নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
We all addresses the symptoms but ignors the diesease. itself. আর রোগের সঠিক diagnose করতে না পেরে আমরা সর্বরোগের প্রতিশোধক " paracitamol" prescribe করে যাচ্ছি।। ব্ল্রগারদের বিভিন্ন মন্তব্যে দেখছি আমাদের মুখোসপরা তথাকথিত দেশপ্রেমের চেহারা।। যা পরে আমরা ঢেকে রাখছি আমাদের আওয়ামীঋ,বিএনপি,জাতীয় বা জামায়াতি চেহারা।।চালিয়ে যাচ্ছি সুন্দরভাবে আমাদের সব "কাজ-কর্ম"।। কুড়িয়ে নিচ্ছি দেশ-প্রেমের সব বাহবা।। এর বাহিরে যারা আছে তারা অচ্ছুৎ,তারা রাজাকার।।
কিন্তু একবারও ভাবি নি আসল রোগটা নিয়ে,যা আমাদের কুড়ে কুড়ে শেষ করে দিচ্ছে।। আমরা পছন্দ করি না বিপক্ষকে।। শুধু আমরাই আমরা।। পারি না আত্মসমালোচনা করতে।। কেউ যৌক্তিক সমালোচনা করতে এলেও তাকে সহ্য করতে পারি না।। গালি-প্যাদানী দিয়ে সমালোচনার ভূত খ্যাদাতে চেষ্টা করি।। এইতো আমাদের গনতন্ত্র,আমাদের তথাকথিত বাক-স্বাধীনতা!!
হায় রে বাংলাদেশ ও বাঙ্গালী!! এই নিয়েই আমরা চলছি বিশ্বের দরবারে।। এবং যাবোও।।
এবং এই ঠুনকো আত্মবিশ্বাসের জন্যই আজ ব্লগিং জগতে সামান্য হাওয়াতেই সামাল সামাল রব উঠেছে।। সত্যিকারের তুফান এলে যে কি হবে,তাই ভাবছি।। আমি ভেবে রেখেছি সব ছেড়ে-ছুড়ে লেজ দাবিয়ে বৌ-এর কোলে যেয়ে দম ছাড়বো।। কি ডিং ডং,তাই না।।
©somewhere in net ltd.