নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা যারা (আমি বাদে) দেশপ্রেমিক তাদের রাস্তা ভিন্ন হলেও গন্তব্য একই।। নিজেকে বাদ দিয়েছি এই ভেবে যে নিজের ঢোল নিজেই বাজানোর হয়ে যায় বলে।। ভবিষ্যতই বিচার করবে আমি কে এবং কি।।যাক আসল কথায় ফিরে আসি।। প্রকাশ্যে-অপ্রকাশ্যে আমরা সবাই দেশকে নিয়ে ভাবি,চিন্তা করি যেন ভবিষ্যত প্রজন্ম যেন এটা বলতে না পারে,"আমাদের পূর্বপুরুষরা ছিল অযোগ্য"।।আমরা গাছ বুনে দিয়ে যাচ্ছি যেন তারা এর সূফল ভোগ করতে পারে।।এখানে থাকবে না কোন দলাদলি, থাকবে না গালাগালি।। সবাই একমন আর একপ্রান হয়ে দেশের যাতে ভাল সেই চেষ্টাতেই থাকি।। থাক না মতের ভিন্নতা।। কিন্তু আসল যায়গায় যেন এক(ভারতের মত)।।
আসলে দেখছি আজ আমরা ভিন্নমতের কাউকে সহ্য করতে পারছি না,পারছি না আমাদের নেতৃত্বের দৈন্যতা দুর করতে,নিজেরাও পারছি না দলীয় সংকির্নতার বাহিরে আসতে।। কিন্তু একবারও ভাবি না ভবিষ্যত প্রজন্ম আমাদের নিয়ে কি ভাববে??আজ ওরা অনেক সচেতন অন্ততঃ আমাদের চেয়ে।। প্রকারান্তরে কি আমরা ওদের কাছে ছোট হয়ে যাচ্ছি না?? তারপরও কি আমাদের চেতনা একটুও জাগ্রত হবে না??
কোন পিতা-মাতা না চায় নিজেকে তার সন্তানদের কাছে আদর্শ না হয়ে থাকতে?? এই প্রশ্নটাই আমার মাথায় অবিরত ঘুরপাক খায়।।
©somewhere in net ltd.