নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশকে ভালবেশে আজকের মত শত যুবক তার প্রেম-ভালবাসাকে অগ্রাহ্য করে কোন একদিন পথে নেমে এসেছিলো।। কিন্তু সমাজ বদলের সেই আন্দোলনে তাদের কপালে সন্ত্রাসী আর ডাকাতের তিলকরেখার ছাপ পরে গিয়েছিলো।। বেঘরে প্রান দিয়েছিলো অসংখ্য যুবা।। আর আজ তাদের সেনাপতিরা দেশ শাসন করছে, প্রচন্ড ঠাটে।। রাজনীতির এই নির্মম পরিহাসের হাত থেকে আজো নিস্তার নেই, হবেও না কোনদিন।।
এখানে মানুষের রক্তের মুল্য হয় রাজনীতির দাড়ি-পাল্লাতে।। আমাদের আজকের এই প্রতিবাদি যুবকদের দেখেও সেই আশংকাই আবার মনে আসছে।। রাজনৈতিক কূটচালে না এরাও আবার.............। শিরোনামহীন বেওয়ারিশ লাশে পরিনত হয়।।
©somewhere in net ltd.