নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রসঙ্ঙ্গক্রমে মিসরের কথা এলো।। সাবেক প্রসিডেন্ট মুবারকের সময় পোর্ট সাঈদ এলাকায় স্থানিয় এবং রাজধানীরআল-আহলী টীমের ফুটবল খেলার দাঙ্গায় প্রায় ৭১ জন দর্শক মারা যায়।। যথারীতি পরস্পর-পরস্পরকে দুষছে।। মাঝখানে সরকারও বদল হলো,এলো আন্দোলনের সূফল নূতন জন-নির্বাচিত সরকার।। বিচার-বিভাগীয় তদন্তের মাঝে দাঙ্গায় জড়িত ব্যাক্তিদের বিভিন্ন মেয়াদে শাস্তি এবং ২১জনের মৃত্যুদন্ড ও হলো।। তারপরও পোর্ট সাঈদের মানুষেরা খুশি না।। শু্রু হলো নুতন আন্দোলন।। জ্বালাও-পোড়াও।। নুতন করে এই আন্দোলনে আজ পর্যন্ত মারা গেলো আরো ৫৬ জন।।(আমার এই তথ্য যে কেউ পরখ করে দেখতে পারেন)।।
এখন প্রশ্ন, এই আন্দোলনের নামে আদী প্রতিহিংসা কি মিসরবাসীর জন্য সূফল বয়ে আনছে??
এটা কিন্তু পস্চিমাবিশ্বে খুব কম দেখা যাবে।। যাবে একমাত্র তৃতীয়বিশ্বে।। কারন???
আমরা কি পারবো না এমন আবেগের চেয়ে বিবেক এবং বাস্তবতাকে অগ্রাধীকার দিতে??
আরো অনেক প্রশ্ন মনকে অহরহ দ্বগ্ধ করে।। সব লিখতে গেলে রাত ফুরিয়ে যাবে তাই নৈবঃ নৈবঃ চঃ।।
©somewhere in net ltd.