নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটা নির্দিষ্ট গন্ডীর মাঝেইথাকতে চাই।।

সচেতনহ্যাপী

সচেতনহ্যাপী › বিস্তারিত পোস্টঃ

রাজনীতি এবং হোলীখেলা

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫৯

বাক্য দুটির সাথে আমরা ছোটবড় সবাই পরিচিত।।বর্তমানে এটা ব্যাপক পরিচিতি পেতে শুরু করছে এর বিধ্বংসীরূপ আর ব্যাপকতার দিক থেকে।।রাজনীতিতে যেমন শেষ কথা আর স্থায়ী শত্র্রু-মিত্র নেই,আজ যে বন্ধু কাল সে শত্রু।।বর্তমানে যত যুদ্ধ আর প্রানহানী ঘটছে তার সিংহভাগই নিজেদের বিবাদে।।শিয়া-সুন্নী,কট্টরপন্হি বনাম উদার।।নিজেদের বোমা-বুলেটে মরছে-মারছে নিজেরাই।।স্বৈরশাসক থেকে মুক্ত বা স্বাধীন হয়ে নিজেরাই দুইপক্ষ হয়ে আবার নূতন আর এক যুদ্ধ।।মিসর,সিরিয়া,তিউনেশিয়া,আফগানীস্তানে,লিবিয়া,ইয়েমেন, প্রতিটি দেশেই চলছে এই আত্মনাশী,মরন লড়াই।।কবে যে থামবে কে জানে।।

আমরা একটু খেয়াল করলেই দেখতে পাবো সিরিয়ার এই ব্যাপক গৃহযদ্ধের হলকার আচ লাগতে শুরু করছে লেবাননে।।ইরাকে বোমাবাজী।।কিছুটা ছোয়া তুর্কিতেও।।

পশ্চিমা শক্তিগুলি এটাতে যে যেরকমভাবে পারছে হাওয়া দিয়ে যাচ্ছে।।অর্থ,অস্ত্র আর হাসির ব্যাপার হলেও নৈতিক সমর্থন দিয়ে।।কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে।। আফগানিস্তান,ইয়েমেন আর হালের মালিতে এরা লড়াই করছে কট্টর মুসলিমদের সাথে।।একই সাথে এই পন্থিদেরই সমর্থন দিয়েছে,মিসর,লিবিয়া আর তিউনেশিয়ার বেলায়।। বর্তমানে দিচ্ছে সিরিয়াতে।।

কেন এই সাহায্য?? যেখানে পশ্চিমাদের ভাষায়ই radical islamists মানেই পশ্চিমের শত্রু এবং বিপক্ষ,সেখানে?? এটাই রাজনীতি।।

কিন্তু এটাও যে বুমেরাং হয়ে ফিরে আসতে পারে তার প্রমানতো হাতেই আছে।।তালেবান আর লিবিয়ার বর্তমান ঘটনাবলী।।৮০র দশকে রাশিয়াকে পরাজিত করতে এই তালেবানকেই দুধ-কলা দিয়ে পুষেছে পশ্চিম।।যুদ্ধবিমানের ছত্রছায়ায় সাহায্য করেছে লিবিয়ার বিদ্রোহীদের।। আলজেরিয়া,মালিতে আজ আমরা কি দেখছি??সেই বুমেরাং।। যা প্রতিদিনই খবর হয়ে আমাদের কাছে আসছে।।

বিঃদ্রঃ সাভারের দূর্ঘটনার ব্যাপারেও তাই আমার বলার কিছু নেই।। শুধু সকল শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইলো।। আর কবে যে আমাদের চাঁপাপড়া বিবেক আর মানবতা মুক্তি পাবে সেই প্রতিক্ষায়..........

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.