নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত কয়েকদিনের পত্র-পত্রিকায় ছবিসহ ডঃ ইউনুসের পুরষ্কার গ্রহনের খবর আসছে বেশ ফলাও করেই।। ব্যাত্তিগত ভাবে আমি নিজেও উনার এই সন্মানে বাঙ্গালী হিসাবে গর্ব ও সন্মানিত বোধ করছি।। প্রচন্ড খরার মুখে একটু বৃষ্টি কার না শরীর-মন জুড়ায়?? কিন্তু একটা বিষয় আমাকে দ্বগ্ধ করছে, তিনি শান্তিতে নোবলজয়ী।। তাই আমরা অন্ততঃ আশা করতে পারি যে,দেশের বর্তমান এই সংঘাতময় পরিস্থিতির নিরোসনকল্পে একটা ভিন্নধারার জনমত সৃষ্টি করার চেষ্টা করবেন।।(কেউ শুনুক,না বুঝুক আমার মতে এটা তার কর্তব্য ও দায়িত্বের মধ্যে পরে) কিন্তু এখানে জাতির দুর্ভাগ্য যে ,এব্যাপারে তার কোন মন্তব্য বা বত্তব্য আমরা পাই নি।। সাংবাদিকদের প্রশ্নের জবাবেও তিনি মন্তব্য না করে পাশ কাটিয়ে গেছেন।।এতদ্বিধা কেন?? তাহলে কি আমাদের যেতে হবে ম্যান্ডেলা,আর অমৃত্যসেন দের কাছে??
আরেক নোবেল শান্তিপদকে ভুষিত "গনতন্ত্রের জন্য জানন লড়িয়ে"দেয়া অং সং সুচি।। এই সুচিও পৃথিবীর তাবৎ গনতন্ত্র ও শান্তি নিয়ে কথা বললেও তার নিজের দেশে যে সংখালঘুরা নির্যাতিত হচ্ছে,বঞ্চিত হচ্ছে তাদের প্রাপ্য অধিকার থেকে।।ঘর-বাড়ী হারিয়ে শরনার্থি হিসাবে ঠাই নিতে হচ্ছে প্রতিবেশি দেশে।।মৃত্যুর কথা না হয় লিখলামই না।।এসব কিছুই এই শান্তিকামী নেত্রীর চোখে পড়ছে না।। এখানে তার যে রাজনৈতিক চাতুরী খেলা করছে,তা শুধু আমাদের কেন পুরো পৃথিবীর কাছেই ধরা পরেছে।।যে কারনে মন্তব্য--Aung Sung Suu Kyi has an election to win 2015.She risks alienating politically potent Buddhist element among her own supporters if she appears too cosy with the Rohingya,or other Muslims, said Nicholas Farrelly of the Australian National University.
সুচীর বেলায় না হয় বুঝলাম বেড়াল সাদা না কালো।।কিন্তু আমাদের ডঃ ইউনুস সহ তাবৎ বাঘা বাঘা বুদ্ধিজীবিদের বেলায় অনবরতঃ একটা প্রশ্নই থেকে যাবে????
২| ১০ ই মে, ২০১৩ রাত ১১:৪৩
সচেতনহ্যাপী বলেছেন: আসলেই কি নীরব আমরা??
©somewhere in net ltd.
১| ০৩ রা মে, ২০১৩ রাত ৯:৫৩
এরিস বলেছেন: কম বুঝি এসব। তাই নীরবতাই শেষ কথা।