নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি লিখবো? আর কেনই বা ? কারো মাথায় কি ঢুকবে আমাদের কথা, যারা দেশের এই চরম দুর্দশায় গুমরে কাঁদছে।। বিশেষ করে যারা হুযুগে মেতেছে বা দলীয় দৃষ্টিভঙ্গিতে পুরো ব্যাপারটা দেখছে।। তাদের কাছেতো এই কান্না কোন মূল্যই বহন করবে না।। আজ হুজুগে মেতেছে সবাই।। কেউ পক্ষে, কেউ বিপক্ষে।। আজ বিতর্ক চলছে কার পথ সঠিক,তাই নিয়ে।। কিন্তু সত্যিকার অর্থে দেশমাতৃকাকে নিয়ে কেউ ভাবছে না।। হয়তো আমার এই কথায় বিতর্ক হতে পারে,হোক।।
প্রসঙ্গক্রমে মনে পরে গেল প্রায় ২৫ বছর আগের একটি ঘটনার কথা।। মনোমালিন্য হওয়াতে আমার সিনিয়র কয়েকজন এসেছিলেন।। যারা মুহুর্তেই আমাকে শতছিদ্র করে দিতে পরতেন।। কিন্তু আমার মোকাবেলা দেখে তারা সন্দেহ করেছিলেন যে আশে-পাশে কেউ আছে,যার বলে আমি বলিয়ান।। শুধু হুমকি-ধামকির উপরই সেদিন পার পেয়ে গিয়েছিলাম।। বুঝহ সূজন যে জানো সন্ধান।।
©somewhere in net ltd.