নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা দিয়ে আমি এমাসের ২তারিখে সামুতে প্রবেশ করেছিলাম, আজ সেটাই আবার প্রমানিত।। শুধু পার্থক্য এখানে,তখন লিখেছিলাম একদল বিদেশে,এবং অন্যদল দেশে সফল।। আজ প্রকারান্তরে দেখছি যারা বিদেশে সফল,তারা দেশেও "পেনাল্টি" পেয়ে গেছে।।
মাঝখান থেকে ব্ল্রগাররা হতভাগা।। যারা অন্তর থেকেই মুক্তচিন্তা আর বাকস্বাধীনায়তায় বিশ্বাসী।।
লিখতাম না একথা, যদি না দেখতাম মুষ্টিমেয় কয়েকজনের "বালখিল্য"তার কারনে আজ এই মুক্তমন প্রকাশের আধারটিকে অসহায় না দেখাতো।। বিরোধীপক্ষের আক্রমন একে একটুও দূর্বল করতে পারতো না।। সাহস!!!!!
আজ কি দেখছি!?? দেখছি,কম-বেশী প্রতিটা ব্ল্রগারকে ভীত।। কাউকে কাউকে বিজয়ীরূপে।। (অন্ততঃ আজকের ব্লগগুলি দেখলে,এটা বুঝতে ভুল হবার কথা না,আমার হয়তো ভুল হতে পারে।।)।। সব প্রাকারান্তরে এদল-সেদল।। কিন্তু কেউ নিজেকে পোষ্টমর্টেম করতে রাজী না।। এমন কি .....।।সাহস পেলাম না লিখতে।। বুঝহ সূজন, যে জান সন্ধান।।
কষ্ট করে এটুকুও লিখতাম না।। আগেই বলেছি মনের তাগিদে।,বাহবা বা গালাগালির পাওয়ার জন্য নয়।। ( আমার পিতা-মাতা আমাকে জন্ম দিয়েছেন দোয়ার জন্য, মৃত্যুর পর গালাগালির জন্য নয়।। অতএব....।
©somewhere in net ltd.
১| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪২
সচেতনহ্যাপী বলেছেন: ভাই আমি আর দশজনের মত সাহসী নই, তাই তো আশ্রয় নিয়েছি ছদ্মনাম আর ঠিকানার।।