নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটা নির্দিষ্ট গন্ডীর মাঝেইথাকতে চাই।।

সচেতনহ্যাপী

সচেতনহ্যাপী › বিস্তারিত পোস্টঃ

মত প্রকাশের সুস্থ ও স্বাধীনতা পরিবেশ এবং আমরা.............।

১১ ই মে, ২০১৩ রাত ১:৫৮

আমরা বেশীর ভাগ লোকই কনফিউজড থাকি ঘৃনা-ভাললাগা,আর সন্মন-অসন্মান নিয়ে।। এসবই আমাদের কথায়,লেখায় প্রকাশ পায়।। পারস্পরিক সন্মান কিন্তু ভাললাগা না।।ভিন্ন ভিন্ন লোকের ভিন্ন ভিন্ন মত থাকাটাই স্বাভাবিক।।সবাই একমতের হওয়াটাই বরং অস্বাভাবিক।। এমনকি নিজের সন্তানও নিজের মত হয় না।।

ভিন্নমতাবলম্বী ছাড়া কোন সমাজই সৃষ্টি হয় নি।।দূর্ভাগ্যক্রমে আমাদের মত প্রকাশের ধারা এবং সমর্থন এমন দিকে মোড় নিয়েছে যেখানে অবাঞ্চিত ভাষা ব্যাবহার করে আসছি , নিজস্ব মত প্রকাশ করতে যেয়ে।। পারস্পরিক সন্মান ধুলোন্ঠিত।। হতে পারে তারা ভিন্ন মতের,হতে পারে তারা ভুল পথের যাত্রী।।কিন্তু তাই বলে কি তাদের নিজস্ব মতপ্রকাশের স্বাধীনতা থাকবে না??যদি তাদের নিজের মত ও পথের সপক্ষে আনতে না পারি,সেটা কি প্রকারান্তরে আমাদের ব্যর্থতা না??কন্তু আজ আর কেউ সেপথে হাটছে না।। রাজীও না।।সবাই আজ ব্যাস্ত নিজ নিজ মতের শ্রেষ্ঠত্ব আর মহীমার ধ্বজা নিয়ে এগিয়ে চলতে।।আর এই চলার পথে কেউ এলে তাকে গুড়িয়ে এগিয়ে যাবো,এই ধারনায়।।সাথে থাকবে ছল-চাতুরী আর মিথ্যার বেসাতী।। বিশ্বাস না হলে বিভিন্ন ব্ল্রগ,ফেসবুক বা টুইটার থেকে একটু ঘুরে আসুন।। কিছু লেখকের লেখা থেকেতো রীতিমত দূর্গন্ধ ছড়াচ্ছে।।অবহেলা আর অবলীলায় তারা অহরহ এই কাজটি করে যাচ্ছে।। প্রশ্ন হচ্ছে কেন এবং আর কতদিন??

আসুন না সবাই মিলে ঠিক করি অন্ততঃ সমাজের স্বার্থে এসব ছেড়ে ভিন্ন মতাবলম্বীদের সন্মান করি।। সমালোচনা করি গঠনমূলক,যাতে সমাজের সাথে সাথে ভবিষ্যত প্রজন্মও যেন উপকৃত হতে পারে।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.