নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেহই চায় না তার মুখের গ্রাস ছেড়ে দিতে।। তার উপর সেটা আবার যদি হয় ফাও।। যার উপযুক্ত সে নয়।। তাকে সেখান থেকে সরাতে ্হলে প্রয়োজন আন্দোলন,আর এটা নিরাপদ দুরত্ব থেকে হয় নি কখনো আর হবেও না।।কারন আর বুঝিয়ে বলার ধৈর্য আমার নেই।।
প্রতিটি সরকারের সময়েই কিছু সুবিধাভোগী শ্রেনী থাকে,যাদের প্রথম এবং শেষ কাজই থাকে পদলেহন করে কিছু ফাও কামানো-যার উপযুক্ত তারা নয়।। সময়ে সময়ে এদের কার্যাবলি "বাশের চেয়ে কণ্চি বড়"র মত।। এরাই কিন্তু বেশীর ভাগ সময়ে তাদের রক্ষকদের পতনের মূল কারন হয়ে দাড়ায়।। ইতিহাসে এর ভুরি ভুরি প্রমান পাওয়া যাবে।।
আর যারা চব্য,চোষ্য,লেয্য,পেয় থেকে বন্চিত,তাদের কাজই হলো শুধু "বিরোধিতার নামে বিরোধিতা" করা।। এটা ভাল না, সেটা করা ঠিক হয় নি,আমাদের মুখ বন্ধ করার জন্য মেরে-কেটে শেষ করে ফেললো।। দেশটাকে লুটে-পুটে শেষ করলো(যেন এরা ক্ষমতায় থাকতে দেশটাকে স্বর্গ বানিয়ে দিয়েছিলো)।।
প্রতিটা দলের শাসনের সময়েই তৃতীয়-চতুর্থ দলের নামে আরেক দলের জন্ম হয়,যারা নিজেদেরকে নিরপেক্ষতার লেবাসে ঢেকে রাখতে চায়।। তারপর কোন একদিন,শুভক্ষনে থলের বিড়াল ম্যাও করে উঠে।। তৈরী হয়ে যায় যুক্তি-তর্কের মহারন।। মাঝখান থেকে মধ্যবিত্ত গরীব হয়,আর গরীব হয় হতছিন্ন।।এ নিয়েই ৪২টি বছর পার করলাম কিন্তু কেউ কথা রাখে নি।। এই হতভাগা দেশটিতে কি কেউ নেই যে বা যারা সমস্ত লোভ-লালসামুক্ত হয়ে আমাদের আলোর দিশারী হয়ে দেশকে এগিয়ে নেবে উন্নতি-সমৃদ্ধি আর বিশ্বের সন্মান অর্জনের দিকে।। কবে হবে সেই ছেলে,কথায় না বড় হয়ে কাজে বড় হবে।। বড্ড প্রত্যাশায়.......।
©somewhere in net ltd.