নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েকদিন আগে মিসরের একটি খেলা নিয়ে কিছু কথা লিখেছিলাম।। সেই গন্ডোগোল আরো ঘনিভূত হয়েছে।। গতকাল যেপক্ষের ২১জনকে আদালত দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ড দিয়েছে আজ সেই পক্ষ পুরো কায়রো জুড়ে শুরু করেছে ব্যাপক তান্ডব।। অপরদিকে পোর্ট সাঈদের অধিবাসীরাও এই "মাত্র ২১"জনের মৃত্যুদন্ডের বিরুদ্ধে চালিয়ে যাচ্ছে আরেক লঙ্কাকান্ড।। এখন আদালতের বিচারের বাহিরে "শ্যাম রাখি না কুল রাখি" অবস্থা।।
খবরটা পড়তে পড়তে মনে এলো আমাদের কথা।। আমাদের সো কলড স্বাধীন আর স্বার্বভৌম বিচার বিভাগের কথা।।যেখানে বিচারাধীন এবং রায়ের বিরুদ্ধে কথা বলা আইনানুসারে শাস্তিযোগ্য অপরাধ সেখানে দিনের পর দিন কি হচ্ছে?? এখন না বলাটাই অপরাধ হিসাবে গন্য হবে।।
আমার প্রশ্ন বা অভিযোগ এই "পক্ষ-বিপক্ষের" বিরুদ্ধে নয়।। এই দুই পক্ষে যদি পাঁচ কোটি সমর্থক ধরি তাহলে বাকী দশ কোটি সাধারন মানুষ কেন আর কোন হিসাবে জিম্মি হয়ে আছি??জানি এর উত্তর পাবো না।। অতএব তথৈবচঃ।।
©somewhere in net ltd.