নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন টিভিতে wild news এ দেখলাম কতগুলি ছোট ছোট পাখী একটা কুমিরের হা করা মুখের ভিতর যাতায়াত করছে নিরাপদে।। কুমির গিলে খাচ্ছে না।। একই ব্যাপার দেখা যায় হাঙ্গরের ব্যাপারেও।।হাঙ্গর সব প্রানীকেই আক্রমন করে, কিন্তু তার সাথে থাকা শত প্রজাতির মাছের কোন ক্ষতি করে না।। এমনি অনেক উদাহরন আছে।। জন্তু-জানোয়ারের মাঝে এটা থাকলেও যাদের মাঝে থাকা উচিৎ,তাদের মাঝেই নেই।। অর্থাৎ মানবজাতির মাঝে।।
দেশ শাসন সবার দ্বারা হয় না।। তাই আমরা যাদের বিশ্বাস করে ক্ষমতায় পাঠাই অত্যন্ত সন্মান ও মর্যাদার সাথে,শ্রদ্ধা করি-তারাই গিলে খায় আমাদের।। না না ভাবে।।বিশেষ করে তৃতীয়বিশ্বে।।কি দূর্ভাগ্য আমাদের!! আবার আমরাই গর্ব করি শ্রেষ্ঠ জাতি আর পুরানো সভ্যতার।।আসলে আমরা আমাদের যে ক্ষতি করি,কোন বর্গী,আইলা বা মহাসেনও তা পারে না।। প্রাকৃতিক দূর্যোগ সাময়িক ভাবে আমাদের স্থবির করে দিতে পারে কিন্তু ক্ষমতা আর রাজনীতির দূর্যোগ হয় সুদুরপ্রসারী।। ধীরে ধীরে এগিয়ে যাই আত্মবিনাসের পথে।। মুক্তি নেই এই থেকে পাবো বলেও আশা নেই!!
©somewhere in net ltd.