যেরা এর মাঝে হয়তো ভিন্ন মতের খোজও পেতে পারেন।। তাদের মতানুসারে।। আমার কিছু আসে যায় না তাতে।। যা আমার মনে আসবে তাই লিখে যাবো।।
©somewhere in net ltd.